পরম দুঃখে, যিহূদা প্রশাসকের নিকটবর্তী হলেন। অত্যন্ত বাগ্মিতা সহকারে তিনি যোষেফের হারিয়ে যাওয়া, তার পিতার শোক ও তার অত্যন্ত প্রিয়া স্ত্রী রাহেলের একমাত্র অবশিষ্ট সন্তান বিন্যামীনকে তাদের সাথে মিসরে আসতে দিতে তার অনিহার কথা বর্ণনা করলেন। তারপর তিনি বললেন, “অতএব আপনার দাস যে আমার পিতা, আমি তাঁহার কাছে উপস্থিত হইলে আমাদের সংগে যদি এই যুবক না থাকে, তবে এই যুবকের প্রাণে তাঁহার প্রাণ বাঁধা আছে বলিয়া, যুবকটী নাই দেখিলে তিনি মারা পড়িবেন; এইরূপে আপনার এই দাসেরা শোকে পাকা চুলে আপনার দাস আমাদের পিতাকে পাতালে নামাইয়া দিবে। আবার আপনার দাস আমি পিতার নিকটে এই যুবকটীর জামিন হইয়া বলিয়াছিলাম, আমি যদি তাহাকে তোমার নিকটে না আনি, তবে যাবজ্জীবন পিতার কাছে অপরাধী থাকিব। অতএব বিনয় করি, প্রভুর নিকটে এই যুবকটীর পরিবর্তে আপনার দাস আমি প্রভুর দাস হইয়া থাকি, কিন্তু এই যুবককে আপনি তাহার ভাইদের সংগে যাইতে দিউন। কেননা এই যুবকটী আমার সহিত না থাকিলে আমি কি প্রকারে পিতার নিকটে যাইতে পারি? পাছে পিতার যে আপদ ঘটিবে, তাহাই আমাকে দেখিতে হয়।” PPBeng 159.4
যোষেফ সন্তুষ্ট হলেন। তিনি তার ভাইদের মধ্যে প্রকৃত অনুতাপের ফল দেখেছেন। তিনি আদেশ করলেন যে এরা ছাড়া অন্য সকলে সরে যাবে। তখন, জোরে কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমি যোষেফ, আমার পিতা কি এখনও জীবিত আছেন?” PPBeng 159.5