Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    তুলাদণ্ডে পরিমিত

    ঈশ্বর আমাদের স্বভাব, আমাদের আচারব্যবহার ও আমাদের উদ্দেশ্য সমূহ ধর্ম্মধামের তুলাদন্ডে পরিমাণ করিতেছেন। আমাদের অন্তঃকরণসমূহ তাঁহার দিকে আকর্ষণ করণার্থে যে ত্রাণকর্ত্তা ক্রুশে মৃত্যুভগ করিয়াছিলেন, তাঁহার দ্বারা যখন এই বাক্য উচ্চারিত হইবে যে, তুমি তুলাতে পরিমিত হইয়া প্রেমে ও আজ্ঞাবহতায় লঘুরূপে নির্ণীত হইয়াছ, তখন ইহা একটী ভয়াবহ ব্যাপার হইবে ! ঈশ্বর আমাদিগকে মহৎ ও বহুমূল্য দানসমূহ দিয়াছেন। আমাদের যেন ভ্রান্তির মধ্যে কিংবা অন্ধকারে বিচরণ করিতে না হয়, তজজন্য ঈশ্বর আমাদিগকে তাঁহার ইচ্ছা সম্বন্ধে জ্যোতি ও জ্ঞান প্রদান করিয়াছেন। তুলাতে পরিমিত হওয়া ও শেষ বিচারে লঘুরূপে নির্ণীত হইয়া তাঁহার ফল ভোগ করা এমন একটী ভয়াবহ ব্যাপার ও এমন একটী দারুন ভুল হইবে যে, কস্মিনকালেও ইহার সংশোধন বা প্রতীকার করিতে পারা যাইবে না। হে আমার যুব বন্ধুগণ, তোমাদের নামের জন্য ঈশ্বরের পুস্তক কি বৃথা অনুসন্ধান করা হইবে ?CCh 469.1

    ঈশ্বর তোমার জন্য একটী কার্য্য মনোনীত করিয়াছেন, এই কার্য্যটী করিয়া তুমি তাঁহার সহকার্য্যকারী হইতে পার।CCh 470.1

    উদ্ধারার্থে তোমাদের চতুর্দ্দিকে বহু আত্মা আছে। তোমাদের ব্যগ্র চেষ্টা দ্বারা তোমরা তাহাদিগকে উৎসাহিত ও আশীর্ব্বাদযুক্ত করিতে পার। তোমরা মানবগণকে পাপ হইতে ধার্ম্মিকতার দিকে ফিরাইতে পার। ঈশ্বরের নিকটে তোমাদের কৈফিয়ৎ দিতে হইবে, এই প্রতীতি যখন তোমাদের জন্মিবে, তখন শয়তানের প্রলোভনের বিরুদ্ধে বিশ্বস্তভাবে প্রার্থনা করার ও জাগ্রত থাকার আবশ্যকতা সম্বন্ধে তোমার উপলব্ধি করিতে পারিবে। তোমরা যদি প্রকৃত খ্রীষ্টীয়ান হও, তবে তোমরা পোষাক-পরিচ্ছদের বৃথাভিমানে ও গর্ব্বে আত্মতুষ্ট না হইয়া জগৎকে নৈতিক অন্ধকারে সমাচ্ছন্ন দেখিয়া হৃদয়ে শোক অনুভব করিবে। ভূ-পৃষ্ঠে যে সকল ঘৃণার্হ কার্য্য চলিতেছে, তাহা দেখিয়া যাহারা দীর্ঘ নিশ্বাস ত্যাগ করে ও কোঁকায় তোমরা তাহাদের মধ্যে গণ্য থাকিবে। লোককে দেখাইবার জন্য জাঁকজমকে, বস্ত্রপ্রসাধনে ও অলঙ্কারে আসক্ত হইবার নিমিত্ত শয়তান যে সকল প্রলোভন দেখায়, তোমরা তাহার প্রতিরোধ করিবে। গুরুতর দায়িত্ব সমূহ অবহেলা করিয়া সঙ্কীর্ণ মনকে ও খর্ব্ব মনোবৃত্তিকে এই সকল তুচ্ছ জিনিষের দ্বারা পরিতৃপ্ত করা যাইতে পারে।CCh 470.2

    যদি ইচ্ছা করে, তবে আধুনিক যুবকেরা খ্রীষ্টের সহকার্য্যকারী হইতে পারে, আর এইরূপে কার্য্য করিয়া তাহারা তাহাদের বিশ্বাস সবল করিতে ও ঐশ্বরিক জ্ঞান বৃদ্ধি করিতে পারে। প্রত্যেক যথার্থ উদ্দেশ্য ও প্রত্যেক সৎকার্য্য জীবন-পুস্তকে লিখিত হইবে। এই জীবনের লঘু ও অসার বিষয়ের দ্বারা আত্ম-পরিতৃপ্ত হইয়া ও তাহাদের বিচার শক্তি খর্ব্ব করিয়া যুবকেরা যে সকল পাপ করিতেছে, তাহা দেখিবার ও বুঝিবার জন্য আহা ! আমি যদি তাহাদিগকে জাগ্রত করিতে পারিতাম। এই জগতের অকিঞ্চিৎকর আকর্ষণের উর্দ্ধে তাহারা যদি তাহাদের চিন্তা ও বাক্য উন্নত করিত ও ঈশ্বরকে গৌরব প্রদান করা যদি তাহাদের লক্ষ্যের বিষয় হইত, তাহা হইলে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শাস্তি, তাহা তাহারা প্রাপ্ত হইত। 73T 370, 371;CCh 470.3

    ঈশ্বর চাহেন যেন, তাঁহার মহৎ কার্য্যার্থে প্রস্তুত ও দায়িত্বভার বহনার্থে উপযোগী হইবার নিমিত্ত যুবকেরা ব্যগ্রমনা হয়। যুবকেরা যেন ঈশ্বরের গৌরব করিতে ও মানবজাতির আশীর্ব্বাদস্বরূপ হইতে পারে, তজজন্য ঈশ্বর এমন যুবকদিগকে আহবান করেন, যাহাদের হৃদয় অবিকৃত, বলবান ও সাহসী এবং যাহারা সম্মুখ-রণে বীরের ন্যায় যুদ্ধ করিতে দৃঢ়-সঙ্কল্প। যুবকেরা যদি বাইবেলকে তাহাদের একমাত্র পাঠ্য করে, তাহা হইলে তাহারা তাহাদের প্রবল ইচ্ছাকে প্রশমিত করিবে এবং তাহাদের সৃষ্টিকর্ত্তা ও মুক্তিকর্ত্তার রবে মনোনিবেশ করিবে ; তাহারা কেবল ঈশ্বরের সহিত শান্তিতে থাকিবে এমন নহে, অধিকন্তু নিজেদিগকে মহৎ ও উন্নত করিয়া তুলিবে।CCh 471.1

    তুমি যে স্থানে যাইবে, সেই স্থানে-ই দীপ্তি লইয়া যাইবে ; তোমার মানস বল আছে, তুমি অস্থিরচিত্ত লহ ও মন্দ সঙ্গিগণের প্ররোচণায় সহসা বিচলিত হও নে, ইহা দেখাও। যাহারা ঈশ্বরের অবমাননা করে, তাহাদের প্রস্তাবে অমনি সম্মত না হইয়া বরং লোকদিগকে মন্দ হইতে উদ্ধার করিবার, সংশোধন করিবার ও উন্নত করিবার জন্য চেষ্টা কর।CCh 471.2

    প্রার্থনায় রত থাক, যাহারা বিরোধী, মৃদুতার ও ধীরতার আত্মায় তাহাদিগকে সাধ্যসাধনা কর। একটী আত্মা ভ্রান্তি হইতে উদ্ধার করিয়া খ্রীষ্টের ধ্বজাতলে আনয়ন করিলে স্বর্গে আনন্দ হইবে, এবং তোমার আনন্দের মুকুটে একটী তারা স্থাপিত হইবে। একটী আত্মা উদ্ধার প্রাপ্ত হইলে, তাহার ধর্ম্ম-প্রভাবে অন্য লোকেরাও পরিত্রাণ-তত্ত্ব পাইবে, এইরূপে কার্য্য বহুগুনে বৃদ্ধি পাইতে থাকিবে, আর একমাত্র বিচারের দিনেই ঐ কার্য্যের প্রসারতার বিষয় জানিতে পারা যাইবে।CCh 471.3

    তুমি কেবল সামান্য কিছু করিতে পার, ইহা মনে করিয়া প্রভুর জন্য কার্য্য করিতে ইতস্ততঃ করিও না। তোমার সেই সামান্যই বিশ্বস্ত-ভাবে কর ; কারণ ঈশ্বর তোমার সহিত কার্য্য করিবেন। তুমি প্রভুর আনন্দের ভাগী হইবার যোগ্য — এই বলিয়া তিনি তোমার নাম জীবন পুস্তকে লিখিয়া রাখিবেন। 8MYP 21-23.CCh 472.1