Go to full page →

দৈনন্দিন জীবনের প্রভাব PPBeng 89

অব্রাহামের সন্তান ও পরিজনরা এই শিক্ষা পেয়েছিল যে তারা স্বৰ্গীয় ঈশ্বরের আদেশের অধীন। পিতা-মাতারা সন্তানদের অত্যাচার করতে পারবে না এবং সন্তানরা পিতামাতার অবাধ্য হতে পারবে না। তার দৈনন্দিন জীবনের নীরব প্রভাব সকলের জন্য শিক্ষার বিষয় ছিল। তার জীবনে একটি সুন্দর ঘ্রাণ ছিল, তার চরিত্র ছিল মহান, যা সকলের নিকট প্রকাশ করত যে তিনি স্বর্গের সঙ্গে সংযুক্ত। তিনি নিম্নতম চাকরকেও অবহেলা করতেন না। তার গৃহে প্রভুদের জন্য এক নিয়ম আর চাকর-বাকরদের জন্য অন্য নিয়ম ছিল না। তার সঙ্গে জীবনের আশীর্বাদের উত্তরাধিকারী হিসাবে প্রত্যেকেই ন্যায় বিচার ও সহানুভূতি লাভ করত । PPBeng 89.4

আমাদের কালে কত অল্প লোকই এই দৃষ্টান্ত অনুকরণ করেন! অনেক পিতামাতারই একটি অন্ধ আবেগ, অনাহুত ভালবাসা রয়েছে যা সন্তানদের তাদের নিজস্ব ইচ্ছার নিয়ন্ত্রণে ছেড়ে দেয়। এটা যুবক যুবতীর প্রতি নিষ্ঠুরতা এবং পৃথিবীর প্রতি একটি মহা অন্যায়। পিতা-মাতার প্রশ্রয়দান ছোট ছোট সন্তানদের স্বর্গীয় আদেশের নিকট আত্মসমর্পণ না করে তাদের ইচ্ছা ও কামনা অনুসারে চলতে উৎসাহিত করে। এভাবে তারা তাদের মন্দ ও অবাধ্য আত্মা দ্বারা তাদের সন্তানদের প্রজন্মদেরও সংক্রমিত করে। ঈশ্বরের আদেশের প্রতি বাধ্যতা প্রদর্শনের প্রথম পদক্ষেপ হিসাবে পিতা-মাতার প্রতি বাধ্যতা শিক্ষা দেয়া হোক। PPBeng 90.1

স্বর্গীয় আদেশ আর প্রযোজ্য নয় বলে যে শিক্ষা প্রসার লাভ করেছে তা লোকদের নৈতিকতার উপর পৌত্তলিকতার সমতুল্য প্রভাব বিস্তার করে। পিতা মাতারা সন্তানদের ঈশ্বরের পথে চলতে শিক্ষা দিচ্ছেন না। আর সন্তানেরা যখন তাদের সংসার শুরু করে তখন যা তারা শিক্ষা পায়নি তা তাদের সন্তানদের শিক্ষা দেবার কোনরূপ বাধ্যবাধকতা অনুভব করে না। এজন্যই এত মন্দ পরিবার, আর বঞ্চনা এত প্রসার লাভ করছে। PPBeng 90.2

একটি গভীর ও প্রসারিত সংস্কার প্রয়োজন । পিতামাতা ও বিশ্বাসীদের সংস্কার প্রয়োজন; তাদের সংসারে ঈশ্বরের প্রয়োজন। তারা তাদের পরিবারে তার বাক্য শিক্ষা দেবে, এবং তাদের সন্তানদের ঈশ্বরকে কি ভাবে সুখী করতে হয় তা অবিরত ভালবাসার মাধ্যমে শিক্ষা দেবে। ঐ সমস্ত পরিবারের সন্তানদের এমন শক্ত ভিত্তি হবে যা অন্তর্গামী অবিশ্বাস ভাসিয়ে নিতে পারবে না। PPBeng 90.3

সূর্য্যালোক ও বৃষ্টির এবং দূতগণের তত্ত্বাবধানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্য অনেক সংসারের পিতা মাতারা কয়েকটি মুহূর্ত সময়ও ব্যয় করতে পারেন না বলে মনে করেন। তাদের প্রার্থনা ধ্যানের জন্য কোন সময় নাই। তারা গরু বা ঘোড়ার মত খাটতে কাজে বেরিয়ে যান। ঈশ্বর সম্বন্ধে কোন চিন্তাই তাদের মনে উদয় হয় না। তাদের রক্ষার জন্য ঈশ্বরের পুত্র নিজ প্রাণ দিলেন, কিন্তু যেরূপ একটি পশু ঈশ্বরকে ধন্যবাদ ছাড়া মরে যায় ঠিক তদ্রূপ তাদেরও ঈশ্বরের প্রতি কোন কৃতজ্ঞতা নাই । PPBeng 90.4

প্রতিটি গৃহই একটি প্রার্থনার গৃহ হবার প্রয়োজন যদি কখনও হয়ে থাকে তা এখন। পিতা একজন পুরোহিতরূপে প্রতি সকালে ও সন্ধ্যায় ঈশ্বরের বেদীতে উপস্থিত হবেন এবং মা ও সন্তানেরা প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে প্রসংশা করার জন্য একত্রিত হোক। ঐ ধরণের একটি গৃহে যীশু খ্রীষ্ট সর্বদা থাকতে ভালবাসেন । PPBeng 91.1

প্রত্যেক গৃহ হতে প্রেম ও দয়া সুচিন্তিত ভাবে নম্র ও স্বার্থহীন সৌজন্যতার সহিত প্রবাহিত হোক। কোন কোন গৃহ আছে যেখানে ঈশ্বরের ধন্যবাদ হয় ও সত্যিকার প্রেমে সে গৃহে পরিপূর্ণ। সেই গৃহের অধিবাসীদের উপর তার অনুগ্রহ ও করুণা প্রাতঃকালীন শিশিরের মত ঝরতে থাকে । PPBeng 91.2

একটি সুশৃঙ্খলিত গৃহ খ্রীষ্ট বিশ্বাসীদের পক্ষে একটি অখন্ডনীয় যুক্তি। পারিবারিক প্রভাব সন্তানদের জীবনে কাজ করে এবং তাদের জীবন প্রভাবিত করে। অব্রাহামের ঈশ্বর সর্বদা তাদের সঙ্গী। প্রত্যেক বিশ্বাসী পিতা-মাতার প্রতি ঈশ্বরের আদেশ হল, “আমি তাঁহাকে জানিয়াছি, যেন সে আপন ভাবী সন্তানদিগকে ও পরিবারদিগকে আদেশ করে, যেন তাহারা নম্র ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে।” PPBeng 91.3