Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৪৩ অধ্যায়

    পোষাক-পরিচ্ছেদ সম্মন্ধে উপদেশ

    অন্যান্য সকল জিনিষে যেমন, পোষাক-পরিচ্ছেদেও তেমনি আমাদের সৃষ্টিকর্ত্তার সমাদার করা আমাদের একটি সুযোগ। আমাদের কাপড়-চোপড় কেবল যে পরিষ্কার পরিচ্ছন্ন ও সাস্হ্যপ্রদ হইবে এমন নহে, অধিকন্ত যথাপযোগী ও সুন্দর হইবে ইহাই তিনি চাহেন।CCh 453.1

    আমাদের চেহারা সর্বোত্তম দেখাইবার নিমিত্ত চেষ্টা করা উচিত। তাম্বুর সেবাকার্জে যাহারা ঈশ্বরের সম্মুখে দণ্ডায়মান হইতেন, তাঁহাদের পোষাক-পরিচ্ছেদ কীরূপ হওয়া কর্ত্তব্য তৎসম্মন্ধে প্রত্যেকটী বিষয় ঈশ্বর বিস্তারিত ভাবে নির্দেশ করিয়া বলিয়া দিয়াছিলেন। এইরুপে আমরা জানিতে পারি যে, যাঁহারা তাঁহার সেবাকার্জ করিবেন, তাঁহাদের পোষাক-পরিচ্ছেদ যেন সুন্দর ও পরিচ্ছন্ন হয়, ইহাই তাঁহার ইচ্ছা। হারণের পরিচ্ছেদ সম্মন্ধে সুনিদিষ্ট উপদেশ দেয়া হইছিল, কারন তাঁহার পরিচ্ছেদ দৃষ্টান্ত স্বরূপ ছিল। এই নিমিত্ত খ্রীষ্টের প্রতিনিধি স্বরূপ হউয়া একান্ত আব্যশক। প্রত্যেক বিষয়ে আমাদের চেহারায় পরিষ্কার পরিচ্ছন্নতা , বিনয় ও বিশুব্দতা পরিস্ফুট হওয়া কর্ত্তব্য।CCh 453.2

    প্রাকৃ্তিক পদার্থগুলি ( ফুল, কানুড় পুস্প) দ্বারা খ্রীষ্ট এরুপ সৌন্দযের বর্ননা করেন, জাহা স্বর্গের দৃষ্টিতে মুল্যবান, যথা — বিশুদ্ব অনুকম্পা, সরলতা, পবিত্রতা এবং উপযোগিতা-এইরুপ সদ্গুনের পরিচ্ছদ ঈশ্বরেড় দৃষ্টিতে প্রীতিজনক।CCh 453.3