Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পবিত্র আত্মার পরিচালনায় নির্ভর করিলে তিনি তাহাকে ব্যবহার করেন

    আমাদিগের সম্মুখস্থ কার্য্য আমরা আমাদের নিজেদের শক্তিতে সম্পন্ন করিব, ঈশ্বর ইহা চাহেন না । মানবীয় উপায়ে দ্বারা যাহা করা অসম্ভব, সেই বিশেষ প্রয়োজনীয় কার্য্য সাধনের নিমিত্ত ঐশ্বরিক সাহায্যের ব্যবস্থা করা হইয়াছে । সকল ক্লেশে সাহায্যের জন্য, আমাদের আশা ও আশ্বাস বৃদ্ধির জন্য, আমাদের মন উদ্দীপিত ও আমাদের হৃদয় বিশুদ্ধ করিবার জন্য ঈশ্বর পবিত্র আত্মা দান করিয়া থাকেন ।CCh 300.1

    খ্রীস্টের মণ্ডলী যেন স্বর্গীয় দীপ্তিতে উদ্ভাসিত হইয়া ও ইস্মানুয়েলের মহীমা মণ্ডিত হইয়া এক পরিবর্ত্তিত বা রূপান্তরিত সম্প্রদায় হইতে পারে, তজ্জন্য খ্রীষ্ট উপায় নির্দ্ধারন করিয়া দিয়াছেন । তিনি চাহেন, যেন প্রত্যেক খ্রীষ্টীয়ানই শান্তি ও দীপ্তির আধ্যাত্মিক আবহাওয়ায় পরিবেষ্টিত থাকে । যে ব্যক্তি আত্ম ত্যাগ করিয়া বা স্বার্থ বিসজর্জন দিয়া নিজ হৃদয়ে পবিত্র আত্মাকে কার্য্য করিতে দেয় এবং সম্পূর্ণ উৎসর্গীকৃত জীবন যাপন করে, তাহাকে তিনি অনন্ত উপায়ে নিজ কার্য্যে ব্যবহার করিয়া থাকেন ।CCh 300.2

    পঞ্চাশত্তমীর দিনে পবিত্র আত্মা বর্ষণের ফল কী হইয়াছিল ? জনপূর্ণ পৃথিবীর সর্ব্বত্র পুনরুত্থিত ত্রাণকর্ত্তার আনন্দ সংবাদ নীত হইয়াছিল । শিষ্যগণের হৃদয় এরূপ পূর্ণ, গভীর ও সুদূরপ্রসারী হিতেচ্ছায় ভরপুর হইয়াছিল যে, ইহা তাহাদিগকে পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত গমন করিয়া এই সাক্ষ্য দিতে অনুপ্রাণিত করিয়াছিল “আমাদের প্রভু যীশু খ্রীস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোন বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক ।” ( গালাতীয় ৬:১৪ ) । খ্রীষ্ট যীশুতে যে সত্য আছে, তাহা ঘোষণা করিবার সময়ে তাঁহাদের হৃদয় সত্যের বার্ত্তার শক্তিতে আকৃষ্ট হইয়াছিল । সর্ব্বদিক্ হইতে মনপরিবর্ত্তিত লোকেরা দলে দলে মণ্ডলীতে যোগদান করিতেছিল । স্বধর্মত্যাগীরা পুনরায় মণ্ডলীতে ফিরিয়া আসিতেছিল । বহুমূল্য মুক্তা অন্বেষণার্থে পাপীরা খ্রীষ্টীয়ানদিগের সহিত যোগ দিতেছিল । যাহারা সুসমাচারের ঘোর শত্রু ছিল, তাহারা ইহার পৃষ্ঠপোষক হইয়াছিল । দুর্ব্বল, “দায়ূদের ন্যায়” হইবে, দায়ূদকূল, “সদাপ্রভূর দূতের ন্যায়” হইবে,- এই ভবিষ্যদ্বাণী পুর্ণ হইল । প্রত্যেক খ্রীষ্টীয়ান স্বীয় ভ্রাতার মধ্যে প্রেমের ও পরহিতৈষণার ঐশ্বরিক সাদৃশ্য দেখিতে পাইল । সকলে একই অনুরাগে অনুরক্ত ছিল । প্রতিযোগিতার একটী বিষয়, অন্য সকল বিষয়কেই কবলিত করিয়াছিল । খ্রীস্টের স্বভাবের মতন স্বভাব প্রকাশ করা এবং তাঁহার রাজ্য বিস্তৃতির জন্য কার্য্য করাই ছিল বিশ্বাসীগণের একমাত্র উচ্চাকাঙ্ক্ষা ।CCh 300.3

    প্রথম শিষ্যগণের যেমন অধিকার ছিল, অধুনা ঠিক্ সেইরূপ আমাদেরও পবিত্রআত্মা দানের প্রতিজ্ঞায় অধিকার আছে । পঞ্চাশত্তমীর দিনে যাহারা পরিত্রান-বার্ত্তা শুনিয়াছিল, তাহাদিগকে যেরূপ, অধুনাও তেমনি নরনারীদিগকে ঈশ্বর উর্দ্ধস্থ শক্তিতে পুর্ণ করিবেন । যাহারা চাহে এবং যাহারা তাঁহার বাক্যমতে তাঁহাকে গ্রহণ করে, এই মুহূর্ত্তেই তাহারা তাঁহার আত্মা ও তাঁহার অনুগ্রহ প্রাপ্ত হইতে পারে ।”CCh 301.1