Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    প্রাণের মধ্যে ঈশ্বরের জীবন মানবের একমাত্র আশা

    বাইবেলের ধর্ম্ম, দেহের বা মনের স্বাস্থ্যের হানিকর নহে। ঈশ্বরের আত্মার প্রভাব রোগের মহার্ঘ্য ঔষধ। স্বর্গ স্বাস্থ্যে পরিপূর্ণ ; স্বর্গের প্রভাব সমূহ যত গভীর ভাবে উপলব্ধি করা যাইবে, বিশ্বাসী রোগীর রোগ, তত সুনিশ্চিতরূপে আরোগ্য হইবে। খ্রীষ্টধর্ম্মের প্রকৃত মূল-নীতিগুলি সকলের সম্মুখে এক অমূল্য সুখ উদঘাটিত করিয়া দেয়। ধর্ম্ম এক অবিশ্রান্ত মঙ্গল-উৎস। খ্রীষ্টীয়ানগণ স্বেচ্ছামতে ইহা হইতে পান করিতে পারে। তথাপি কস্মিন্‌কালেও ইহা শুকায় না।CCh 526.1

    মনের অবস্থা শারীরিক স্বাস্থ্যের উপরে প্রভাব বিস্তার করিয়া থাকে। ঠিক্ কাজ করিয়া এবং অন্যকে সুখী করিয়া তৃপ্ত হইয়া মন যদি পরিষ্কার ও হৃষ্ট থাকে, তাহা হইলে ইহা এক হর্ষোৎপাদন করিয়া সমগ্র দেহকে প্রভাবান্বিত করিবে ; আর ইহার ফলে এক অবাধ রক্তপ্রবাহের সৃষ্টি হইয়া সমুদয় দেহকে সুস্থাবস্থায় আনয়ন করিবে। ঈশ্বরের আশীর্ব্বাদ এক আরোগ্যকারী শক্তি, যাহারা অন্যকে অতিমাত্রায় সাহায্য করে, তাহারা আপন আপন হৃদয়ে ও জীবনে উক্ত বিস্ময়কর আশীর্ব্বাদের মাহাত্ম্য উপলব্ধি করিতে পারিবে।CCh 526.2

    মন্দ অভ্যাসে ও পাপ-কার্য্যে যাহারা লিপ্ত, তাহারা যখন ঐশ্বরিক সত্যের কর্ত্তৃত্বাধীনে আইসে, তখন হৃদয়ে ঐ সত্যের প্রতিক্রিয়ায় সুপ্ত নৈতিক-শক্তি পুনরায় জাগ্রত হইয়া উঠে। গ্রহণকারী শাশ্বত প্রস্তরে নিজেকে চূর্ণবিচূর্ণ করিবার পূর্ব্বে যেমন, এখন তদপেক্ষা অধিকতর শক্তিসম্পন্ন ও স্পষ্টতর জ্ঞান লাভ করে। সে এখন খ্রীষ্টে নিরাপদ ইহা উপলব্ধি করাতে, এমন কি তাহার শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি হইয়া থাকে। 6CH 28;CCh 526.3

    মানবের ইহা জানা আবশ্যক যে, একমাত্র খ্রীষ্টের অনুগ্রহ-প্রাপ্তি দ্বারাই তাহারা আজ্ঞাবহতার আশীর্ব্বাদ পূর্ণমাত্রায় প্রাপ্ত হইতে পারে। তাঁহার অনুগ্রহই মানবকে ঈশ্বরের ব্যবস্থা পালন করিতে শক্তি দান করে। ইহাই তাহাকে মন্দ অভ্যাসের দাসত্ব-শৃঙ্খল ভাঙ্গিতে সমর্থ করে। কেবল এই শক্তিই তাহাকে ন্যায়বান করিতে ও ন্যায়ের পথে ধরিয়া রাখিতে পারে।CCh 527.1

    সুসমাচারের পবিত্রতা ও শক্তির সহিত যখন ইহা গ্রহণ করা হয়, তখন ইহা পাপ-জাত ব্যাধির মহার্ঘ ঔষধ হইয়া দাঁড়ায়। “ধার্ম্মিকতাসূর্য্য উদিত হইবেন, তাঁহার পক্ষপুট আরোগ্যদায়ক।” জগতে এমন কিছুই নাই, যাহা ভগ্ন হৃদয় সুস্থ করিতে, মনে শান্তি সঞ্চার করিতে, উদ্বেগ দূর করিতে অথবা রোগ আরোগ্য করিতে পারে। দুঃখার্ত্ত হৃদয় প্রফুল্লিত করিতে ও নষ্ট জীবন পুনরুদ্ধার করিতে যশ, প্রতিভা ও ধীশক্তি, - এ সকলই শক্তিহীন ; প্রাণে ঈশ্বরের জীবনই মানবের একমাত্র আশা।CCh 527.2

    সমগ্র সত্তার মধ্য দিয়া খ্রীষ্ট যে প্রেম বিক্ষিপ্ত করেন, তাহাই এক জীবনদায়ী শক্তি। প্রত্যেকটী প্রধান অঙ্গ, যেমন- মস্তিষ্ক, হৃদ্‌পিণ্ড, ও স্নায়ু- ইহার স্পর্শে সুস্থতা প্রাপ্ত হয়। ইহা দ্বারা দেহের সর্ব্বপ্রধান শক্তিপুঞ্জ কার্য্যে প্রণোদিত হইয়া উঠে। যে সকল অপরাধ ও দুঃখকষ্ট, উদ্বেগ ও উৎকণ্ঠা জীবনী-শক্তি-সমূহ চূর্ণবিচূর্ণ করিয়া দেয়, ইহা আত্মাকে সেই সকল হইতে মুক্ত করে। ইহার সহিত আইসে স্থৈর্য্য ও শান্তি। ইহা আত্মাকে এরূপ আনন্দ জন্মাইয়া দেয়, যে আনন্দ জগতের কোন কিছুতেই নষ্ট করিতে পারে না-সেই আনন্দ পবিত্র আত্মাতে আনন্দ-স্বাস্থ্যপ্রদ ও জীবনদায়ী আনন্দ।CCh 527.3

    আমাদের ত্রাণকর্ত্তা বলেন, “আমার কাছে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ব্যাধির প্রতিকারার্থে এই বাক্যগুলি এক খানি ব্যবস্থা-পত্র। মানবগণ নিজ নিজ মন্দকার্য্য দ্বারা আপনাদের উপরে দুঃখকষ্ট আনয়ন করিলেও ত্রানকর্ত্তা তাঁহাদের প্রতি কৃপাদৃষ্টি করিয়া থাকেন। তাহাতেই তাঁহারা সাহায্য প্রাপ্ত হইতে পারে। যাঁহারা তাঁহার উপরে নির্ভর রাখিবে, তিনি তাঁহাদের জন্য মহান্ কার্য্যাদি সাধন করিবেন। 4MH 115;CCh 527.4