Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বিবাহ সাধাসিধে ও আমোদদায়ক ঘটনা

    ঐশ্বরিক প্রেম, খ্রীষ্ট হইতে উৎপন্ন হয়, তাহা মানবীয় প্রেমকে কখনও লোপ করে না, কিন্তু অন্তর্ভুক্ত করে । ঐশ্বরিক প্রেমের দ্বারা মানবীয় প্রেম সুপরিষ্কৃত, বিশুদ্ধ, উন্নত ও মহৎ হয় । মানবীয় প্রেম যে পর্যন্ত না ঐশ্বরিক প্রকৃতির সহিত সংযুক্ত এবং স্বর্গাভিমুখে বৃদ্ধি প্রাপ্ত হইতে শিক্ষিত হয়, তাবৎ কক্ষনই বহুমূল্য ফল উৎপন্ন হইতে পারে না। যিশু সুখ- দায়ক বিবাহদি ও আনন্দ-দায়ক গৃহাদি দেখিতে চাহেন ।CCh 353.1

    শাস্রে বর্ণিত আছে যে, যিশু ও তাহার শীষ্যগণ কান্না নগরের বিবাহ ভোজে নিমন্ত্রিত হইয়াছিলেন । ইহাতে বিবাহ ভোজে নিমন্ত্রিত খৃীষ্টীয়ানগনকে খ্রীষ্ট এই কথা বলিবার সুযোগ দেন নাই যে, বিবাহ- বাড়িতে এত আমোদপ্রমোদের ব্যাপারে আমাদের যোগদান করা কর্ত্তব্য নহে । এই ভোজে যোগদান করিয়া খ্রীষ্ট শিক্ষা দিয়াছিলেন যে, ঈশ্বরের বিধি ব্যবস্থা পালনে যাহারা আমোদ করে, তিনি চাহেন যেন আমরাও তাহাদের সহিত আমোদ করি । মানব জাতির নির্দ্দোষ আমোদ- উৎসবাদি যখন স্বর্গীয় ব্যবস্থানুযয়ী সম্পাদিত হইয়াছে, তখন তিনি কখনও তাহা নিষেধ করেন নাই ।CCh 353.2

    অবৈধ আনন্দ ও ধুমধাম সহকারে এবং কিছুর ভান করিয়া বিবাহ অনুষ্ঠান সম্পাদিত হয় দেখিয়া, আমার কাছে সর্ব্বদা ইহা বড়ই অসঙ্গত বলিয়া মনে হয় । না, এই অনুষ্ঠানটি ঈশ্বর নিয়োজিত অনুষ্ঠান। সুতরাং ইহাকে সর্ব্বপেক্ষা পবিত্র বলিয়া বিবেচনা করা কর্ত্তব্য । নিন্মে এই পৃথিবীতে যে পারিবারিক সম্বন্ধ স্থাপিত হয়, তাহা উপরে স্বর্গীয় পরিবারে কিরুপ হইবে তাহারই সুনিশ্চিত প্রমান । চিরকালই, প্রথমে ঈশ্বরকে গৌরব দান করিতে হইবে । 1AH 99-101;CCh 353.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents