Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    অর্থ বিষয়ে স্বামী ও স্ত্রীগণের প্রতি উপদেশ

    সকলের হিসাব রাখিতে শিক্ষা করা উচিৎ। কেহ কেহ ইহা অনাবশ্যক মনে করিয়া থাকে; কিন্তু ইহা ভুল। সমস্ত খরচের হিসাব সূক্ষ্মরূপে রাখা কর্ত্তব্য। 14AH 374;CCh 408.4

    আপনি যদি যথোচিত মিতব্যয়ী হইতেন, তবে বিশেষ প্রয়োজনে উপলক্ষে অর্থ ব্যয় করিতে এবং ঈশ্বরের কার্য্যে সাহায্য করিতে অদ্য আপনার মূলধনের অভাব হইত না। প্রতি সপ্তাহে আপনার বেতনের এক অংশ জমা রাখিবেন এবং প্রকৃত অভাবের মধ্যে না পড়িলে, কিংবা যিনি অর্থ দিয়াছেন, সেই দাতার উদ্দেশে বা ঈশ্বরের উদ্দেশে দান করা ভিন্ন অন্য কোন কারণে কোন মতেই উহাতে হাত দিবেন না।CCh 408.5

    পীড়ার সময়ের জন্য ও পোষ্যগণের প্রতিপালনের জন্য যদি কিছু সঞ্চয় করিতে না পারিয়া থাকেন, তবে আপনার অর্জিজত অর্থ জ্ঞান-পুর্ব্বক সাবধানতা সহকারে ব্যয়িত হয় নাই। টানাটানির বা দুর্ম্মুল্যের স্থানে আসিয়া পড়িলে জীবিকা নির্ব্বাহের জন্য আপনার হাতে যেন কিছু থাকে। 15AH 395,396;CCh 409.1

    আপনাদের পরস্পরের সাহায্য করা কর্ত্তব্য। টাকার থলিতে ন্যায়সঙ্গত অধিকার আপনার, ইহা মনে করিয়া বদ্ধমুষ্টিতে উহা ধরিয়া রাখিয়া স্ত্রীকে অর্থ দিতে অস্বীকার করিবেন না।CCh 409.2

    প্রতি সপ্তাহে আপনার স্ত্রীকে কিছু অর্থ দেওয়া ও ইহা দ্বারা তিনি যাহা কিছু করিতে চাহেন, তাহা করিতে দেওয়া কর্ত্তব্য। স্ত্রীর পদমর্য্যাদা সম্বন্ধে আপনার যথাবিহিত জ্ঞান নাই বলিয়া আপনি তাহাঁকে তাঁহার বিচক্ষনতা ও রুচি প্রকাশ করিতে অবকাশ দেন নাই। আপনার স্ত্রীর মন অত্যুৎকৃষ্ট ও সুষ্ঠু।CCh 409.3

    গৃহীত অর্থের অংশ স্ত্রীকে দান করিবেন। ইহা যেন তাঁহার নিজেরই অর্থ, এইভাবে তাঁহার ইচ্ছানুযায়ী এই অর্থ তাহাঁকে ব্যবহার করিতে দিবেন। তাঁহার নিজের অর্জিজত অর্থ, তাঁহার জ্ঞানে তিনি যাহা উত্তম মনে করেন, তদনুযায়ী ব্যবহার করিতে দিবেন। তিনি যদি কিছুটা অর্থ তাঁহার নিজের অর্থের ন্যায় ব্যয় করিতে পারেন, আর ইহাতে যদি কোন সমালোচনা না করা হয়, তবে তাঁহার মন হইতে একটা ভারী বোঝা সরাইয়া দেওয়া হইবে। 16AH 378.CCh 409.4