Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সম্মিলন ও বিশুদ্ধ অভ্যাস

    যে সকল যুবক-যুবতী পরস্পরের সংসর্গে আইসে তাহারা তাহাদের সম্মিলনকে আশীর্ব্বাদ কিংবা অভিশাপে পরিণত করিতে পারে। আচার-ব্যবহারে, প্রকৃতিতে ও জ্ঞানে উন্নতি লাভ করিয়া তাহারা পরস্পরকে গাঁথিয়া তুলিতে, আশীর্ব্বাদ করিতে ও সবল করিতে পারে; অথবা নিজেরা অসতর্ক ও অবিশ্বস্ত হইয়া কেবল এক ভ্রষ্ট প্রভাব বিস্তার করিতে পারে।CCh 420.1

    যাহারা যীশুতে নির্ভর করে, তিনি তাহাদের সকলেরই সাহায্যকারী হইবেন। যাহারা খ্রীষ্টের সহিত সংযুক্ত, তাহারা সুখী। খ্রীষ্টের জন্য অনুরাগ ও অভিলাষ-সহ আত্ম বলিদান করিয়া তাহাদের ত্রানকর্ত্তা তাহাদিগকে যে পথে চালাইয়া লইয়া যান, তাহারা সেই পথে তাঁহার অনুসরণ করে। এই লোকেরা খ্রীষ্টের উপরে তাহাদের আশা স্থাপন করিয়াছে, এজন্য দৃঢ় ভিত্তিমূল হইতে তাহাদিগকে বিতারিত করা জগতের ঝঞ্ঝাবাতের অসাধ্য।CCh 420.2

    যুবক-যুবতিগণ, তোমরা নির্ভর যোগ্য কিংবা সততাপূর্ণ অথবা প্রকৃত কার্য্যকারী হইবে কিনা, তাহা তোমাদের উপরেই নির্ভর করে। সর্ব্বাবস্থায় ন্যায়ের পক্ষ অবলম্বনের জন্য তোমাদের প্রস্তুত থাকিতে ও দৃঢ়-সঙ্কল্প হইতে হইবে। আমাদের কুঅভ্যাসগুলি আমরা আমাদের সঙ্গে সর্গে লইয়া যাইতে পারিব না, এই পৃথিবীতে ঐ সকলের উপরে জয়ী হইতে না পারিলে, উহারা আমাদিগকে ধার্ম্মিকগণের বাসস্থান হইতে বঞ্চিত করিবে। মন্দ অভ্যাসগুলি বাধাপ্রাপ্ত হইলে উহারা ঘোরতর প্রতিরোধ জানাই, কিন্তু শক্তি ও অধ্যবসায় সহকারে যুদ্ধ চালাইয়া গেলে, উহাদিগকে পরাজিত করা যাইতে পারে।CCh 420.3

    যাহাদের নৈতিক চরিত্র নির্দ্দোষ ও ধর্ম্মপরায়ণ, বিশুদ্ধ অভ্যাস গঠনের নিমিত্ত তাহাদের সঙ্গ লাভের চেষ্টা করা আমাদের কর্ত্তব্য।144T 655;CCh 421.1

    যুবক-যুবতীদিগকে যদি বিশুদ্ধ, চিন্তাশীল ও অমায়িক লোকদের সংসর্গে আসিতে প্ররোচিত করা যায়, তবে সর্ব্বপেক্ষা হিতকর ফল লাভ করা যায়। যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহাদিগকে সঙ্গীরূপে বরণ করিয়া লইলে, তাহারা সত্যে, কর্ত্তব্য ও প্রবিত্রতায় চালাইয়া লইয়া যাইবে। উত্তম কার্য্য সাধনের নিমিত্ত প্রকৃত খ্রীষ্টীয় জীবন, এক শক্তি। কিন্তু পক্ষান্তরে যে সকল নরনারী নীতিভ্রষ্ট ও কু-রীতিনীতির বশবর্ত্তী, তাহারা শীঘ্রই ঐ একই পথে বিচরন করিবে। স্বাভাবিক অন্তঃকরণের ঝোঁক নিম্নদিকে। যে ব্যক্তি সন্দিগ্ধমনা লোকের সহিত মেলামেশা করিবে, সে অচিরেই সন্দিগ্ধচিত্ত হইবে; যে কেহ দুর্ব্বৃত্তদের সঙ্গ মনোনীত করিয়া লইবে, সে একজন দুর্ব্বৃত্ত হইবে ইহা ধ্রুব নিশ্চয়। দুষ্টদের মন্ত্রণায় চলা, পাপীদের পথে দাঁড়াইবার ও নিন্দকদের সভায় বসিবার প্রধান ধাপ।CCh 421.2

