Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৩০ অধ্যায়

    সুখকর সাফল্য — জনক দাম্পত্য দায়িত্ব

    যাহারা বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে, তাহাদের মধ্যে সিদ্ধ প্রেম ও পূর্বও মিলন থাকিবে ইহাই ঈশ্বরের নিরূপণ । তাহার নিরূপণ অনুযায়ী বর ও কন্যা পরস্পরকে প্রেম করিবার জন্য স্বর্গীয় বিশ্বের সম্মুখে প্রতিজ্ঞা-বদ্ধ হউক । স্ত্রীর কর্ত্তব্য স্বামীকে সম্মান ও ভক্তি করা এবং স্বামীর কর্ত্তব্য স্ত্রীকে প্রেম করা ও লালন পালন করা ।CCh 359.1

    বিবাহিত জীবনের প্রারম্ভে নর ও নারীর কর্ত্তব্য, ঈশ্বরের নিকটে নিজেদিগকে পুনরায় উৎসর্গ করা ।CCh 359.2

    যতই সতর্কতা ও জ্ঞান পূর্ব্বক বিবাহ কার্য্য হউক না কেন , বিবাহ ক্রিয়া সম্পাদন অতি অল্প সংখ্যক নবদম্পতিই পূর্ণরূপে বিবাহ-মিলনে মিলিত হয় । বিবাহে দুইয়ের প্রকৃত মিলন সাধিত হয় পরবর্ত্তি বৎসর নিচয়ে ।CCh 359.3

    নব দম্পতির জীবনে যখন নানা ঝঞ্চাট ও উদ্বেগ আসিয়া উপস্থিত হয়, তখন উপকথা বা গল্পগুজব এবং নানা জল্পনা-কল্পনা যাহা প্রায়ই বিবাহকে ভূষিত করে তাহা তিরোহিত হয় । পুর্ব্ববর্ত্তী যোগাযোগ পরস্পরের স্বভাব সম্বন্ধে যাহা জানা অসম্ভব ছিল, স্বামী ও স্ত্রী এক্ষণে তাহা জানিতে পারিতেছে । তাহাদের জীবন কালের মধ্যে একটীই হইল সর্বাপেক্ষা সংকট পূর্ণ সময় । এই সময় ঠিক পথ অবলম্বনের উপরেই, তাহাদের সমস্ত ভবিষ্যৎ জীবনের সুখ ও কার্য্যকারিতা নির্ভর করে । প্রায়ই তাহারা পরস্পরের মধ্যে সন্দেহাতীত দুর্ব্বলতা ও ত্রুটী সমূহ দর্শন করে ; কিন্তু প্রেমের দ্বারা যে হৃদয়ের মিলন ঘটে, তাহা এতঃপূর্ব্বে-অজ্ঞাত গুনাবলীকেও দর্শন করে । আইসুন, আমরা সকলে ত্রুটি অনুসন্ধান না করিয়া গুণরাশি অনুসন্ধানের চেষ্টা করি । অন্যের জীবনের কিরুপ অবস্থা আমাদের নিকটে প্রকাশিত হইবে, তাহা নির্ভর করে প্রায়ই আমাদের নিজেদের মনোভাব ও যে আবহাওয়ার মধ্যে আমরা বসবাস করি, তাহার উপরে ।CCh 359.4

    অনেকে আছে, প্রেম ব্যক্ত করাকে দুর্ব্বলতার বিষয় বলিয়া মনে করে ; আর তাহারা মনের ভাব গপন করিয়া অন্যকে প্রতি-নিবৃত্ত করে । কিন্তু এইরূপ প্রকৃতি সহানুভূতির প্রবাহ রুদ্ধ করে । আমোদ-প্রিয় ও উদার প্রকৃতির আবেগ সমূহ দমিত হইলে উহারা ক্ষীণ হইয়া যায় এবং হৃদয় উতসন্ন ও শীতল হইয়া পড়ে । এই ভ্রান্তির বিষয়ে আমাদের সতর্ক থাকিতে হইবে । অভিবেক্তি ব্যতীত প্রেম বহুদিন স্থায়ী থাকিতে পারে না । তোমার সহিত সংসক্ত কোন হৃদয়কে দয়া ও সহানুভূতির অভাবে নিস্তেজ হইতে বা শুকাইয়া মরিতে দিও না । জোর পূর্ব্বক প্রেম আদায় করা অপেক্ষা বরং রিষ্টচিত্তে প্রত্যেক প্রেম দান করুক । তোমাদের মধ্যে যে মহৎ গুণরাশি আছে, সেগুলির উন্নতি সাধন কর, পরস্পরের মধ্যে যে সকল উত্তম গুণ আছে, সে সকল অবিলম্বে স্বীকার কর । যথোচিত গুনাবধারন করা হইতেছে, এই আত্মজ্ঞান, মনে এক অত্যাশ্চর্য উদ্দীপনা ও তৃপ্তি আনয়ন করে । গুনলাভের চেষ্টায় সহানুভূতি ও সমাদর প্রদর্শন করিলে লোকের উৎসাহ বর্দ্ধিত হয়; এবং মহত্তর লক্ষ্যের অভিমুখে উদ্রিক্ত হয় বলিয়া প্রেম নিজে নিজেই বর্দ্ধিত হইতে থাকে ।CCh 360.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents