Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দ্বিতীয় ভাগ

    ২৪ অধ্যায়

    বাপ্তিষ্ম

    বাপ্তিষ্ম ও প্রভুর ভোজ নামক অনুষ্ঠানদ্বয়, মণ্ডলীর দুইতি স্মৃতিস্তম্ভ ; একটী মণ্ডলীর বাহিরের ও একটী মণ্ডলীর ভিতরের । এই অনুষ্ঠানদ্বয়ের উপরে সত্য ঈশ্বরের নাম অঙ্কিত রহিয়াছে ।CCh 312.1

    খ্রীষ্ট, বাপ্তিষ্মকে তাঁহার আধ্যাত্মিক রাজ্যে প্রবেশের চিহ্নরূপে স্থাপন করিয়াছেন । যাহারা পিতা ও পুত্র ও পবিত্র আত্মার আধিপত্য স্বীকার করিতে ইচ্ছুক, তাহারা খ্রীষ্ট কর্ত্তৃক স্থাপিত এই দৃঢ় নিয়মটী পালন করিতে অবশ্যই সম্মত থাকিবে । মণ্ডলীতে গৃহীত হইবার পূর্ব্বে, ঈশ্বরের আধ্যাত্মিক-রাজ্যের দ্বারদেশের গোবরাটে পা দিবার পূর্ব্বে— “সদাপ্রভু আমাদের ধার্ম্মিকতা,” (যির ২৩:৬ ।) এই ঐশ্বরিক নামের মুদ্রাঙ্ক গ্রহন করিতেই হইবে ।CCh 312.2

    বাপ্তিষ্ম, জগৎ পরিহারের একটী সর্ব্বাপেক্ষা পবিত্র চিহ্ন । যাহারা পিতা ও পুত্র ও পবিত্র আত্মা— এই তিন নামে বাপ্তাইজিত হইয়াছে, খ্রীষ্টীয় জীবনের একেবারে ঠিক্ প্রবেশপথেই তাহারা প্রকাশ্যে স্বীকার করে যে, তাহারা শয়তানের কার্য্য ত্যাগ করিয়া রাজকীয় পরিবারের সভ্য হইয়াছে ; স্বর্গীয় রাজার সন্তান হইয়াছে । তাহারা এই আদেশটী পালন করিয়াছে, যথা— “আমিই তোমাদিগকে গ্রহণ করিব, এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্ব্বশক্তিমান প্রভু কহেন ।” (২ করি ৬:১৭, ১৮ ।)CCh 312.3

    বাপ্তিস্মের সময়ে ধর্ম্মসাক্ষী করিয়া আমরা যে অঙ্গীকার করি, অনেক কিছুই তাহার অন্তর্ভুক্ত । পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, খ্রীষ্টের মৃত্যুর সাদৃশ্যে আমরা সমাধি প্রাপ্ত হই, এবং তাঁহার পুনরুত্থানের সাদৃশ্যে উত্থাপিত হইয়া নূতন জীবন যাপন করিতে থাকি । আমাদের জীবন খ্রীষ্টের জীবনের সহিত নৈতিক বন্ধনে আবদ্ধ হয় । এই সময় হইতে বিশ্বাসীর স্মরণে রাখিতে হয় যে, তাহার জীবন ঈশ্বরে, খ্রীষ্টে ও পবিত্র আত্মায় উৎসর্গীকৃত । এই নূতন সম্বন্ধটীর নিকটে পার্থিব সকল বিষয়কেই তাহার নগণ্য মনে করিতে হয় । সে প্রকাশ্যে স্বীকার করে যে, সে আর অহংকারে ও আত্ম-প্রসাদে জীবন যাপন করিবে না । সে আর অসতর্ক ও উদাসীন থাকিবে না । যেহেতু সে ঈশ্বরের সহিত এক নিয়ম স্থাপন করিয়াছে । সে জগতের পক্ষে মরিয়াছে । এক্ষণে তাহার প্রভুতে জীবন যাপন করিতে হইবে এবং তাহাকে যে সকল ক্ষমতা দত্ত হইয়াছে, প্রভুর গৌরবের জন্য সে সকল ব্যবহার করিতে হইবে । কখনও ভুলিয়া যাইতে হইবে না যে, তাহার উপরে ঈশ্বরের স্বাক্ষর রহিয়াছে এবং সে খ্রীষ্টের রাজ্যের প্রজা, ঈশ্বরীয় স্বভাবের সহভাগী । তাহার সমগ্র সত্তা, এবং যাবতীয় গুণরাশি সহ তাহার যথা- সর্ব্বস্ব তাঁহার নামের গৌরবার্থে ঈশ্বরের নিকট সমর্পণ করিতে হইবে ।CCh 312.4