    যাহারা বিশুদ্ধ স্বভাব গঠন করিবে, তাহারা এমন সঙ্গী মনোনীত করুক, যাহারা গম্ভীর, চিন্তাশীল ও ধর্ম্মপরায়ণ । যাহারা ক্ষতি স্বীকার করিয়াছে, এবং অনন্তকালের নিমিত্ত গৃহ নির্ম্মাণ করিতে বাসনা করে, তাহাদের কর্ত্তব্য আপন আপন গৃহ উত্তম উপাদান ব্যবহার করা। তাহারা যদি পচা কাষ্ঠ লাগায়, ও চরিত্র-হীনতায় পরিতৃপ্ত থাকে, তাহা হইলে গৃহ খানির ধ্বংস অনিবার্য্য। প্রত্যেক আপন আপন গাঁথনি বিষয়ে সতর্ক হউক। পরীক্ষা প্রলোভনরূপ ঝটিকা গৃহখানির উপন দিয়া প্রবাহিত হইয়া যাইবে, সুতরাং ইহা দৃঢ়রূপে ও বিশ্বস্তভাবে নির্ম্মিত না হইলে পরীক্ষা স্থির থাকিতে পারিবে না।CCh 421.3

    স্বর্ণ অপেক্ষা সুনাম অধিকতর মূল্যবান। যুবক-যুবতিগণের এই একটী স্বাভাবিক প্রবৃত্তির যে, যাহারা মনে ও নৈতিক আচার-ব্যবহারে নিকৃষ্টতর, তাহারা তাহাদের সহিত-ই মেলামেশা করিয়া থাকে। যে লোকদের চিন্তা, অনুভূতি ও আচার-ব্যবহার নিম্নস্তরের তাহাদের সহিত স্বেচ্ছাকৃত যোগাযোগ রক্ষা করিলে, কোন যুবক বা যুবতী তাহা হইতে কী প্রকৃত সূখ আশা করিতে পারে? কোন কোন লোকের রুচি নিকৃষ্ট ও অভ্যাস ভ্রষ্ট, যাহারা এইরূপ লোকদিগকে সঙ্গীরূপে মনোনীত করিবে তাহারা সকলেই তাহাদের দৃষ্টান্তের অনুসরণ করিবে।154T 587, 588;CCh 422.1

    স্ফূর্ত্তির অন্বেষণে অ চপলতার পথে প্রথম পাদ-বিক্ষেপে আপনি কোন প্রকৃত বিপদ দেখিতে নাও পাইতে পারেন, এজন্য আপনি হইতো মনে করিতে পারেন যে, আপনি আপনার মনের গতি পরিবর্ত্তন করিতে বাসনা করিবেন, কোন অন্যায় বা দোষ করিবার পুর্ব্বেই সহজে তাহা ঠিক্ করিয়া লইতে পারিবেন। কিন্তু ইহা একটী ভুল। কুসঙ্গী মনোনীত করিয়া লইয়া অনেকেই ক্রমে ক্রমে ধর্ম্মের পথ হইতে স্খলিত হইয়া অবাধ্য অ লাম্পট্যরূপ মহাসাগরে নিমজিজত হইয়াছে, যাহার সম্বন্ধে তাহারা এক সময়ে মনে করিত যে, উহাতে মগ্ন হওয়া তাহাদের পক্ষে অসম্ভব।16CT 224;CCh 422.2

    যে কোন জিনিষ আমাদের সুখের নিমিত্ত থাকা আবশ্যক, তাহার প্রত্যেকটীই ঈশ্বর বিসজর্জন দিতে বলেন কখনও এইরূপ মনে করিবেন না। যাহা ধরিয়া থাকা আমাদের পক্ষে মঙ্গল জনক ও সুখের নহে, কেবল তাহাই তিনি বিসজর্জন দিতে বলেন ।17AH 502;CCh 422.3