রাজপুত্র দ্বারা উৎসাহিত হয়ে, সরকারের বিরুদ্ধে অসন্তোষ দ্রুত বাড়তে লাগল । অবশালোমকেই সিংহাসনের উত্তরাধিকারী মনে করা হত, এবং তিনি যে সিংহাসন দখল করেন এধরণের একটি আকাঙ্খা প্রকাশ পেতে লাগল। “এই প্রকারে অবশালোম ইস্রায়েল লোকদের মন হরণ করিল।” তথাপি রাজা কোন কিছুই সন্দেহ করলেন না। রাজপুত্রের যে ভূমিকা অবশালোম নিচ্ছিলেন, তার আদালতের সম্মান বৃদ্ধির জন্যই বলে দায়ূদ ধরে নিলেন । PPBeng 531.3
বিদ্রোহ পরিচালনার বিভিন্ন পদক্ষেপ অনুশীলনের জন্য অবশালোম বিভিন্ন বংশে নিজ লোক পাঠালেন। এখন তার বিশ্বাসঘাতকতামূলক পরিকল্পনা গোপন করার জন্য ধর্মীয় ভক্তির আশ্রয় গ্রহণ করা হল। অবশালোম রাজাকে বললেন, “বিনয় করি, আমি সদাপ্রভুর উদ্দেশে যাহা মানত করিয়াছি, তাহা পরিশোধ করিতে আমাকে হিথ্রোণে যাইতে দিন। কেননা আপনার দাস আমি যখন সিরিয়ার গশূরে অবস্থিতি করিতে ছিলাম, তখন মানত করিয়া বলিয়াছিলাম, যদি সদাপ্রভু আমাকে যিরূশালেমে ফিরাইয়া আনেন, তবে আমি সদাপ্রভুর সেবা করিব।” PPBeng 531.4
তার ছেলের ধার্মিকতার এই পরিচয়ে আনন্দিত হয়ে স্নেহময় পিতা প্রার্থনা সহকারে ছেলেকে বিদায় দিলেন। অবশালোমের ভন্ডামীর এই সেরা কাজ শুধু যে রাজার চোখে ধূলা দেবার জন্যই ছিল তা নয়, বরং এটি জনগণের আস্থা লাভের জন্যও ছিল, আর এর মাধ্যমে তাদের ঈশ্বরের মনোনীত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার অনুপ্রানীত করার জন্যও ছিল । PPBeng 532.1
অবশালোম হিথ্রোণের উদ্দেশে যাত্রা করলেন। “আর যিরূশালেম হইতে দুইশত লোক অবশালোমের সহিত গেল; ইহারা আহবান প্রাপ্ত হইয়াছিল, এবং সরল মনে গেল, কিছুই জানা ছিল না।” এই লোকেরা যাবার সময় একটুও চিন্তা করতে পারল না যে পুত্রের জন্য তাদের প্রেম তাদের পিতার বিরুদ্ধে বিদ্রোহে পরিচালিত করছে। হিড্রোণে গিয়ে অবশালোম অহীথোফলকে ডেকে পাঠালেন, অহীথোফল তার বুদ্ধির জন্য খুবই বিখ্যাত ছিলেন। অহীথোফলের সমর্থন অবশালোমের কৃতকার্য্যতা নিশ্চিত করল, কারণ অনেক প্রভাবশালী ব্যক্তি তার পতাকাতলে জড় হলেন। যখন বিদ্রোহের তূরী বেজে উঠল, সারা দেশে রাজপুত্রের গুপ্তচরেরা ঘোষণা দিল যে অবশালোম রাজ্য গ্রহণ করেছেন, আর ফলে অনেক লোক তার নিকট এসে উপস্থিত হল । PPBeng 532.2