Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    এত অধিক ব্যায়ারাম পীড়ার কারণ

    মাংস কখন ও উত্তম খাদ্য ছিল না ; আর এক্ষণে ইহার ব্যবহার দিগুণ আপত্তিকর, কারণ প্রাণিগণের মধ্যে অতিদ্রুত রোগ বিস্তার করিতেছে। বধ্য প্রাণীগুলোকে জীবন্ত অবস্থায় দেখিতে পাইলে ও কি ধরণের মাংস খাওয়া হইতেছে তাহা জানিতে পারিলে, লোকেরা ঘৃণায় মাংসাহার বর্জজন করিত। মানবগণ যক্ষ্মা ও কর্কট (ক্যানসার) রোগ বীজানুপূর্ণ মাংস অবিরত ভক্ষণ করিতেছে। আর এইরূপে যক্ষ্মা, ক্যানসার ও অপরাপর সাংঘাতিক ব্যাধিগুলি ক্রমাগত সংক্রমিত হইতেছে। 3MH 313;CCh 548.2

    মাংসাহারের ফলে রোগাক্রমণ দশগুণ বাড়িয়া যায়। 42T 64;CCh 548.3

    প্রাণীগণ রোগাক্রান্ত; তাহাদের মাংস ভক্ষণ করিয়া আমরা আমাদের নিজেদের তন্ত ও রক্তে রোগের বীজ রোপণ করি। পরে যখন আমরা ম্যালেরিয়া পূর্ণ আবহাওয়ায় যাই, তখন ইহা আরও ভালরূপে অনুভূত হয়; এতদ্ব্যতীত যখন আমরা সংক্রামক ও স্পর্শাক্রমক ব্যাধির আবহাওয়ার মধ্যে পড়ি, তখন আমাদের দেহে রোগ প্রতিষেধক শক্তি থাকে না।CCh 548.4

    ঈশ্বর আমাকে যে দীপ্তি দান করিয়াছেন, তদ্দ্বারা আমি জানিতে পারিয়াছি যে কর্কট ও অর্ববুদ রোগের প্রধান কারণ মৃতপ্রাণীর মাংস ভক্ষণ। 5CD 386-388;CCh 549.1

    বহুস্থানে মৎস্যে এত ময়লা জিনিষ খায় যে, ঐগুলি অভিশাপ কলুষিত হইয়া রোগের একটী কারণ হইয়া দাঁড়ায়। যে স্থানের মৎস্য বড় বড় সহরের পয়ঃ-প্রণালীর সংস্পর্শে আইসে, ইহা বিশেষতঃ সেই স্থানেই ঘটে। যে সকল মৎস্য পয়ঃ-প্রণালীর বস্তুসমূহ খায়, সেগুলি বহুদূরে যাইয়া, নির্ম্মল ও বিশুদ্ধ জলে ধরা পড়িতে পারে। আর এইরূপে যখন সেগুলি খাদ্যরূপে ব্যবহৃত হয়, তখন সেগুলি এমন লোকদের উপরে ব্যাধি ও মৃত্যু আনয়ন করিতে পারে, যাহাদের কোন বিপদের আশঙ্কা ছিল না।CCh 549.2

    মাংসাহারের ফলাফল তৎক্ষণাৎ অনুভূত নাও হইতে পারে; কিন্তু তাই বলিয়া ইহাতে প্রমাণিত হয় না যে, উহা ক্ষতিকর নহে। অল্প লোককেই বিশ্বাস করান যায় যে, ভক্ষিত মাংসের দ্বারাই তাহাদের রক্ত বিষাক্ত হইয়াছে ও তাহাদের ক্লেশ ঘটিয়াছে। কেবল মাংস ভক্ষণের জন্যই অনেকে রোগগ্রস্ত হইয়া মারা যায়; কিন্তু ইহার প্রকৃত কারণ কি তাহা তাহারা নিজেরাও জানে না এবং অপরেও জানে না, বা সন্দেহ করে না। 6MH 314, 315;CCh 549.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents