Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রাতে ও সন্ধ্যায় উপাসনা

    পিতারা ও মাতারা, প্রতিদিন প্রাতে ও সন্ধ্যায় আপনাদের সন্তানগণকে একত্র করিয়া সাহায্যর নিমিত্ত বিনীত প্রার্থনায় ঈশ্বরের নিকটে আপন হৃদয় উত্তোলিত করুন। আপনাদের প্রিয় সন্তানগণের সম্মুখে নানা পরীক্ষা প্রলোভন রহিয়াছে; তাহারা সহজেই পরীক্ষায় পতিত হইতে পারে। যুবা ও বৃদ্ধগণের পথ বিরক্তিকর বিষয় সমুহ দ্বারা প্রতিদিনই পরিবেষ্টিত রহিয়াছে। যাহারা ধৈর্য্যশীল, প্রেমিক ও প্রফুল্ল জীবন যাপন করিতে চাহে, তাহাদের অবশ্যই প্রার্থনা করিতে হইবে। ঈশ্বরের নিকট হইতে কেবল অবিরত সাহায্য পাইয়া আমরা নিজের উপর জয়লাভ করিতে পারি।CCh 399.2

    প্রত্যেক গৃহই প্রার্থনার গৃহ হইবে, এরূপ যদি কোন সময় থাকিত, তবে সেই সময় এখনই। নাস্তিকতা ও অবিশ্বাস প্রবল হইয়া উথিয়াছে। জগৎ অধর্ম্মে পরিপূর্ণ হইয়াছে। আত্মার জিবন-দায়ক প্রবাহে ভ্রষ্টতা প্রবাহিত হইতেছে। জীবনে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিয়াছে। পাপের ক্রীত দাস হইয়া নৈতিক শক্তি সমূহ শয়তানের উৎপীড়নের মধ্যে আসিয়াছে। আত্মা তাহার পরিক্ষার ক্রিরাসামগ্রী হইয়া পড়িয়াছে; তাহারা উদ্ধারের নিমিত্তে কোন শক্তিশালী বাহু প্রসারিত না হইলে প্রধান বিদ্রোহী মানবকে যে স্হানে লইয়া যাইবে, সে সেই স্হানেই যাইবে।CCh 399.3

    তথাপি এই ভয়াবাহ সঙ্কট-কালে, এমন অনেক আছে, যাহারা নিজেদিগকে খ্রীষ্টীয়ান বলিয়া পরিচয় দেন, কিন্তু তাহাদের গৃহে পারিবারিক উপাসনা নাই। তাহারা তাহাদের গৃহে ঈশ্বরের সমাদর করে না। ; তাহাদের সন্তানগণকে ঈসরকে প্রেম ও ভয় করিতে শিক্ষা দেয় না। অনেকে নিজেদিগকে ঈশ্বর হইতে এতদূর বিচ্ছিন্ন করিয়াছে যে, অনুগ্রহ লাভার্থে তাঁহার নিকটে গমন করিলে তাহারা দণ্ড পাইবে বলিয়া মনে করে। তাঁহারা “বিনা ক্রোধে ও বিনা বিতর্ক শুচি হস্ত তুলিয়া” “সাহস পুর্ব্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত” হইতে পারে না। (১ তীম ২ : ৮ ;ইব্রীয় ৪ : ১৬)ঈশ্বরের সহিত তাহাদের জীবন্ত সম্বন্ধ নাই। কেবল ভক্তির রূপ আছে কিন্তু শক্তি নাই।CCh 400.1

    প্রার্থনার আবশ্যকতা নাই, এই ধারণাটি আত্ম-ধ্বংস কার্য্যে শয়তানের একটি সর্ব্বাপেক্ষা কার্য্যকরী কৌশল। যিনি জ্ঞানের উৎস, যিনি বল, শান্তি ও সুখের মূলাধার সেই ঈশ্বরের সহিত আলাপকেই প্রার্থনা কহে। যীশু “প্রবল আর্ত্তনাদ ও অশ্রুপাত সহকারে” পিতার নিকটে প্রার্থনা করিয়াছিলেন। পৌল বিশ্বাসিগণকে উপদেশ দিয়াছিলেন যেন তাহারা “অবিরত প্রার্থনা করে”, সর্ব্ববিষয়ে প্রার্থনা ও বিনতি সহকারে ধন্যবাদ পুর্ববক ঈশ্বরকে তাহাদের অনুরোধ জানায়। যাকোব বলেন, “তোমরা একজন অন্য জনের নিমিত্তে প্রার্থনা কর।” “ধার্ম্মিকের বিনতি কার্য্য সাধনে মহাশক্তিযুক্ত।” (ইব্রীয় ৫ঃ৭ ; ১ থিষ ৫ঃ১৭ ; যাকোব ৫ঃ১৬)CCh 400.2

    মাতাপিতার কর্ত্তব্য সরল ও ব্যাকুল প্রার্থনা দ্বারা সন্তানগণের চতুর্দ্দিকে বেষ্টনী স্থাপন করা। তাঁহাদের এই পূর্ণ বিশ্বাসে প্রার্থনা করা কর্ত্তব্য যে, ঈশ্বর তাঁহাদের সঙ্গে বাস করিবেন এবং পবিত্র দূত তাঁহাদিগকে ও তাঁহাদের সন্তানগণকে শয়তানের নিষ্ঠুর শক্তি হইতে রক্ষা করিবেন।CCh 400.3

    প্রাতে ও সন্ধ্যায় উপাসনার জন্য প্রত্যেক পরিবার নিরূপিত সময় থাকা কর্ত্তব্য। প্রাতরাশের পুর্ব্বে সন্তানসন্ততিগনকে তাঁহাদের চতুর্দ্দিকে একত্র করা ও রাত্রিকালে সুরক্ষার নিমিত্তে স্বর্গীয় পিতাকে ধন্যবাদ দেওয়া এবং দিবাভাগে তাঁহারা সাহায্য, চালনা ও রক্ষনাবেক্ষণের নিমিত্তে তাঁহার নিকট প্রার্থনা কর, জনক-জননীর পক্ষে কতদূর সঙ্গত। সন্ধ্যা সমাগমেও মাতাপিতার ও সন্তানসন্ততিগণের আর একবার ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়া বিগত দিবসের আশীর্ব্বাদের নিমিত্তে তাঁহাকে ধন্যবাদ প্রদান করা কতই না উপযুক্ত।CCh 401.1

    প্রতি প্রভাতে আপনাদিগকে ও আপনাদের সন্তানগণকে ঐ দিনের নিমিত্তে ঈশ্বরের চরণে উৎসর্গ করুন। মাস কিংবা বৎসর গণনা করিবেন না, কারণ ঐ সকল আপনার নহে। একটী সংক্ষিপ্ত দিবস আপনাকে দত্ত হইয়াছে। এই দিবসটী জগতে আপনার শেষ দিবস মনে করিয়া ইহার ঘন্তাগুলির মধ্যে প্রভুর জন্য কার্য্য করুন। বিধাতার বিধান অনুযায়ী আপনার পরিকল্পনাদি কার্য্যে পরিণত হইতে অথবা পরিত্যত্ত হইতে দিউন। ঈশ্বরের পরিকল্পনাদি গ্রহণে আপনার চিরপোষিত মতলবাদি যদি ত্যাগও করিতে হই, তথাপি আপনার পরিকল্পনার পরিবর্ত্তে তাঁহার পরিকল্পনা গ্রহন করুন। এইরূপে ঐশ্বরিক দৃষ্টান্ত অনুযায়ী উত্তরোত্তর জীবন গঠিত হইতে থাকিবে; এবং “সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন, খ্রীষ্ট যীশুতে রক্ষা করিবে।”ফিলিপীয় ৪ঃ৭।CCh 401.2

    শাস্ত্রের কোন একটা চিত্তাকর্ষক ও সহজবোধ্য অংশ মনোনীত করিয়া লইয়া পিতার এবং তাঁহার অবর্ত্তমানে মাতার উপাসনা পরিচালিত করা কর্ত্তব্য। আই উপাসনা যেন সংক্ষিপ্ত হয়। সুদীর্ঘ অধ্যায় পাঠ করিলে ও দীর্ঘ প্রার্থনা উৎসর্গ করিলে উপাসনাটী বিরক্তিকর হয় এবং ইহার শেষে যেন হাফ্ ছাড়িয়া বাঁচিলাম বলিয়া মনে হয়। উপাসনার সময়টী নীরস ও বিরক্তকতকর হইলে ঈশ্বর অবমানিত হন; আর ইহা অধিক ক্লান্তিকর হইলে ও তত চিত্তাকর্ষক না হইলে সন্তানেরা ভয় পাই।CCh 401.3

    পিতা ও মাতারা, উপাসনার সময়টী অত্যধিক চিত্তাকর্ষক করিয়া তুলিবেন। এই সময়টী দিনের মধ্যে সর্ব্বাপেক্ষা মধুর ও আন্নন্দদায়ক সময় না হইবার কোনই কারণ নাই। ইহার জন্য প্রস্তুত হইতে একটু চিন্তা থাকিলেই, আপনি ইহাকে অতিশয় চিত্তাকর্ষক ও লাভজনক করিয়া তুলিতে পারিবেন।CCh 402.1

    মধ্যে মধ্যে উপাসনাটী যেন বিবিধ পদ্ধতিতে হয়। পঠিত শাস্ত্রাংশ হইতে প্রশ্ন জিজ্ঞাসা করা যাইতে পারে, এবং সময়োপযোগী কতিপয় মন্তব্যও করা যাইতে পারে। প্রসসংশা-গীতি গান করা যাইতে পারে। যে প্রার্থনা উৎসর্গ করা হয়, তাহা যেন সংক্ষিপ্ত ও প্রত্যক্ষ হয়। ঈশ্বরের মঙ্গল্ভাবের জন্য প্রার্থনাকারী যেন সরল বাক্যে ও ব্যগ্রমনে তাঁহার প্রশংসা করে এবং তাঁহার কাছে সাহায্য ভিক্ষা করে। অবস্থা অনুকূল হইলে সন্তানগণকে শাস্ত্র পাঠে ও প্রার্থনায় যোগ দিতে দিবেন।CCh 402.2

    আরাধনার এই শুভ মুহূর্ত্তটী যে উত্তমতায় পূর্ণ, একমাত্র অনন্ত কালেই তাহা ব্যক্ত হইবে।37T 42-44.CCh 402.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents