Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    “তোমরা নিজের নও”

    খ্রীষ্ট শীঘ্র আসিতেছেন, এই বিষয়ে আমাদের বিশ্বাস নিঃসন্দিগ্ধ। ইহা আমাদের নিকট কল্পিত গল্প নহে ; কিন্তু একটী বাস্তব ঘটনা। তিনি যখন আসিবেন, তখন তিনি আমাদিগকে আমাদের পাপ হইতে পরিষ্কার করিবার, আমাদের স্বভাবের দোষক্রটি সংশোধন করিবার, আমাদের মেজাজের ও আমাদের প্রকৃতির দুর্ব্বলতা সকল দূর করিবার জন্য আসিবেন না। আমাদের জন্য তাঁহার যদি কিছু করিবার থাকে, তবে তাঁহার আগমনের পূর্ব্বেই সেই সমস্ত সাধন করিতে হইবে।CCh 523.1

    প্রভু যখন আসিবেন, তখন যাহারা পবিত্র তাহারা পবিত্রই থাকিবে। যাহারা আপন আপন দেহ ও আত্মা পবিত্র, পূত, ও যশ-সম্পন্ন বা অনিন্দনীয় রাখিবে, তাহারই তখন পরিত্রাণের শেষ কার্য্য- অমরতা পরিহিত হইবে। অমরতার শেষ-স্পর্শ লাভ করিবে। তাহাদের ত্রুটিসমূহ দূর করিবার এবং তাহাদিগকে পবিত্র স্বভাব দান করিবার নিমিত্ত, তখন তাহাদের জন্য আর কিছু করা হইবে না। পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবার পূর্ব্বেই এই সকল করিতে হইবে। এখনই আমাদের জন্য এই কার্য্য সাধন করিতে হইবে।CCh 523.2

    আমরা এমন এক জগতে বাস করিতেছি, যাহা ধার্ম্মিকতার, চরিত্রের বিশুদ্ধতার এবং অনুগ্রহে বর্ধিষ্ণু হওয়ার প্রতিকূল। আমরা যে দিকেই দৃষ্টিপাত করি না কেন, সেই দিকেই দেখিতে পাই, ভ্রষ্টতা, অপবিত্রতা, কলুষতা ও পাপ। সুতরাং অমরতা লাভের অব্যবহিতপূর্ব্বে এই জগতে আমাদের কী কার্য্য সাধন করিতে হইবে ? এই শেষকালে আমাদের চতুর্দ্দিকে যা সকল ভ্রষ্টতায় পরিপূর্ণ আমরা যেন সাই সকলের মধ্যে বিশুদ্ধভাবে দণ্ডায়মান থাকিতে পারি, তজজন্য আমাদের দেহ পবিত্র ও আমাদের আত্মা বিশুদ্ধ রাখা আবশ্যক।CCh 524.1

    “তোমরা কি জান না যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাঁহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ ? কারণ তোমরা নিজের নও, তোমরা মুল্য দ্বারা ক্রীত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব কর।” ১ করিন্হীয় ৬:১৯, ২০।CCh 524.2

    আমরা আমাদের নিজেদের নহি। আমরা বহুমুল্যে, এমন কি ঈশ্বরের পুত্রের ক্লেশভোগ ও মৃত্যু দ্বারা ক্রীত হইয়াছি। আমরা যদি ইহা বুঝিতে ও সম্যকরূপে উপলব্ধি করিতে সমর্থ হইতাম, তাহা হইলে, সুচারুরূপে ঈশ্বরের কার্য্য সম্পাদনার্থে আমাদের স্বাস্থ্য সর্ব্বোত্তমরপে রক্ষা করিবার যে গুরুদায়িত্ব-ভার আমাদের উপরে অর্পিত হইয়াছে, তাহা আমরা অনুভব করিতে পারিতাম। কিন্তু যখনই আমরা এমন কিছু করি, যদ্দ্বারা আমাদের জীবনী-শক্তি নষ্ট হয় ও আমাদের বল হ্রাস পায়, অথবা আমাদের ধীশক্তি কলঙ্কিত হয়, তখনই আমারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি। ইহা করিয়া আমরা আমাদের দেহ ও আত্মায় ঈশ্বরের গৌরব করি না, যে দেহ ও আত্মা তাঁহার, কিন্তু আমরা তাঁহার দৃষ্টিতে মহা অন্যায় করিয়া থাকি। 32T 354-356;CCh 524.3