Go to full page →

লোট তার জীবন ছাড়া সবই হারান PPBeng 104

লোট দুঃখিত হৃদয়ে ঘরে ফিরে তার অকৃতকার্য্যতার কাহিনী বললেন । তখন দূতেরা তাকে তার স্ত্রী ও এখনো ঘরে যে দু'টি মেয়ে রয়েছে তাদেরসহ চলে যেতে বললেন। কিন্তু লোট দেরী করতে লাগলেন। তার প্রকৃত কোন ধারণা ছিল না জঘন্য শহরে কি ধরণের অবমাননাকর অন্যায় আচরণ করা হত। পাপকে থামানোর জন্য ঈশ্বরের বিচারের যে প্রচন্ড প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তা তিনি হৃদয়ঙ্গম করতে পারলেন না। তার কোন কোন সন্তান সদোমে পড়ে আছে, আর যাদের তিনি এত ভালবাসেন তাদের ফেলে চলে যাওয়া তার জন্য অসহনীয় মনে হল। তার জীবনের সমস্ত সঞ্চয় ও বিলাসবহুল ঘর ছেড়ে একজন কপর্দকহীন ভ্রমণকারীরূপে বেরিয়ে পড়া তার জন্য খুবই কঠিন লাগছিল। দুঃখে বুদ্ধিহীন হয়ে তিনি দীর্ঘসূত্রিতা করতে থাকলেন। শুধুমাত্র দূতগণ না থাকলে তার সকলই নির্মূল হয়ে যেত। দূতেরা তাকে এবং তার স্ত্রীকে ও তার দুই মেয়েকে হাত ধরে শহরের বাইরে নিয়ে গেলেন। সমভূমির সমস্ত শহরগুলির কোনটাতে দশজন ধার্মিকও পাওয়া যায়নি। কিন্তু কূলপতির প্রার্থনার উত্তরে যে ঈশ্বরকে ভয় করত তাকে ধ্বংস হতে উদ্ধার করা হল। বিস্ময়কর প্রচন্ডতার সাথে আদেশ দেয়া হলো, “প্রাণ রক্ষার্থে পলায়ন কর, পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না; এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না; পর্বতে পলায়ন কর, পাছে বিনষ্ট হও।” শহরের উপর একবার দৃষ্টিপাত, সুন্দর ঘর ছেড়ে যাওয়ার দুঃখে এক মুহূর্ত্ত দাঁড়ানো, তাদের সকলের জীবন ধ্বংসের কারণ হবে। এই অসহায় পলাতকেরা যেন রক্ষা পায় এইজন্য ঈশ্বরের বিচারের ঝড় থেমে রইল । PPBeng 104.2

হতবাক্ ও ভীত লোট অনুরোধ জানালেন যে তাকে যা করতে বলা হচ্ছে তা তিনি করতে পারবেন না। ভ্রষ্ট শহরে বাস করার ফলে তার বিশ্বাস দুর্বল হয়ে পড়েছিল । স্বর্গের রাজা তার নিকটে দন্ডায়মান ছিলেন, তথাপি তিনি তার নিজের জীবন রক্ষার জন্য আবেদন জানাচ্ছিলেন যেন যে ঈশ্বর তার জন্য এত প্রেম দেখাচ্ছিল, তিনি তাকে রক্ষা করবেন না। তিনি নিজেকে সম্পূর্ণ ভাবে স্বর্গীয় বাণী বাহকের হাতে সমর্পণ করা উচিত ছিল। “দেখুন, পলায়ন জন্য ঐ নগর নিকটবর্ত্তী, উহা ক্ষুদ্র; ওখানে পালাইবার অনুমতি দিউন, তাহা হইলে আমার প্রাণ বাঁচিবে; উহা কি ক্ষুদ্র নয় ?” সোয়র সদোম হতে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ছিল, এবং সদোমের মতই উহা ভ্রষ্ট ছিল ও ধ্বংসের জন্য নির্ধারিত ছিল। কিন্তু লোট অনুরোধ করলেন যে উহা যেন রক্ষা পায় এবং বললেন যে তার এই অনুরোধটি ত খুবই ক্ষুদ্র অনুরোধ। তার অনুরোধ রক্ষা করা হল। সদাপ্রভু তাকে সান্ত্বনা দিলেন, “ভাল, আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করিয়া, ঐ যে নগরের কথা কহিলে, উহা উৎপাটন করিব না । PPBeng 105.1

