Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    শিশু শিক্ষায় আত্ম-সংযমের প্রয়োজন

    শিশু-শিক্ষায় এমন সময় আইসে, যখন মাতার দৃঢ় ও সুনিশ্চিত ইচ্ছার বিরুদ্ধে সন্তান অন্যায্য ও অদম্য ইচ্ছা প্রকাশ করিয়া থাকে । এইরূপ সময়ে মাতার পক্ষে বিশেষ জ্ঞানের প্রয়োজন । অবিবেচনাপূর্ন শাসনের বা কঠোর সম্পীড়নের ফলে সন্তানের মহা অনিষ্ট সাধিত হইতে পারে ।CCh 381.2

    সম্ভব হইলে, এই সঙ্কট হইতে দূরে থাকিতে হইবে ; কারণ ইহার অর্থ মাতা ও সন্তান এই উভয়ের পক্ষে কঠোর সংগ্রাম । কিন্তু একবার এই সঙ্কটের মধ্যে পদার্পণ করিলে, সন্তানের অবশ্য কর্ত্তব্য, অভিজ্ঞ মাতাপিতার ইচ্ছায় তাহার ইচ্ছা সমর্পণ করা । মাতার কর্ত্তব্য,— নিজেকে সম্পূর্ণ রূপে রাখা ; এমন কিছু না করা যাহাতে সন্তান বেপরোয়া হইয়া উঠে । তাঁহার উচ্চৈঃস্বরে হুকুম করা কর্ত্তব্য নহে । তিনি মৃদুস্বরে ও শান্তভাবে কথা বলিলে সুফল লাভ করিতে পারিবেন । তিনি সন্তানের সহিত এমন ব্যবহার করিবেন, যেন উহার ফলে সে খ্রীষ্টের নিকটে আকর্ষিত হয় । তাঁহার সম্যকরূপে হৃদয়ঙ্গম করা আবশ্যক যে, ঈশ্বর তাঁহার সাহায্যকারী ; প্রেম তাঁহার শক্তি ।CCh 381.3

    তিনি জ্ঞানবতী খ্রীষ্টীয়ান হইলে সন্তানকে জোর-পুর্ব্বক বশীভুত করিতে চেষ্টা করিবেন না । শত্রু যেন জয় লাভ করিতে না পারে, তজজন্য তিনি ব্যগ্রতাসহকারে প্রার্থনা করিয়া থাকেন, এবং প্রার্থনা করিতে করিতে আধ্যাত্মিক জীবন নূতনীকরণের বিষয় তাঁহার জ্ঞান লাভ হয় । যে শক্তি তাঁহার মধ্যে কার্য্য করে, সেই শক্তিকে তিনি তাঁহার সন্তানের মধ্যেও কার্য্য করিতে দেখিতে পান । সে পূর্ব্বাপেক্ষা অধিকতর শান্ত ও অধিকতর বাধ্য হইয়া উঠে, সংগ্রাম জয়লাভ হয় । মাতার ধৈর্য্য, মাতার দয়া, মাতার বিবেচনাপূর্ণ প্রতিরোধ সুফল অর্জজন করে । বৃষ্টির পরে যেমন সুর্য্যোদয় হয়, ঝটিকার পরে তেমনি শান্তি আইসে । আর দূতগণ— যাঁহারা এই দৃশ্য মনোযোগপূর্ব্বক নিরীক্ষণ করেন, তাঁহারা আনন্দ সঙ্গীত গাহিয়া উঠেন ।CCh 382.1

    সন্তানসন্ততিগণের মধ্যে প্রায়ই যেরূপ হঠকারিতা ও অবিবেচনা পরিদৃষ্ট হয়, স্বামী ও স্ত্রী ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত না হইলে, এই সঙ্কটমুহূর্ত্তে তাঁহাদের জীবনেও এই সকল সঙ্কট উপস্থিত হয় । চকমকি পাথরের সহিত চকমকি পাথরের ঘর্ষণ যেরূপ, ইচ্ছার সহিত ইচ্ছারও তেমনি সংঘর্ষ হইবে ।37T 47,48.CCh 382.2