Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    স্নেহ-পূর্ণ কোমল ব্যবহারে নিয়মানুবর্ত্তিতা

    বহুমূল্য গচ্ছিত-ধন হিসাবে মাতাপিতাগণকে সন্তানসন্ততি দত্ত হইয়াছে, এক দিন ঈশ্বর তাঁহাদের হস্ত হইতে ঐ সকলের হিসাব লইবেন । অতএব আমাদের কর্ত্তব্য, সন্তানগণের শিক্ষার নিমিত্ত অধিকতর সময় ব্যয় করা, অধিকতর যত্ন লওয়া, ও অধিকতর প্রার্থনা করা । যেহেতু তাহাদের প্রকৃত শিক্ষার অধিকতর প্রয়োজন ।CCh 380.1

    অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, পরিচালনার দোষে সন্তানসন্ততিগণ রোগাক্রান্ত হইয়া পড়ে । আহারে অনিয়ম, শীতের সন্ধায় পর্য্যাপ্ত পোশাক-পরিচ্ছদ পরিধানের অভাব, অথবা রক্ত বিশুদ্ধ করণের নিমিত্ত পর্য্যাপ্ত বায়ুর অভাবের জন্যই হয়তো রোগের সৃষ্টি হইয়া থাকে । মাতাপিতার কর্ত্তব্য, রোগের কারণ নির্ণয় করা ও যতশীঘ্র সম্ভব ইহার প্রতীকার করা ।CCh 380.2

    সাধারণতঃ শিশুকে দোলনা হইতেই ভোজনেচ্ছার দাস করিয়া মানুষ করা হয়, এবং তাহাদিগকে এই শিক্ষা দেওয়া হয় যে, তাহারা আহার করিবার জন্যই বাঁচিয়া আছে । বাল্যকালে চরিত্রগঠনকল্পে মাতার কার্য্য সমধিক । ক্ষুধাকে বশে রাখিবার জন্য, অথবা ক্ষুধাকে প্রশ্রয় দিয়া পেটুক হইবার জন্য তিনিই সন্তানগণকে শিক্ষা দিতে পারেন । মাতা শিশুকে সারাদিনের জন্য এক নির্দ্দিষ্ট পরিমাণ খাদ্য দান করিতে প্রায়ই স্থির করিয়া রাখেন, কিন্তু শিশু যখন তাঁহাকে বিরক্ত করিতে থাকে, তখন তিনি তাহার সামান্য দুঃখ দূর করিবার জন্য সময় ক্ষেপণ না করিয়া তাহাকে শান্ত করিবার নিমিত্ত কিছু আহার দিয়া থাকেন, ইহাতে ক্ষণকালের নিমিত্ত তাঁহার উদ্দেশ্য সিদ্ধ হয় বটে, কিন্তু পরিণামের অবস্থা আরও সঙ্গীন হইয়া দাঁড়ায় । কোন খাদ্যের কণামাত্র আবশ্যক না হইলেও, সন্তানকে অতিরিক্ত খাদ্য দান করিয়া তাহার পাকস্থলীতে অযথা চাপ প্রদান করা হয় । খাদ্য দানের পরিবর্ত্তে সন্তানের সহিত কিছু সময় যাপন করা ও তাহার দিকে একটু দৃষ্টি দেওয়াই মাতার প্রধান কর্ত্তব্য । কিন্তু মাতা মনে করেন, তাঁহার বহুমূল্য সময় তিনি সন্তানকে সুখী করিবার জন্য ব্যয় করিতে পারেন না । তিনি হয়তো তাঁহার গৃহখানি এমন পরিপাটিরূপে সুসজ্জিত করিয়া রাখেন, যেন আগন্তুকেরা তাহা দেখিয়া তাঁহার প্রশংসা করেন এবং তাঁহার খাদ্যদ্রব্যগুলি তিনি এমন সৌখিনতা ব্যঞ্জক করেন, যেন লোকে ইহার উচ্চ প্রশংসা করে, যেহেতু তিনি তাঁহার সন্তানসন্ততিগণের স্বাস্থ্য ও সুখ অপেক্ষা ইহা অধিকতর উচ্চাঙ্গের মনে করেন ।CCh 380.3

    শিশুর পোশাক-পরিচ্ছদ সৌখিনতা ব্যঞ্জক বা লোকে বেশ তারিফ করিবে, এই ধরণে প্রস্তুত না হইয়া, যেন সুবিধার, আরামের ও স্বাস্থ্যের অনুকুল হয়, তৎপ্রতি বিশেষ দৃষ্টি রাখিতে হইবে । ক্ষুদ্র ক্ষুদ্র পোশাক পরিচ্ছদগুলিকে সুন্দর করিবার জন্য সেগুলির উপরে সুন্দর সুচি-কর্ম্ম বা কারুকার্য্য করা অনাবশ্যক ; নিজের ও সন্তানের স্বাস্থ্যের হানি করিয়া এই অনাবশ্যক পরিশ্রমে সময় ক্ষেপণ করা মাতার কর্ত্তব্য নহে । তাঁহার যখন যথেষ্ট বিশ্রাম ও আমোদজনক ব্যায়ামের প্রয়োজন, তখন একসঙ্গে বহু সময় সেলাই কার্য্যে ব্যয় করিয়া তাঁহার চক্ষু ও স্নায়ুগুলিকে অতিরিক্ত খাটান বিধেয় নহে । তাঁহার উপরে যে সকল দাবী করা হইবে, সে সকল পূরণ করিবার নিমিত্ত তাঁহার বল রক্ষা করিতে হইবে, ইহা তাঁহার বোধগম্য হওয়া আবশ্যক । 2AH 255-267;CCh 381.1