আবারও তাড়াহুড়া করার আদেশ দেয়া হল, কেননা অগ্নির ঝড় আর মাত্র অল্পকাল দেরী করানো যাবে। কিন্তু পলাতকদের একজন অভিশপ্ত শহরের দিকে একটি বার মাত্র পেছন ফিরে তাকিয়েছিল আর সে ঈশ্বরের বিচারের স্মৃতি স্তম্ভতে পরিণত হল। যদি লোট সমস্ত অন্তঃকরণে, একটুও বাদানুবাদ না করে প্রাণপণে পাহাড়ের দিকে পালাতেন, তবে তার স্ত্রীও রক্ষা পেতে পারতেন। তার দৃষ্টান্ত তার স্ত্রীকে তার সেই পাপ হতে রক্ষা করতে পারত যে পাপ তার ধ্বংসকে নিশ্চিত করেছিল। কিন্তু তার ইতঃস্তত ভাব তার স্ত্রীকে ঈশ্বরের সতর্কবাণীকে সহজ ভাবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিল। যদিও তার দেহ সমভূমিতে ছিল, তার হৃদয় সদোমে পড়েছিল, ফলে সে সদোমের সহিত ধ্বংস হলো। সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কেননা তাঁর বিচার তার সমস্ত সম্পত্তি ও তার সন্তানদের ধ্বংসের কারণ ছিল। তার মনে হচ্ছিল যে তার সহিত অতিরিক্ত কঠোর ব্যবহার করা হচ্ছে কেননা যে সম্পদ জোগাড় করতে তার অনেক বসর লেগেছিল, তা এখন ধ্বংসপ্রাপ্ত হবে। কৃতজ্ঞচিত্তে মুক্তি গ্রহণ করার পরিবর্তে, সে অসঙ্গত ভাবে পেছনে তাকিয়ে, যারা ঈশ্বরের সতর্কবাণী অবহেলা করেছিল তাদের জীবন কামনা করল । PPBeng 105.2

খ্রীষ্টীয় বিশ্বাসীদের কেউ কেউ বলেন, “আমি রক্ষা পেতে চাই না, যদি আমার সাথী ও বাচ্চারা রক্ষা না পায়।” তারা মনে করেন তাদের প্রিয়জনেরা সাথে না থাকলে স্বর্গ হবে না। কিন্তু যারা এ ধরণের ধারণা পোষণ করেন তারা কি ভুলে গেছেন যে তারা তাদের স্রষ্টা ও মুক্তিদাতার সহিত প্রেম ও ব্যধ্যতার শক্ততম রশিতে আবদ্ধ? আর যেহেতু আমাদের বন্ধুরা মুক্তিদাতার প্রেমকে অস্বীকার করে, আমরাও কি তা অস্বীকার করব? আমাদের মুক্তির জন্য খ্রীষ্ট এক মহামূল্য দান করেছেন, আর যে কেহ এই মূল্য অনুধাবন করতে সক্ষম, শুধু অন্যেরা ঈশ্বরকে অবজ্ঞা করেছেন বলে, তারা কখনো তা করবেন না । যেহেতু অন্যেরা তাঁর দাবীর প্রতি অবজ্ঞা দেখায়, তাই আমাদের এ বিষয়ে আরো অধিক পরিশ্রমী হওয়া প্রয়োজন, যেন আমরা ঈশ্বরকে সম্মান দেখাতে পারি এবং যাদের সম্ভব তাদের তাঁর প্রেম গ্রহণ করতে সহায়তা দিতে পারি । PPBeng 106.1