Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    চিরকালের জন্য মাতার শক্তি

    মাতার কার্য্যক্ষেত্র অকিঞ্চিৎকর হইতে পারে, কিন্তু পিতার সহিত সহমিলিত হইয়া তাঁহার প্রভাব অনন্তকালের মত স্থায়ী হয় । ঈশ্বরের অব্যবহিত পরেই, চিরকালের জন্য মাতার শক্তি জগতে সর্ব্বাপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া বিদিত ।CCh 385.3

    সন্তান-সন্ততিগণের চতুর্দ্দিকস্থ বিপদ নির্দ্ধারণের জন্য খ্রীষ্টীয়ান মাতা সর্ব্বদা সতর্ক থাকিবেন । তিনি তাঁহার নিজের আত্মা বিশুদ্ধ ও পবিত্র আবহাওয়া সুরক্ষা করিবেন ; ঈশ্বরের বাক্য দ্বারা তিনি তাঁহার মেজাজ ও মূলনীতিগুলি বশে রাখিবেন এবং সর্ব্বদা আক্রমণকারী ক্ষুদ্র ক্ষুদ্র প্রলোভনগুলির উপরে বিজয়ী হইয়া বিশ্বস্ত-ভাবে তাঁহার কর্ত্তব্য সম্পাদন করিবেন ।CCh 385.4

    সন্তানসন্ততিগণের অনুভব শক্তি তীক্ষ্ণ বলিয়া, যে অসহিষ্ণু ক্রোধ-প্রবণ আদেশের দ্বারা সন্তান-সন্ততিগণের অন্তঃকরণে প্রেম ও স্নেহের আদ্রতা শুষ্ক হইয়া যায়, ইহার মধ্যে, ও ধৈর্য্যশীল, স্নেহপূর্ণ স্বরের মধ্যে পার্থক্য কি, তাহা তাঁহারা সহজেই নির্ণয় করিতে পারে । খিটখিটে সভাবের জন্য ও সহানুভূতি পূর্ণ প্রেমের অভাব-নিবন্ধন প্রকৃত খ্রীষ্টীয়ান মাতা তাঁহার সন্তান-সন্ততিগণকে তাঁহার সম্মুখ হইতে বিতাড়িত করিবেন না ।CCh 386.1

    মাতারা এই বিষয়ে সতর্ক থাকুন যে, আপনাদের প্রভাব ও দৃষ্টান্ত আপনাদের সন্তান-সন্ততিগণের অদৃষ্ট ও চরিত্র গঠন করিয়া থাকে ; অতএব আপনাদের দায়িত্ব উপলব্ধি করিয়া যাহা কিছু কেবল সত্য, উত্তম ও সুন্দর, তাহাই প্রতিবিম্বিত করিয়া সুষ্ঠু মন ও বিশুদ্ধ স্বভাব প্রকাশ করুন ।CCh 386.2

    ভর্ৎসনা ও বচসা দ্বারা ক্রমাগত উত্যক্ত হইয়া এবং গৃহে চিত্তাকর্ষণের কোন কিছু না পাইয়া বহু স্বামী ও সন্তানসন্ততি গৃহ হইতে দূরে খুচরা মদের দোকানেও ইন্দ্রিয় তৃপ্তির বা ক্রীড়া-কৌতুকের অন্য কোন নিষিদ্ধ স্থানে গমন করিয়া সান্তনা ও আনন্দ লাভের চেষ্টা করে । স্বামী ও সন্তানসন্ততিগণের প্রতি সামান্য সৌজন্য প্রদর্শন করিলে বা তাহাদিগকে সামান্য অভিবাদন জানাইলে, এমন কি, স্ত্রী ও মাতার অদ্ভুত বিরক্তি ও অসুবিধার বিষয় তাহাদের সমক্ষে প্রকাশ না করিলে, গৃহখানি স্বামী ও সন্তানসন্ততিগণের পক্ষে মধুর হইয়া উঠে ; কিন্তু গৃহ কর্ম্মে ব্যস্ততা নিবন্ধন স্ত্রী ও মাতা সাধারণতঃ এই বিষয়ে উদাসীন থাকেন । স্ত্রী ও মাতা যখন কোন খাদ্যদ্রব্য প্রস্তুত করণে, কিংবা পোশাক-পরিচ্ছদ পরিধানে তন্ময় থাকেন, তখন আগুন্তুকের ন্যায় স্বামী ও পুত্রগণ যাতায়াত করিতে থাকেন ; স্ত্রী বা মাতা ঐ দিকে ভ্রুক্ষেপই করেন না । মাতারা গৃহে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পোশাক পরিধান করিলে, সন্তানসন্ততিগণও ঐরূপ পরিধান করিতে শিক্ষা করিবে । বহু মাতা মনে করেন যে, যতই মলিন ও জঘন্য হউক না কেন, গৃহে পরিধানের পক্ষে যেকোনো পোশাকই যথেষ্ট । কিন্তু ইহাতে শীঘ্রই পরিবারের মধ্যে তাঁহাদের প্রভাব নষ্ট হইয়া যায় । সন্তানসন্ততিগণ তাহাদের মাতার পরিচ্ছদ, ও পরিস্কার পোশাক পরিহিত অন্যলোকদের পরিচ্ছদের মধ্যে তুলনা করিয়া দেখে, তাহাতে মাতার প্রতি তাহাদের সম্মান ক্রমশঃই হ্রাস পাইতে থাকে । সুবিন্যস্ত পরিবারে যাহা কিছু করা আবশ্যক, তাহা নিজ হস্তে সম্পাদন করা অপমান জনক মনে না করিয়া গুনবতী স্ত্রী ও মাতা সানন্দে ও সসম্ভ্রমে তাঁহার কর্ত্তব্য পালন করিয়া থাকেন ।2AH 231-254;CCh 386.3