Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বাপ্তিষ্মের জন্য সন্তানসন্ততিগণকে প্রস্তুত করণ

    যে সকল মাতাপিতার সন্তানসন্ততিগণ বাপ্তাইজিত হইতে ইচ্ছুক, তাঁহাদের নিজেদের আত্ম-পরীক্ষা করা ও সন্তানসন্ততিগণকে বিশ্বস্তভাবে শিক্ষা দেওয়া আবশ্যক । বাপ্তিষ্ম একটী অতীব পবিত্র ও অত্যাবশ্যক অনুষ্ঠান, সুতরাং ইহার অর্থ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা বাঞ্ছনীয় । ইহার অর্থ— পাপের জন্য খেদ্ ও অনুতাপ এবং খ্রীষ্ট যীশুতে নূতন জীবনে পদার্পণ । এই অনুষ্ঠান পালনের নিমিত্ত অযথা তরান্বিত হইবার প্রয়োজন নাই । মাতাপিতা ও সন্তানসন্ততিগণ— এই উভয়েই ইহার আবশ্যকতা অনুভব করুন । সন্তানসন্ততিগণের বাপ্তিষ্মে সম্মতি দান করিয়া মাতাপিতাগণ এই ধর্ম্ম-প্রতিজ্ঞায় আবদ্ধ হন যে, তাঁহারা এই সকল সন্তানসন্ততির বিশ্বস্ত তত্ববধায়ক হইয়া ইহাদের চরিত্র গঠনে ইহাদিগকে পরিচালিত করিবেন । তাহারা যে বিশ্বাস স্বীকার করে, তাহা যেন অবজ্ঞাত না হয়, তজজন্য এই মেষশাবকগণকে বিশেষ যত্ন সহকারে রক্ষা করণার্থে মাতাপিতাগণ প্রতিজ্ঞাবদ্ধ হন ।CCh 314.2

    বাল্যকাল হইতেই সন্তান-সন্ততিগণকে ধর্ম্ম শিক্ষায় সুশিক্ষিত করিয়া তুলিতে হইবে । ভর্ৎসনার ভাবে নহে, কিন্তু হৃষ্টচিত্তে ও প্রফুল্ল মনে শিক্ষা দিতে হইবে । মাতার অবিরত সতর্ক থাকিতে হইবে, নতুবা সন্তান-সন্ততিগণের নিকটে এমন অতর্কিত ভাবে প্রলোভন আসিয়া উপস্থিত হইবে যে, তাহারা তাহা বুঝিতেও পারিবে না । বিজ্ঞতাপূর্ণ সুমধুর উপদেশ দ্বারা সন্তান-সন্ততিগণকে রক্ষা করিতে হইবে । প্রলোভনের উপরে জয়ী হইবার জন্য এই সকল অনভিজ্ঞগণকে সর্ব্বোত্তম বন্ধুর ন্যায় সাহায্য করিতে হইবে ; কারণ বিজয়ী হইবার নিমিত্ত এই সাহায্য তাহাদের পক্ষে একান্ত আবশ্যক । তাঁহাদের বিবেচনা করা আবশ্যক যে, তাঁহাদেরই যে প্রিয় সন্তানসন্ততিগণ ঠিক পথে চলিবার চেষ্টা করিতেছে, তাহারা প্রভুর পরিবারের ক্ষুদ্র ক্ষুদ্র সভ্য, সুতরাং রাজার বাধ্যতার রাজপথে সরল পথ নির্ম্মাণার্থে তাহাদিগকে সাহায্য করিবার জন্য তাঁহাদের প্রবল অনুরাগ থাকা আবশ্যক । ঈশ্বরের সন্তান-সন্ততি হওয়ার ও তাঁহার বশীভূত হইয়া তাঁহারই হস্তে আপন ইচ্ছা সমর্পণ করার অর্থ কি, মধুর প্রেমে দিনের পর দিন তাহাদিগকে তাহা শিক্ষা দিতে হইবে । পিতামাতার আজ্ঞাবহ হওয়া ঈশ্বরের আজ্ঞাবহ হওয়ার অন্তর্গত, ইহা তাহাদিগকে দিনের পর দিন ও ঘণ্টার পর ঘণ্টা অবশ্যই শিক্ষা দান করিবেন । হে মাতাপিতাগণ, জাগ্রৎ থাকুন, জাগ্রৎ থাকুন ও প্রার্থনা করুন এবং আপনাদের সন্তান-সন্ততিগণকে আপনাদের সঙ্গী করিয়া লউন ।CCh 315.1

