Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ফল দ্বারা সাক্ষ্যকলাপের বিচার করিতে হইবে

    ফল দ্বারাই সাক্ষ্যকলাপের বিচার করিতে হইবে । এই সকলের শিক্ষার বিশেষ তাৎপর্য কি ? ঐ সকলের প্রভাবের দ্বারা কী ফল উৎপন্ন হইয়াছে ? যাহারা ইচ্ছা করে, তাহারা এই সকল দর্শনের ফলের দ্বারা ভূষিত হইতে পারে । শয়তানের সৈণ্যগণের বাধাবিঘ্নের বিরুদ্ধে এবং যে মানবীয় প্রতিনিধিগণ শয়তানের কার্য্যে সাহায্য করিয়াছে, তাহাদের প্রভাবের বিরুদ্ধে এই সকল সাক্ষ্য টিকিয়া থাকিতে ও বলবান হইতে ঈশ্বর উপযুক্ত দেখিয়াছেন ।CCh 272.1

    ঈশ্বর হয় তাঁহার মণ্ডলীকে শিক্ষা দিতেছেন, তাহাদের দোষের জন্য তাহাদিগকে তিরস্কার করিতেছেন ও তাহাদের বিশ্বাস সবল করিতেছেন, না হয় তিনি কিছুই করিতেছেন না । এই কার্য্য হয় ঈশ্বরের, না হয় ঈশ্বরের নহে । শয়তানের সহিত অংশীদার হইয়া ঈশ্বর কিছুই করেন না । আমার কার্য্যে হয় ঈশ্বরের, না হয় শয়তানের মুদ্রাঙ্ক আছে । এই বিষয়ে কোন আধা-আধি ভাগ নাই । সাক্ষ্যকলাপ হয় ঈশ্বরের আত্মার, না হয় দিয়াবলের ।CCh 272.2

    ভাববাণীর আত্মার মধ্য দিয়া প্রভু নিজেকে প্রকাশ করিয়াছেন বলিয়া অতীত, বর্ত্তমান ও ভবিষ্যৎ আমার সম্মুখ দিয়া অতিবাহিত হইয়া গিয়াছে । দর্শনে আমাকে এমন মুখমণ্ডল দেখান হইয়াছিল, যে সকল আমি পূর্ব্বে কখনও দেখি নাই এবং বহুবৎসর পরে আমি যখন তাহাদিগকে স্বচক্ষে দেখিয়াছিলাম, তখন তাহাদিগকে চিনিতে পারিয়াছিলাম । দর্শনে পূর্ব্বে আমাকে যে সকল বিষয় দেখান হইয়াছে, মনে সেই সকল বিষয়ের সুস্পষ্ট ধারণা লইয়া আমি নিদ্রা হইতে উত্থিত হইয়াছি, এবং মধ্যরাত্রে চিঠি লিখিয়া মহাদেশের পরপ্রান্তে পাঠাইয়াছি ; আর বিপদকালে সেই সকল তথায় উপস্থিত হইয়া ঈশ্বরের কার্য্যকে মহা দুর্ঘটনা হইতে রক্ষা করিয়াছে । বহু বৎসর পর্য্যন্ত আমি এই কার্য্য করিয়াছি । যে সকল দোষের বিষয় আমি কখন চিন্তাও করি নাই, একটি শক্তি আমাকে সেই সকল দোষের বিষয় তিরস্কার ও ভৎসনা করিতে প্রবর্ত্তিত করিয়াছিল । এই কার্য্য কি উর্দ্ধ হইতে, না নিম্ন হইতে ? 55T 671;CCh 272.3