Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    অবিবেচনার বিবাহাঙ্গীকার ভাঙ্গিয়া দেওয়াই শ্রেয়ঃ

    একমাত্র খ্রীষ্টেই বিবাহ-মিলন নিরাপদ হইতে পারে। ঈশ্বরীয় প্রেম হইতে মানবীয় প্রেম-বন্ধন দৃঢ়রূপে আকর্ষণ করিয়া লওয়া কর্ত্তব্য। যেস্থানে খ্রীষ্ট বাস করেন, কেবল সেই স্থানেই গভীর, যথার্থ ও নিঃস্বার্থ প্রেম রাজত্ব করিতে পারে।CCh 349.2

    তুমি যাহার সহিত বিবাহমিলনে মিলিত হইতে সঙ্কল্প করিয়াছ, তাহার স্বভাব সম্বন্ধে সম্পুরনরুপে অবগত না হইয়া যদি এমন কি বাগদানও করা হইয়া থাকে, তবে মনে করিও না যে, বাগদত্ত হইয়াছে বলিয়া বিবাহ প্রতিজ্ঞা তোমার পালন করিতেই হইবে এবং যাহাকে তুমি প্রেম ও সম্মান করিতে পার না, সারা জীবনের জন্য তাহার সহিত তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেই হইবে। তুমি কি ভাবে সর্ত্তসম্বলিত বাগদান কর, তদ্বিষয়ে বিশেষ সতর্ক হইবে ; কিন্তু অনেকে যেমন করে, তেমনি বিবাহের পরে পৃথক হওয়া অপেক্ষা বরং বিবাহের পূর্বে প্রতিশ্রুতি ভাঙ্গিয়া দেওয়া উত্তম, বহুলাংশে উত্তম ।CCh 349.3

    তুমি হয়তো বলিতে পার, “আমি প্রতিশ্রুতি দিয়াছি, এক্ষনে আমি কি উহা প্রত্যাখ্যান করিব ?” আমার উত্তর এই, শাস্রের বিপরীতে তুমি যদি কোন প্রতিজ্ঞা করিয়া থাক, যে কোন উপায়ে অনতি বিলম্বে তাহা প্রত্যাহার কর, এবং যে মোহ তোমাকে এত শীঘ্র প্রতিজ্ঞাবদ্ধ হইতে চালিত করিয়াছে, তাহার জন্য বিনম্রমনে ঈশ্বরের সম্মুখে অনুতাপ কর । ফলতঃ উক্ত প্রতিজ্ঞা পালন করিয়া সৃষ্টিকর্ত্তার অবমাননা করা অপেক্ষা, ঈশ্বরের ভয়ে তাহা ভাঙ্গিয়া দেওয়া বরং বহুলাংশে শ্রেয়ঃ ।CCh 349.4

    ঈশ্বরকে সুখী করিবার ও তাহাকে সমাদর করিবার ব্যাকুল বাসনা লইয়া বিনম্র মনে, সাদাসিধে ভাবে ও অকপটচিত্তে বিবাহ সম্মিলনের প্রতিটী পাদ-বিক্ষেপ চিহ্নিত হওয়া বিধেয় । ভাবী জীবনের উপরে বিবাহের প্রভাব এই জগতে যেমন, পর জগতেও তেমনি দৃষ্ট হইবে । ঈশ্বর যেরূপ পরিকল্পনায় অনুমদন করিতে পারেন না, কোন অকপট খ্রীষ্টীয়ান সেরূপ পরিকল্পনা করিবে না।CCh 350.1

    মানবীয় প্রেম লাভার্থে হৃদয় ব্যাকুল হইয়া উঠে , কিন্তু যিশুর প্রেমের স্থান পূরণার্থে ঐ প্রেম যথেষ্ট গাঢ়, যথেষ্ট বিশুদ্ধ ও যথেষ্ট বহু-মূল্য নহে। জীবনের চিন্তা ও উদ্বেগ , দায়িত্ব ও দুঃখকষ্টের সম্মুখীন হইবার নিমিত্ত স্ত্রী একবার তাহার ত্রানকর্ত্তার নিকট হইতেই বিজ্ঞতা, শক্তি ও অনুগ্রহ লাভ করিতে পারে। স্ত্রী কর্ত্তব্য, ত্রানকর্ত্তাকে তাহার বল চালক করা। নিজেকে কোন জাগতিক বন্ধুর হস্তে অর্পণ করিবার পূর্বে যে কোন স্ত্রী লোকের কর্ত্তব্য নিজেকে খ্রীষ্টের নিকট অর্পণ করা, এবং জাহাতে ইহার বাধা ঘটে সেরূপ কোন সম্বন্ধ সূত্রে আবদ্ধ না হওয়া। যাহারা প্রকৃত সুখ লাভ করিতে চাহে, তাহাদের যাহা আছে এবং তাহারা যাহা কিছু করে, সেই সকলের উপরে স্বর্গীয় আশীর্ব্বাদের প্রয়োজন । ঈশ্বরের অবাদ্ধ হওয়ার নিমিত্তই এত অধিক হৃদয়ে ও এত অধিক গৃহে দুঃখকষ্ট বিরাজ করিতেছে। হে আমার ভগ্নি, যে পরিবার সর্ব্বদা পাপাদ্ধকারের মধ্যে বসবাস করে, তুমি সেই পরিবার ভুক্ত হইতে না চাহিলে, যে ব্যক্তি ঈশ্বরের শত্রু তাহার সহিত বিবাহ মিলনে মিলিত হইও না ।CCh 350.2