Go to full page →

বাধ্য হবার জন্য শিক্ষালাভ PPBeng 97

ভীত ও হতবাক ইস্হাক তার নিয়তি জানতে পারলেন, কিন্তু বাধা দিলেন না। তিনি ইচ্ছা করলেই পালিয়ে যেতে পারতেন। ভয়ঙ্কর তিন দিনের প্রদত্ত পরিশ্রমের ক্লান্ত বৃদ্ধ একজন শক্তিশালী যুবকের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারতেন না। কিন্তু ইস্হাক ছোট বেলা থেকে দ্রুত বাধ্যতা প্রকাশ করতে শিক্ষা লাভ করেছেন, আর যখন ঈশ্বরের লক্ষ্য তার কাছে তুলে ধরা হল, তখন তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন। তিনি অব্রাহামের বিশ্বাসের সহভাগী ছিলেন, আর ঈশ্বরের নিকটে নিজের জীবন বলিরূপে উৎসর্গ করতে পেরে নিজকে সম্মানিত জ্ঞান করলেন । PPBeng 97.5

এখন ভালবাসা ও স্নেহের শেষ কথা বলা হল, শেষ চোখের জল ঝরানো হলো, আর শেষ আলিঙ্গন করা হলো । পিতা খড়গ উঠালেন। সহসা স্বর্গ হতে এক দূত আহবান করলেন, “অব্রাহাম, অব্রাহাম!” তিনি দ্রুত উত্তর করলেন, “দেখুন, এই আমি।” আবার স্বর শুনা গেল, “যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম, তুমি ঈশ্বরকে ভয় কর, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও।” PPBeng 97.6

তখন অব্রাহাম দেখলেন যে “তাঁহার পশ্চা দিকে একটি মেষ, তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ,” এবং তিনি দ্রুত “নিজ পুত্রের পরিবর্ত্তে” ওটিকে বলি দিলেন। আনন্দ এবং কৃতজ্ঞতায় অব্রাহাম এই জায়গার নাম দিলেন “যিহোবা- যিরি,” “সদাপ্রভু যোগাইবেন ।” PPBeng 98.1