Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মাতাপিতার সম্মত হওয়া প্রয়োজন

    সন্তানগণের স্বভাব সাধারনতঃ প্রীতিপূর্ণ ও সংবেদনশীল বা অভিমানী। তাঁহারা সহজেই সুখী হয়, এবং সহজেই অসুখী হইয়া পড়ে। স্নেহের বাক্য ও কার্য্যে মৃদুভাবে শাসন করিয়া মাতা তাঁহাদের সন্তানগণকে তাঁহাদের অন্তঃকরণের সহিত বাঁধিয়া রাখিতে পারেন। সন্তানগণের প্রতি কঠোরতা প্রদর্শন করা ও অতিরিক্ত দাবীকারী হওয়া মহাভুল। প্রত্যেক পরিবারে সুশৃঙ্খলা বজায় রাখিবার নিমিত্ত সঙ্গত দৃঢ়তা ও ধীর শাসনের প্রয়োজন। আপনি যাহা বলিতে চাহেন, তাহা ধীর ভাবে বলিবেন, বিবেচনা পুর্ব্বক চলিবেন, এবং যাহা বলিবেন, তাহা হইতে বিচুত্য না হইয়া উহা কার্য্যে পরিণত করিবেন। 73T 532;CCh 476.2

    বাল্যকালে প্রেম ও সহানুভূতির জন্য মাতাপিতার কত অধিক লালায়িত ছিলেন, যখন তাহাদিগের নিন্দা করা হইত এবং বিরক্ত হইয়া তাঁহাদিগকে ভর্ৎসনা করা হইত, তখন তাঁহারা কতই না অসুখী হইতেন, ইহা তাঁহাদের ভুলিয়া যাওয়া উচিত নহে। মনোবৃত্তিতে তাঁহাদের যুবকযুবতী হওয়া এবং তাঁহাদের সন্তানগণের অভাব উপলব্ধি করিবার নিমিত্ত তাঁহাদের মন অবনমিত করা কর্ত্তব্য। তথাপি প্রেমের সংমিশ্রণে দৃঢ়তা সহকারে তাঁহাদের সন্তানগণের নিকট হইতে আজ্ঞাবহতা দাবী করিয়া লওয়া বিধেয়। মাতাপিতাগণের বাক্য নিঃসন্দিগ্ধরূপে পালন করা কর্ত্তব্য। 81T 388;CCh 476.3

    পরিবার শাসন-বিষয়ে দৃঢ়তা প্রদর্শন না করিলে মহা অনিষ্ট সাধিত হইতে পারে ; বাস্তবিক পক্ষে প্রায় কোন শাসন নাই বলিয়াই মনে হইতে পারে। সচরাচর এই প্রশ্ন জিজ্ঞাসা করা হইয়া থাকে, - ধর্ম্মপরায়ণ মাতাপিতাগণের সন্তানেরা এত একগুঁয়ে, উদ্ধত ও বিদ্রোহী কেন ? ইহার মূলীভূত কারণ গৃহ-শিক্ষা।CCh 477.1

    মাতাপিতাগণ যদি তাঁহাদের সন্তানসন্ততির সহিত একমত হইতে না পারেন, তবে যে পর্য্যন্ত না তাঁহারা কোন এক বোঝাপড়ায় উপনীত হইতে পারেন, তাবৎ যেন তাঁহারা সন্তানগণের সম্মুখ হইতে দূরে থাকেন।CCh 477.2

    এই সুশাসন-কার্য্যে মাতাপিতা যদি পরস্পরের সহিত সংযুক্ত থাকেন, তবে সন্তানেরা বুঝিতে পারিবে যে, তাহাদের নিকট কী দাবী করা হইতেছে। কিন্তু বাক্যে কিংবা চাহনিতে পিতা যদি দেখান যে, মাতা যে শাসন করিতেছেন, তাহাতে তিনি নারাজ ; অথবা তিনি যদি অনুভব করেন যে, মাতা খুব কঠোর এবং তিনি যদি মনে করেন যে, মাতা যে কর্কশ ব্যবহার করিয়াছেন, তাহার জন্য সন্তানকে আদর করা ও আশ্‌কারা দেওয়া তাঁহার আবশ্যক, তবে সন্তানটী নষ্ট হইবে। সে শীঘ্র শিখিবে যে, সে যাহা খুসী তাহাই করিতে পারে। যে সকল মাতাপিতা সন্তানগণের বিরুদ্ধে এই পাপ করিয়া থাকেন, তাঁহারা তাঁহাদের সন্তানগণের আত্মার বিনাশের জন্য ঈশ্বরের নিকট দায়ী হইবেন। 9AH 310-315;CCh 477.3

    মাতাপিতাগণের প্রথম কর্ত্তব্য নিজেদিগকে শাসনে রাখা, তাহা হইলে, পরে তাঁহারা সন্তানগণকেও ভালরূপে শাসনে রাখিতে পারিবেন। যখনই তাঁহারা আত্ম-দমনে অকৃতকার্য্য হন এবং অধৈর্য্য হইয়া কোন কার্য্য করেন ও কথা বলেন, তখনই তাঁহারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেন। মাতাপিতার কর্ত্তব্য প্রথমে সন্তানগণের সহিত কথাবার্ত্তা বলা, স্পষ্টরূপে তাহাদের দোষ নির্দ্দেশ করে, তাহাদের পাপ দেখাইয়া দেওয়া, এবং তাহাদের মনে ইহা অঙ্কিত করিয়া দেওয়া যে, তাঁহারা কেবল যে তাহাদের মাতাপিতার বিরুদ্ধে পাপ করিয়াছে, এমন নহে, অধিকন্তু ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিয়াছে। আপনার নিজের হৃদয় অবনত করিয়া ও আপনার ভ্রান্ত সন্তানগণের জন্য দয়ায় ও দুখে ভরপূর হইয়া, শাসনের বা দণ্ডবিধানের পুর্ব্বে তাহাদের সহিত প্রার্থনা করুন। তাহা হইলে আপনার শাসনে আপনার সন্তানগণ আপনাকে ঘৃণা করিবে না। তাহারা আপনাকে প্রেম করিবে। কারণ তাহারা দেখিবে যে, তাহারা আপনাকে অসুবিধার মধ্যে ফেলিয়াছে বলিয়া আপনি তাহাদিগকে শাস্তি দেন নাই, অথবা তাহাদের উপরে আপনি আপনার বিরক্তি ভাব দেখাইবার নিমিত্ত ইহা করেন নাই, কিন্তু তাহারা যেন পাপে বর্দ্ধিত না হয়, এ নিমিত্ত তাহাদের মঙ্গলার্থে কর্ত্তব্য জ্ঞানে ইহা করিয়াছেন। 101T 398;CCh 477.4