    তাহাদের জীবনের সর্ব্বাপেক্ষা আনন্দের দিন আসিলে এবং তাহারা অন্তরের সহিত যীশুকে প্রেম করিয়া বাপ্তাইজিত হইতে চাহিলে, তাহাদের সহিত বিশ্বস্ত ব্যবহার করিবেন । এই অনুষ্ঠান প্রতিপালনের পূর্ব্বে তাহাদিগকে জিজ্ঞাসা করিয়া দেখিবেন যে, ঈশ্বরের কার্য্য করা তাহাদের জীবনের প্রথম উদ্দেশ্য হইবে কিনা । তৎপরে তাহাদিগকে বলুন, কি ভাবে কার্য্য আরম্ভ করিতে হইবে ।প্রথম উপদেশের ফল প্রচুর । ঈশ্বরের নিমিত্ত এই প্রথম কার্য্যটী কি ভাবে সম্পন্ন করিতে হইবে, তাহাদিগকে তাহা সরল ভাবে শিক্ষা দান করুন ; যত সহজ হওয়া সম্ভব, তত সহজ ভাবে বুঝাইয়া দিউন । প্রভুতে আত্ন-সমর্পনের ও তাঁহার বাক্যে যেরূপ নির্দ্দেশ আছে, খ্রীষ্টীয়ান মাতাপিতার উপদেশ মত ঠিক্ সেই নির্দ্দেশানুযায়ী কার্য্য করার অর্থ কী তাহাদিগকে তাহা বুঝাইয়া দিউন ।CCh 316.1

    বিশ্বস্তভাবে শিক্ষাদানের পর আপনারা যদি সুস্পষ্টরূপে বুঝিতে পারেন যে, আপনাদের সন্তান-সন্ততিগণ মনপরিবর্ত্তনের ও বাপ্তিষ্মের অর্থ সম্যকরূপে হৃদয়াঙ্গম করিতে পারিয়াছে এবং তাহারা প্রকৃতই পরিবর্ত্তিত হইয়াছে, তবে তাহাদিগকে বাপ্তাইজিত হইতে দিবেন । কিন্তু আমি পুনরায় বলি, তাহাদের অনভিজ্ঞ পদসমূহকে আজ্ঞাবহতার সংকীর্ণ পথে পরিচালিত করিবার নিমিত্ত বিশ্বস্ত মেষপালকের ন্যায় কার্য্য সম্পাদনার্থে নিজেদিগকে সর্ব্ব প্রথমে প্রস্তুত করুন । মাতাপিতাগণ যেন প্রেমে, ভদ্রতায় ও খ্রীষ্টীয় নম্রতায় এবং খ্রীষ্টের নিকটে পুর্ণ আত্মোৎসর্গের দ্বারা তাহাদের সন্তানগণের নিকটে ঠিক্ দৃষ্টান্ত প্রদর্শন করিতে পারেন, তজজন্য তাহাদের মধ্যে ঈশ্বরকে অবশ্যই কার্য্য করিতে দিতে হইবে । আপনাদের সন্তান-সন্ততিগণের বাপ্তিষ্মে সম্মতি দানের পর, আপনারা যদি তাহাদিগকে স্বেচ্ছামতে চলিতে সুযোগ দান করেন, তাহাদের পদ সমূহ সরল পথে চালাইবার বিশেষ কর্ত্তব্য আপনাদের আছে, ইহা আপনারা অনুভব না করেন, তবে সত্যে তাহাদের বিশ্বাস, সাহস ও অনুরাগ হারাইলে, আপনারাই তজজন্য দায়ী হইবেন ।CCh 316.2

    অবগাহনেচ্ছু বয়োকনিষ্ঠদের অপেক্ষা বয়স্ক পুরুষ ও বয়স্কাস্ত্রীলোকদের কর্ত্তব্য-জ্ঞান অপেক্ষাকৃত অধিকতর হওয়া বাঞ্ছনীয় ; কিন্তু এই সকল আত্মার জন্য মণ্ডলীর পালকেরও একটী কর্ত্তব্য রহিয়াছে । তাহাদের কি কোন মন্দ অভ্যাস ও রীতিনীতি রহিয়াছে ? তাহা হইলে, পালকের কর্ত্তব্য তাহাদের সহিত বিশেষ সভা করা । তাহাদিগকে বাইবেল শিক্ষা দান করুন, তাহাদের সহিত আলাপ করুন ও প্রার্থনা করুন, এবং তাহাদের উপরে প্রভুর যে সকল দাবীদাওয়া আছে, তাহাদিগকে তাহা সুস্পষ্টরূপে দেখাইয়া দিউন । মনপরিবর্ত্তন সম্বন্ধে বাইবেলে যে শিক্ষা রহিয়াছে, তাহাদের নিকটে তাহা পাঠ করুন । মনপরিবর্ত্তনের ফল কি এবং তাহারা যে ঈশ্বরকে প্রেম করে, তাহার প্রমাণ কি, তাহাদিগকে তাহা দেখাইয়া দিউন । মন্দ অভ্যাস ত্যাগ করিতে হইবে । কু-বাক্য, ঈর্ষ্যা ও অবাধ্যতারূপ পাপ পরিত্যাগ করিত হইবে । চরিত্রের প্রত্যেকটি মন্দতার বিরুদ্ধে সংগ্রাম করিতে হইবে । তাহা হইলে বিশ্বাসী ব্যক্তি সজ্ঞানে এই প্রতিজ্ঞার অধিকারী হইতে পারিবে, যথা—“যাচ্ঞা কর, তোমাদিগকে দেওয়া যাইবে ।” (মথি ৭:৭) ।16T 91.99.CCh 317.1