Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    খ্রীষ্টীয় শিক্ষায় বাইবেল

    মানসিক শিক্ষার জন্য যে কোন পুস্তক পাঠে কিংবা অন্যান্য সকল পুস্তক একত্রে যে ফল লাভ হয়, বাইবেল তদপেক্ষা অধিকতর ফলোপধায়ী। ইহার রচনা বৈচিত্র, ইহার বাক্যগুলির উন্নত সরলতা, ইহার কল্পনার সৌন্দর্য্য, চিন্তারাশিকে এতদূর সতেজ ও উন্নত করে যে, অন্য কোন কিচুতেই সেরূপ করিতে পারে না। প্রত্যাদেশের মহান্ সত্যগুলি গ্রহণের চেষ্টা দ্বারা যে মানসিক শক্তি লাভ করা যায়, অন্য কোন পুস্তক অধ্যয়নের দ্বারা তাহা লাভ করা যায় না। যে মন এইরূপে অনন্ত ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকে, তাহা সবল ও সম্প্রসারিত না হইয়া পারে না।CCh 510.1

    আধ্যাত্মিক প্রকৃতির উন্নতি বিধানে বাইবেলের শক্তি সর্ব্বাপেক্ষা অধিক। মানবকে ঈশ্বরের সহভাগিত্ব লাভের জন্য সৃষ্টি করা হইয়াছিল ; মানব কেবল এই সহভাগিত্ব দ্বারাই তাহার প্রকৃত জীবন ও উন্নতি লভ করিতে পারে। ঈশ্বরে সর্ব্বশ্রেষ্ঠ আনন্দ লাভের নিমিত্ত সৃষ্ট হইয়াছিল বলিয়া আর কিছুতেই তাহার হৃদয়ের আকাঙক্ষা পূরণ ও প্রানের ক্ষুৎ-পিপাসা নিবারিত হয় না। ঈশ্বরের বাক্যের মর্ম্ম উপলব্ধি করিবার চেষ্টায় সরল মন শিক্ষাগ্রাহী হৃদয় লইয়া যে কেহ ঈশ্বরের বাক্য অধ্যয়ন করিবে, সে-ই ঐ বাক্যের আদিকর্ত্তার সংস্পর্শে আসিবে ; এবং তাহার নিজের মনোনয়ন ভিন্ন, তাহার উন্নতির সম্ভাবনাও সীমা রহিত। 26Ed 124, 125;CCh 510.2

    পাঠ সংবলিত অতি প্রয়োজনীয় শাস্ত্রীয় বাক্যগুলি, শিক্ষার্থে নির্দ্ধারিত পাঠ হিসাবে নহে, কিন্তু একটী সুযোগ হিসাবে মুখস্থ করিয়া রাখিবেন। মুখস্থ করা প্রথমে খুব কষ্টকর বলিয়া মনে হইবে, কিন্তু বার বার চেষ্টা দ্বারা ইহা আয়ত্তে আসিবে, আর কিছু কাল পরে, আপনি সত্যের বাক্যগুলি এমন ভাবে হৃদয়ে সঞ্চয় করিয়া রাখিতে পারিবেন যে, তাহা দেখিয়া আপনি নিজেই আনন্দে উৎফুল্ল হইয়া উঠিবেন। আর এই অভ্যাসের দ্বারা আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি প্রাপ্ত হইতে আপনি এক অতি বহুমূল্য সাহায্য প্রাপ্ত হইবেন। 27CT 137, 138;CCh 511.1