Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পরিবারের প্রধান ব্যক্তির খ্রীষ্টের অনুকরণ করিতে হইবে

    পিতাই পরিবারের সকল সভ্যের কেন্দ্রস্থল । তিনি আইনকর্ত্তা, এবং স্বীয় পুরুষোচিত ব্যবহারে তেজ, ন্যায়পরতা, সততা, ধৈর্য্য, সাহস, অধ্যাবসায় ও কর্ম্ম-তৎপরতা প্রভৃতি কঠোর গুণরাজি চিত্রিত করেন । এক অর্থে পিতাকে পরিবারের যাজক বলা যাইতে পারে, কারণ তিনি প্রাতে ও সন্ধ্যায় ঈশ্বরের বেদিতে প্রার্থনারূপ নৈবেদ্য উৎসর্গ করিয়া থাকেন । এই নৈবেদ্য ও স্তুতিগানে যোগদান করিবার নিমিত্ত স্ত্রী ও সন্তানসন্ততিগণকে উৎসাহিত করা বিধেয় । যাজক হিসেবে পিতার কর্ত্তব্য, সারাদিনে তিনি নিজে ও তাঁহার সন্তানসন্ততিগণ যে পাপ করিয়াছেন, ঈশ্বরের নিকট তাহা স্বীকার করা । যে সকল পাপ তিনি জানিতে পারিয়াছেন, তাহা যেমন স্বীকার করিতে হইবে, গুপ্ত পাপ যাহা কেবল ঈশ্বরের চক্ষুই দেখিয়াছে, তাহাও তেমনি স্বীকার করিতে হইবে । পিতা যখন উপস্থিত থাকেন, তখন তিনি যদি এই নিয়ম কঠোর ভাবে প্রতিপালন করেন, কিংবা পিতার অনুপস্থিতিতে মাতা যদি এই নিয়ম উদ্যোগ সহকারে পালন করেন, তবে পরিবারের উপরে ঈশ্বরের আশীর্ব্বাদ বর্ষিত হইবে ।CCh 387.1

    যিনি স্বামী ও পিতা আমি তাহাকে বলি,— আপনার পবিত্র ও বিশুদ্ধ আবহাওয়ায় পরিবেষ্টিত থাকা আবশ্যক । আপনার প্রতিদিন খ্রীষ্টের বিষয় শিক্ষা লাভ করিতে হইবে । গৃহে কখনও নৃশংস ভাব দেখাইবেন না, কখনই না । যে ব্যক্তি এইরূপ আচরণ করে, সে শয়তানের প্রতিনিধিগণের অংশী । আপনার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছার বশে আনয়ন করুন । আপনার স্ত্রীর জীবন মধুর ও সুখকর করিবার নিমিত্ত যথাসাধ্য চেষ্টা করুন । ঈশ্বরের বাক্যকে পরামর্শদাতারূপে গ্রহণ করুন । তাহা হইলে আপনি মণ্ডলীতেও ঐ শিক্ষা অনুযায়ী জীবন যাপন করিতে এবং ঐ শিক্ষাগুলি আপনার কার্য্যস্থলে লইয়া যাইতে পারিবেন । স্বর্গের মূলতত্ত্বগুলি আপনার সমুদয় কাজকারবারকে মর্য্যাদাসম্পন্ন করিবে । জগতের সমক্ষে খ্রীষ্টকে প্রকাশ করিবার নিমিত্ত ঈশ্বরের দূতগণ আপনার সাহচর্য্য করিবেন ।CCh 388.1

    আপনার গৃহ-জীবনে বিষাদ আনয়ন করিবার নিমিত্ত, আপনার কাজকারবারে বিরক্তি আসিতে দিবেন না । আপনি যেমন মনে করেন, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি ঠিক্ তেমনি না হইলে আপনি যদি দীর্ঘসহিষ্ণুতা, দয়া ও প্রেম প্রদর্শন করিতে না পারেন, তাহা হইলে আপনি দেখান যে, যিনি আপনাকে এমন প্রেম করিলেন যে, আপনার নিমিত্ত নিজের প্রাণ দিলেন, তাঁহার সহিত এক হইবার জন্য তাঁহাকে আপনি আপনার সঙ্গীরূপে মনোনীত করেন নাই ।CCh 388.2

    আমিই পরিবারের মস্তক, অনবরত এই বিষয় ভাবা, স্বামীর পক্ষে আদৌ পৌরুষের বিষয় নহে । তাঁহার প্রাধান্যের দাবী সমর্থনের নিমিত্ত তিনি যদি শাস্ত্রীয় বাক্য উদ্ধার করেন, তবে তাহাতে তাঁহার সম্মান বিন্দুমাত্র বৃদ্ধি পায় না । তাঁহার পরিকল্পনাগুলি যেন অভ্রান্ত ; সুতরাং তাঁহার স্ত্রীর ও তাঁহার সন্তানসন্ততিগণের মাতার বাধ্য হইয়া সেগুলি পালন করিতেই হইবে, এইরূপ জুলুম করা তাঁহার পক্ষে পৌরুষের বিষয় নহে । প্রভু স্বামীকে স্ত্রীর মস্তকস্বরূপ করিয়াছেন, তাঁহার রক্ষক হইবার নিমিত্ত ; স্বামী পরিবারের গৃহ-বন্ধনী ; পরিবারস্থ সকলকে তিনি একত্রে বাঁধিয়া রাখেন ; খ্রীষ্ট যেমন মণ্ডলীর মস্তক এবং রূপক দেহের ত্রাণকর্ত্তা । যে কোন স্বামী ঈশ্বরকে প্রেম করেন বলিয়া স্বীকার করেন, প্রত্যেকের নিকটে ঈশ্বরের দাবীদাওয়া কি, তাহা তিনি যত্নপুর্ব্বক অধ্যয়ন করিয়া দেখুন । বিজ্ঞতায় সর্ব্ববিধ দয়া ও নম্রতায় খ্রীষ্টের ক্ষমতা প্রকাশ করা হয় ; অতএব স্বামী মণ্ডলীর মহান মস্তকের (যীশুর) অনুকরণ করিয়া তাঁহার ক্ষমতা ব্যবহার করুন।3AH 212-215;CCh 388.3