Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দুইটী জীবনের সংমিশ্রণ

    যদিও জতিল সমস্যাদি, উদ্বেগ ও নৈরাশ্যাদি উপস্থিত হয়, তথাপি স্বামী ও স্ত্রী এই উভয়ের, কেহই যেন হৃদয়ে এই চিন্তা পোষণ না করে যে, তাহাদের মিলন ভুলের বা নৈরাশ্যের মিলন হইয়াছে । পরস্পরের প্রতি যাহা হওয়া সম্ভব, তাহার সকল কিছুই হইবার জন্য দৃঢ়-সঙ্কল্প হও । যথাকালে মনোযোগ দান করিতে থাক । জীবন সংরাম এ লিপ্ত হইবার জন্য পরস্পরকে প্রত্যেকটী উপায়ে উৎসাহিত কর । পরস্পরের সুখ সমৃদ্ধির প্রতি মনোনিবেশ কর । পরস্পরের প্রতি প্রেম থাকুক ; পরস্পরের প্রতি সহিষ্ণুতা থাকুক । তাহা হইলে বিবাহে প্রেমের লোপ না হইয়া বরং যেন প্রেমের কেবল সুত্রপাত হইবে । প্রকৃত বন্ধুত্বের ব্যগ্রতা, ও যে প্রেম অন্তরের সহিত অন্তর বাঁধিয়া রাখে তাহা, স্বর্গের আনন্দের পূর্ব্বাস্বাদন ।CCh 360.2

    ধৈর্যশীল হইয়া সকলেরই ধৈর্য্যের উন্নতি সাধন করা কর্ত্তব্য । দয়ালু ও সহিষ্ণু হইয়া হৃদয়ে প্রকৃত প্রেম উত্তপ্ত রাখা যাইতে পারে, এবং স্বর্গ যে গুনরাজির অনুমোদন করিবে, তাহার উন্নতি সাধিত হইতে পারে ।CCh 361.1

    কোন বিবাদের সুত্রপাত হইলে, শয়তান ইহার সুযোগ লইবার জন্য সর্ব্বদা প্রস্তুত থাকে ; এবং স্বামী ও স্ত্রীর মধ্যে দোষনীও পৈত্রিক স্বভাবের বৈশিষ্ট আছে, ইহা দেখাইয়া ঈশ্বরের সম্মুখে পবিত্র নিয়মে আবদ্ধ স্বামী ও স্ত্রীর মধ্যে, সে বিচ্ছেদ আনায়ন করিতে চেষ্টা করিবে । বিবাহ প্রতিজ্ঞায় তাহারা এক হবার প্রতিশ্রুতি দিয়াছে ; স্ত্রী স্বামীকে প্রেম করিতে ও তাহার লালন-পালন করিতে প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছে । ঈশ্বরের ব্যবস্থা প্রতিপালিত হইলে, বিবাদের মন্দ-আত্মা পরিবারের মধ্যে প্রবেশ করিতে পারিবে না ; স্নেহের কোন অন্তরায় থাকিবে না, ভালবাসার কোন বিচ্ছেদ ঘটিবে না ।CCh 361.2

    আত্ম-রক্ষার কার্য্যে যাহারা পরস্পরের সহিত তাহাদের বিশেষ অনুরাগ, তাহাদের সহানুভূতি, তাহাদের প্রেম ও তাহাদের পরিশ্রম মিলাইয়া দিবার নিমিত্ত তোমার সম্মুখে দণ্ডায়মান, তাহাদের ইতিহাসে ইহা একটি প্রয়োজনীয় সময় । বৈবাহিক সম্বন্ধে একটী অতীব প্রয়োজনীয় ক্রিয়া অনুষ্ঠিত হয় — দুইটী জীবন সংমিশ্রণ হইয়া এক হয় । ঈশ্বরের ইচ্ছা এই যে, স্বামী ও স্ত্রী একত্রে মিলিয়া পূর্ণমাত্রায় ও পবিত্র ভাবে তাহার কার্য্য করিবে । ইহা করা তাহাদের সাধ্যায়ত্ত ।CCh 361.3

