Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ধারাবাহিকরূপে ও অভিনিবেশ সহকারে অধ্যয়ন

    মাতা-পিতাগণ আপনারা যদি আপনাদের সন্তান-সন্ততিগণকে ঈশ্বরের সেবা করিতে ও জগতে সৎকার্য্য করিতে শিক্ষা দিতে চাহেন, তবে বাইবেলকে আপনাদের সাহিত্য পুস্তক করিবেন । কারণ ইহা শয়তানের চতুরতা প্রকাশ করিয়া দেয় । ইহা দ্বারা জাতিগণের মহা উন্নতি সাধিত হয়, ইহা নৈতিক ভ্রষ্টতাকে তিরস্কার ও সংশোধন করে, সত্য ও মিথ্যার মধ্যে যে কী পার্থক্য তাহা নির্ণয় করিতে ইহা আমাদিগকে সাহায্য করে । গৃহে ও স্কুলে আর যাহাই শিক্ষা দেওয়া হউক না কেন, প্রধান শিক্ষক হিসাবে প্রথম-স্থান বাইবেলকে দিতে হইবে । ইহা করিলে, ঈশ্বর সমাদৃত হইবেন, এবং আপনাদের সন্তান-সন্ততিগণের মনপরিবর্ত্তনে তিনি আপনাদের জন্য কার্য্য সাধন করিবেন । এই গ্রন্থে সত্যের ও সৌন্দর্য্যের এক বহুমূল্য খনি নিনিত আছে, মাতা-পিতাগণ যদি ইহাকে তাঁহাদের সন্তান-সন্ততিগণের পক্ষে গভীর চিত্তাকর্ষক করিয়া না তুলেন, তবে তাঁহারা নিজেরাই দোষী সাব্যস্ত হইবেন ।65T 322;CCh 284.2

    পরীক্ষক যখন তাহার প্রতারণা সহকারে খ্রীষ্টের নিকট আসিয়াছিল, খ্রীষ্ট তখন, এই একমাত্র অস্র ব্যবহার করিয়াছিলেন, যথা : — “লেখা আছে ।” বাইবেলে সত্য সম্বন্ধে যে শিক্ষা রহিয়াছে, তাহা এমন প্রধান ও চমৎকার শিক্ষা যে, প্রত্যেক মাতাপিতারই তাহার অনুসরণ করা কর্ত্তব্য । মধুরভাবে ও মনের উল্লাসে সত্যটী সন্তান-সন্ততিগণের সম্মুখে এমন ভাবে উপস্থিত করিবেন, যেন মনে হয় যে, উহা ঈশ্বরই বলিতেছেন । আপনাদের সন্তান-সন্ততিগণকে আপনাদিগেতে আসক্ত করিয়া ও আপনাদের দৈনন্দিন জীবনে ধৈর্য্য, দয়া ও প্রেম দেখাইয়া মাতা-পিতারুপে আপনারা আপনাদের সন্তানগণের নিকটে দৃষ্টান্ত স্বরূপ হইতে পারেন । তাহাদিগকে তাহাদের খুসী মত চলিতে দিবেন না, কিন্ত তাহাদিগকে দেখাইয়া দিবেন যে, ঈশ্বরের বাক্য মতে চালিত করা এবং সদাপ্রভুর শিক্ষা ও উপদেশের অধীনে তাহাদিগকে আনয়ন করাই আপনার কার্য্য ।CCh 284.3

    আপনার পরিবারের সহিত যখন শাস্র অধয়ন করিবেন, তখন সুধারা রক্ষা করিবেন । পার্থিব ধরণের যাহা কিছু, তাহা তুচ্ছ করিয়া ...... আত্মা যাহাতে জীবন-খাদ্যে পরিতৃপ্ত হয়, তদ্বিষয়ে দৃঢ়রূপে চেষ্টা করিবেন । হৃষ্টচিত্তে ও আনন্দ সহকারে প্রতিদিন এক ঘণ্টা, অথবা এমন কি, আধ ঘণ্টা ঈশ্বরের বাক্য অধ্যয়ণের ফলে যে কি উত্তম, তাহা ধারণতীত ! কোন একটী বিষয় সম্বন্ধে বিভিন্ন অবস্থায় যাহা বলা হইয়াছে, তাহার একত্র সমবায়ে যে ব্যাখ্যা হইতে পারে, শাস্র হইতেই তাহার ব্যাখ্যা গ্রহণ করিবেন । আগন্তক বা অভ্যাগতগণের জন্য আপনার গৃহের ক্লাশটী বন্ধ রাখিবেন না । ক্লাশ পড়াইবার সময়ে যদি কোন আগন্তক আইসে , তবে তাহাকে ক্লাশে যোগ দিতে নিমন্ত্রণ করিবেন । তাহাকে দেখাইয়া দিবেন যে জগতের লাভ ও আমোদ-প্রমোদ অপেক্ষা ঈশ্বরের বাক্যে জ্ঞান লাভ করা আপনি অধিকতর আবশ্যক মনে করিয়া থাকেন ।CCh 285.1

    প্রার্থনা ও অভিনিবেশ সহকারে প্রতি দিন বাইবেল অধ্যয়ন করিলে প্রতিদিন ইহার মধ্যে কোন না কোন সুন্দর সত্য,— নূতন, সুস্পষ্ট ও উজ্জ্বল দীপ্তিতে দেখিতে পাইব ।7CG 510,511;CCh 285.2

    প্রভুর লালন-পালন ও তাঁহার শিক্ষা-দীক্ষার মধ্য দিয়া আপনি যদি আপনার সন্তানসন্ততিগণকে মানুষ করিতে চাহেন, তবে বাইবেলকে আপনার পথ প্রদর্শক করিতে হইবে । অনুকরণ করণার্থে খ্রীষ্টের জীবন ও তাঁহার স্বভাব তাহারা তাহাদের আদর্শ করিয়া লউক । তাহারা কোন পাপ করিলে, সেই একই প্রকার পাপ সম্পর্কে প্রভু যাহা বলিয়াছেন, তাহা তাহাদিগকে পাঠ করিয়া শুনাইবেন । এই কার্য্যের নিমিত্ত অবিরত চেষ্টা ও যত্নের প্রয়োজন । মাতাপিতাগণ একটী দোষ উপেক্ষা করিলে, শিক্ষকগণ একটী দোষ সংশোধন না করিলে, সন্তান-সন্ততিগণের সমুদয় স্বভাব বিকৃত ও উচ্ছৃঙ্খল হইয়া যাইতে পারে । সন্তানসন্ততিগণকে শিক্ষা দিউন যে, তাহাদের নূতন হৃদয় লাভ করা, নূতন রুচি জন্মান ও নূতন উদ্দেশ্য জাগাইয়া তোলা আবশ্যক । তাহাদের খ্রীষ্ট হইতে সাহায্য গ্রহণ করা আবশ্যক । ঈশ্বরের বাক্যে যেরূপ ব্যক্ত আছে, তাহাদের সেইরূপ স্বভাব বিশিষ্ট হওয়া প্রয়োজন ।CCh 285.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents