Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৪৪ অধ্যায়

    যুবকযুবতিগণের নিকট একটী বিনতি

    প্রিয় যুবক অ যুবতি বন্ধুগণ, তোমরা যাহা কিছু বপন করিবে, তাহাই কাটিবে। এখনই তোমাদের পক্ষে বপনের সময়। তোমরা কী কাটিবে? কি বপন করিতেছ? প্রত্যেকটী বাক্য যাহা তোমরা উচ্চারণ কর, প্রত্যেকটী কার্য্য, যাহা তোমরা সাধন কর, তাহাই এক একটী বীজ, এবং যথাকালে, ইহা হয় ভাল, না হয় মন্দ ফল ধারণ করিবা এবং বপককে হয় আনন্দ, না হয় দুঃখ দান করিবে। যেরূপ বীজ বপন করা হইবে, সেইরূপ শস্য কাটা হইবে। ঈশ্বর তোমাদিগকে মহা জ্যোতি ও বহু সুযোগ দান করিয়াছেন। এই জ্যোতি দান করিবার পর, তোমাদের বিপদরাশির বিষয়ে তোমাদিগকে সুস্পষ্টরূপে জানাইয়া দিবার পর দায়িত্ব আইসে তোমাদেরই। ঈশ্বর যে জ্যোতি দান করেন, তাহা তোমরা যে ভাবে গ্রহণ কর, তাহারই উপরে তোমদের সুখ ও দুঃখ, মঙ্গল ও অমঙ্গল নির্ভর করে। আর এতদ্দ্বারাই তোমাদের ভাগ্য নির্দিষ্ট হইয়া যায়।CCh 461.1

    তোমারা অন্যের মনে ও চরিত্রে হয় ভাল, না হয় মন্দ প্রভাব বিস্তার করিতেছ। আর যে প্রভাবটী বিস্তার করিতেছে, ঠিক্‌ তাহাই স্বর্গীয় বিবরণ পুস্তকে লেখা হইতেছে। এক সেবাকারী দূত তোমার বাক্যের ও তোমার কার্য্যের হিসাব রাখিতেছেন। তুমি যখন প্রাতঃকালে নিন্দ্রা হইতে উত্থিত হও, তখন কি তুমি নিজেকে অসহায় মনে কর এবং ঈশ্বরের নিকট হইতে তোমর শক্তি লাভের প্রয়োজন আছে, ইহা কি অনুভব কর ? আর তুমি কি নম্রভাবে ও সর্ব্বান্তঃকরণে তোমার অভাব সকল তোমার স্বর্গীয় পিতাকে জানাও ? যদি তাহাই হই, - সেবাকারী দূত তোমার প্রার্থনা শুনিয়া থাকেন, তোমার ওষ্ঠ হইতে যদি কপট প্রার্থনা নির্গত না হয়, বেহুঁস অবস্থায় কোন ভুলে রত থাকিয়া তুমি যদি এমন প্রভাব খাটাও যাহা অন্যকে ভুলে পরিচালিত করিবে, তাহাCCh 461.2

    হইলে তোমাকে উৎকৃষ্টতর পথে পরিচালিত হইতে প্রোৎসাহিত করিয়া, তোমার জন্য বাক্য মনোনীত করিয়া দিয়া ও তোমার কার্য্য প্রভাবান্বিত করিয়া তোমর রক্ষক দূত তোমার পার্শ্বে থাকিবেন।CCh 462.1

    তুমি জিদি বিপদকে ভয় না কর, প্রলোভন প্রতিরোধার্থে সাহায্য ও বলের জন্য তুমি যদি কোন প্রার্থনা না কর, তবে তোমাকে নিশ্চয়ই বিপথগামী হইতে হইবে ; কর্ত্তব্য কার্য্যে তোমার অবহেলার বিষয় স্বর্গে ঈশ্বরের পুস্তকে লিখিত হইবে ; আর শেষ পরীক্ষার দিনে তুমি লঘুরূপে নির্ণীত হইবে।CCh 462.2

    তোমার চতুষ্পার্শ্বে এমন অনেকে আছে, যাহাদিগকে ধর্ম্ম-শিক্ষা দেওয়া হইয়াছে, এবং আবার এমন অনেকেও আছে যাহারা প্রশ্রয় ও আদর পাইয়া, চাটুবাদ ও প্রশংসা পাইয়া বাস্তব জীবনে একেবারে নষ্ট হইয়া গিয়াছে। আমি যাহাদিগকে জানি তাহাদের বিষয়ই বলিতেছি। অমিতাচারে, তোষামোদে ও আলস্যে তাহাদের স্বভাব এরূপ ভাবে বিপথগামী হইয়াছে যে, ইহ-জীবনের জন্য তাহারা একেবারে অকর্ম্মণ্য হইয়া পড়িয়াছে। আর এই জীবনে যদি অকর্ম্মণ্য হইয়া পরে, তবে যে জীবনে সকলই পবিত্র ও বিশুদ্ধ এবং যে জীবনে সকলের স্বভাব একইরূপ সেই জীবনের জন্য আমরা কি আশা করিতে পারি ? আমি এই সকল লোকের জন্য প্রার্থনা করিয়াছি ; আমি তাহাদিগকে ব্যক্তিগত ভাবে উপদেশ দিয়াছি। অন্যকে আড়ম্বর-প্রিয়, পোষাক-প্রিয় অ শাশ্বতস্বার্থে অমনোযোগী করিয়া তাহারা যে প্রভাব বিস্তার করিবে তাহা আমি দেখিয়াছি। এই শ্রেণীর লোকদিগের জন্য একমাত্র আশা — সাবধানে চলা, গর্ব্বিত অ দাম্ভিক হৃদয় ঈশ্বরের সম্মুখে নত করা, পাপ স্বীকার করা অ পরিবর্ত্তিত হওয়া। 13T 363, 364;CCh 462.3