এ পর্যন্ত শাসক হিসাবে দায়ূদের ইতিহাস জাতির আস্থা অর্জন করেছিল । কিন্তু যখন তিনি ঈশ্বরের নিকট হতে পৃথক হলেন, তখন তিনি, সেই সময়ের জন্য শয়তানের প্রতিনিধিতে পরিণত হলেন। তথাপি ঈশ্বর তাকে যে ক্ষমতার আসন দিয়েছিলেন, তাতে তিনি বহাল ছিলেন, এবং তিনি যে আনুগত্য দাবী করলেন, তা স্বীকার করল, তার আত্মার জন্য তা বিপদের কারণ হল । যোয়াব, যিনি ঈশ্বরের প্রতি আনুগত্যের পরিবর্তে রাজার প্রতি আনুগত্য দেখালেন। তিনি রাজার আদেশে ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করলেন। PPBeng 522.4
দায়ূদ যখন ঈশ্বরের ব্যবস্থার বিপরীত আজ্ঞা দিলেন, তখন সেই আদেশ পালন করা পাপে পরিণত হলো। “যে সকল কর্তৃপক্ষ আছেন, তাহারা ঈশ্বর নিযুক্ত” (রোমীয় ১৩৪১), কিন্তু ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে তাদের প্রতি অনুগত থাকা যাবে না। আমরা যে নীতি দ্বারা পরিচালিত হব, সাধু পৌল সেই নীতি নির্ধারণ করে দিয়েছেন, “যেমন আমিও খ্রীষ্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও।” ১ করিন্থীয় ১০:৩৪। PPBeng 523.1
তার আদেশ পালন করার সংবাদ দায়ূদের নিকট পাঠানো হল, কিন্তু তা এমন ভাষায় বর্ণনা করা হল যেন যোয়াব অথবা রাজা কেউই জড়িয়ে না পড়েন। “আর আপনার দাস হিত্তীয় উরিয়ও মরিয়াছে।” PPBeng 523.2
রাজার উত্তর ছিল, “যোয়াবকে এই কথা বলিও, তুমি ইহাতে অসন্তুষ্ট হইও না, কেননা খড়্গগ যেমন এক জনকে তেমনি আর এক জনকেও গ্রাস করে।” PPBeng 523.3
বশেবা সামাজিক নিয়ম অনুসারে তার স্বামীর মৃত্যুর জন্য রোদন ও শোক প্রকাশ করলেন, আর তারপর, “দায়ূদ লোক পাঠাইয়া তাহাকে আপন বাটীতে আনাইলেন, তাহাতে সে তাঁহার স্ত্রী হইল।” যিনি জীবন বিপন্নকারী বিপদের মধ্যেও সদাপ্রভুর অভিষিক্তের বিরুদ্ধে হাত উঠাতেন না, তিনি এমন নীচে নেমে গেলেন যে তিনি তার সব চাইতে বিশ্বস্ত ও সাহসী সৈন্যের প্রতি অন্যায় করতে ও তাকে হত্যা করাতে পারলেন, এবং এই পাপের ফল নির্বিঘ্নে ভোগ করার আশা করলেন । PPBeng 523.4
তারাই সুখী যারা এই ভাবে পদক্ষেপ নেয়ার পর বুঝতে পারে যে পাপের ফল কতই না তিক্ত, এবং ভবিষ্যতে আর কোন দিন ঐ পথ অবলম্বন করে না। তাঁর মহা দয়ার জন্য ঈশ্বর দায়ূদকে পাপের এই ফল ভোগের মাধ্যমে পূর্ণ ধ্বংস হবার জন্য পরিত্যাগ করলেন না। PPBeng 523.5