    যে গৃহে এই মিলন অবস্থিতি করে, সেই গৃহে ঈশ্বরের আশির্ব্বাদ, স্বর্গের সূর্য্য-কিরন সদৃশ, কারন সদাপ্রভুর নিরূপিত ইচ্ছা এই যে, যিশু খ্রীষ্টের অধীনে তাহার দ্বারা নিয়ন্ত্রিত ও তাহার আত্মা দ্বারা চালিত হইবার নিমিত্ত পুরুষ ও স্ত্রী একত্রে পবিত্র বিবাহ-বন্ধনে আবদ্ধ হইবে ।CCh 361.4

    ঈশ্বর চাহেন যে, স্বামী-স্ত্রীর গৃহখানি জগতের মধ্যে সর্ব্বাপেক্ষা সুখের স্থান হইবে, এবং স্বর্গীয় গৃহের একেবারে প্রতীক হইবে । গৃহেCCh 361.5

    বশ্যতা স্বীকার করিতে চাহে না । এইরূপ অবস্থায় কেবল মহা অশান্তির সৃষ্টি হইয়া থাকে । স্বামী ও স্ত্রীর এই উভয়েরই কর্ত্তব্য, আপন আপন পথের বা মতের বিসর্জ্জন দিতে সম্মত থাকে । উভয়ে যতক্ষণ আপন আপন মতলব অনুযায়ী চলিবার জন্য গোঁ ধরিয়া থাকিবে, ততক্ষন সুখ ও শান্তির কোন সম্ভাবনা থাকে না ।CCh 364.1

    পরস্পরের মধ্যে প্রেম ও সহিষ্ণুতা না থাকিলে কোন পার্থিব শক্তি তোমাকে কংবা তোমার স্বামীকে খ্রীষ্টীয় একতাবন্ধনে আবদ্ধ রাখিতে পারে না । ঈশ্বরের বাক্যে যেমন লিখিত আছে, তোমরা পরস্পরের প্রতি যেন তেমনি হইতে পার, তজ্জন্য তোমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি প্রবেশ করাইয়া বৈবাহিক-সম্বন্ধে তোমাদের সাহচর্য্য ঘনিষ্ঠ, কোমল, পবিত্র ও উন্নত হওয়া কর্ত্তব্য । প্রভু তোমাকে যেরূপ অবস্থায় দেখিতে চাহেন, তুমি যখন সেইরূপ অবস্থায় উপনীত হইবে, তখন তুমি পৃথিবীতে স্বর্গ ও তোমার জীবনে ঈশ্বরকে দেখিতে পাইবে ।CCh 364.2

    হে আমার প্রিয় ভ্রাতা ও ভগ্নি, স্মরণে রাখিও যে, ঈশ্বর প্রেম ও তোমাদের বিবাহ-প্রতজ্ঞায় তোমরা পরস্পরকে সুখী করিবার জন্য যে প্রতিশ্রুতি দিয়াছিলে, ঈশ্বরের অনুগ্রহে সেই প্রতিজ্ঞা রক্ষাও করিতে পারিবে ।3AH 112;CCh 364.3

    খ্রীষ্টের অনুগ্রহে তুমি তোমার নিজের ও স্বার্থপরতার উপরে জয় লাভ করিতে পারিবে । প্রতিপদে আত্ম-ত্যাগ প্রদর্শন করিয়া এবং যাহাদের সাহায্যের প্রয়োজন তাহাদের প্রতি অবিরত প্রবল সহানুভূতি প্রকাশ করিয়া তোমরা যখন খ্রীষ্টীয় জীবন যাপন করিবে, তখন তোমরা জয়লাভের পর, জয় লাভ করিবে । নিজের উপর কি ভাবে জয়লাভ করা যায়, দিনের পর দিন তুমি ইয়াহা উত্তমরুপে জানিতে পারিবে । তুমি তোমার ইচ্ছা, তাহার ইচ্ছায় সমর্পণ কর বলিয়া প্রভু যিশু তোমার দীপ্তি, তোমার বল ও তোমার আনন্দের মুকুট হইবেন ।47T 49.CCh 364.4