Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৩৭ অধ্যায়

    ছুটির দিনে ও বাৎসরিক উৎসব দিনে পারিবারিক আমোদস্ফূর্ত্তি

    আমি দেখিলাম যে, আমদের ছুটির দিনগুলি জগতের অনুরূপে কাটান উচিৎ নহে; তথাপি ঐগুলি অনাদরে অতিবাহিত হইতে দেওয়া অবিধেয়, কারণ ইহাতে আমাদের সন্তানগণের মনে অসন্তোষের সৃষ্টি হইতে পারে। বর্ত্তমানকালে আমাদের সন্তানগণের যখন মন্দ প্রভাবে পতিত হইবার অ জগতের আমোদ-প্রমোদ এবং উত্তেজনায় ভ্রষ্ট হইবার আশঙ্কা আছে, তখন মাতাপিতাগণ তাহাদের আমোদ-প্রমোদের জন্য এমন কিছুর অনুশীলন করুন, যাহা অধিকতর বিপজজনক আমোদ-প্রমোদের পরিবর্ত্তে ব্যবহৃত হইতে পারিবে। আপনাদের সন্তানগণকে বুঝিতে দেউন যে, তাহাদের মঙ্গলের ও সুখের দিকে আপনাদের দৃষ্টি আছে।CCh 410.1

    ছুটির দিনগুলি পালন করিয়া এই জগতের ও মণ্ডলীর লোকদের বিশ্বাস জন্মিয়াছে যে, এই সকল নিস্কর্ম্মা দিন স্বাস্হ্যের ও সুখের পক্ষে আবশ্যক; কিন্তু দেখা যাই যে, ঐ দিনগুলি মন্দতাই পূর্ণ।CCh 410.2

    পদ্ধতির পরিবর্ত্তনের দ্বারা ছুটির দিনগুলিকে যতদূর সাধ্য চিত্তাকর্ষক করিবার জন্য আমরা বগ্রভাবে চেষ্টা করিয়াছি। অবিশ্বাসিগণের মধ্যস্থ আমোদ-প্রমোদের দৃশ্য হইতে ইহাদিগকে স্বতন্ত্র রাখিবার নিমিত্ত আমরা এইরূপ করিয়াছি।CCh 410.3

    আমোদস্ফূর্ত্তি একটী দিন অতিবাহিত হইয়া গেলে, স্ফূর্ত্তি অন্বেষণকারীর তৃপ্তি কোথাই ? খ্রীষ্টীয়ান কার্য্যকারিগণের জীবন অধিকতর উত্তম, উন্নত অ বিশুদ্ধ করিবার জন্য এই সকল স্ফূর্ত্তির দিন তাহাদের কাহাকে সাহায্য করিয়াছে ? দূত যে বিবরণ লিখিয়া রাখিয়াছেন, তাহারা যদি তাহা দেখিতে পাইত, তবে তাহারা কি দেখিত ? একটী দিন বৃথা কাতিয়া গেল। তাহাদের নিজেদের জীবনের একটী দিন বৃথা নষ্ট হইল, খ্রীষ্টের কার্য্যেরও একটী দিন নষ্ট হইল, কারণ এই দিনে কোন উত্তম কার্য্যই সাধিত হইল না। তাহারা হইত অন্য দিনগুলি পাইতে পারে, কিন্তু যে দিনটি বালিকারা বালকদের সহিত ও বালকেরা বালিকাদের সহিত বাজে কথায় ও ব্যঙ্গোক্তিতে বৃথা নষ্ট করিয়াছে, তাহা আর কখন ফিরিয়া পাওয়া যাইবে না।CCh 410.4

    ঐ একই সুযোগ পুনরায় আর কখনও ফিরিয়া আসিবে না। এই ছুটির দিনে তাহাদের বরং সর্ব্বাপেক্ষা কঠোর পরিশ্রম করা উচিত ছিল। তাহারা তাহাদের যে ছুটির দিনটীর সদ্ব্যবহার করে নাই, উহা অনন্তে লীন হইয়া গিয়া বিচার দিনে তাহাদের বিপক্ষে সাক্ষ্য দিবে।CCh 411.1