Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মনের ও আত্মার উপরে ইহার প্রভাব

    মাংস ভক্ষণে শারীরিক যে অমঙ্গল হয়, নৈতিক অমঙ্গল তদপেক্ষা কোন অংশে কম নহে। মাংসাহার স্বাস্থ্যের পক্ষে হানিকর ; আর দেহে যে কোন প্রকার ফলাফল দেখা দিবে, মনে ও আত্মায়ও ঠিক্ সেই প্রকার ফল দেখা দিবে।” 11MH 315;CCh 550.4

    আমিষ খাদ্য প্রকৃতি বদলাইয়া দিয়া ইন্দ্রিয়-সুখ-পরায়ণতা বাড়াইয়া দেয়। আমরা যাহা ভক্ষণ করি, তদ্দা্রাই আমরা গঠিত। সুতরাং অধিকমাত্রায় মাংসাহার করিলে আমাদের মানসিক কর্ম্মতৎপরতা কমিয়া যাইবে। কখনও মাংসের স্বাদ গ্রহণ না করিলে ছাত্রছাত্রীগণ তাহাদের পাঠাভ্যাসে অধিকতর সুফল লাভ করিতে পারে। মাংসাহারে যে পরিমাণে পাশবিক প্রবৃত্তি বৃদ্ধি পায়, মানসিক শক্তি সেই পরিমাণে হ্রাস পায়। 12CD 389;CCh 551.1

    কোন সময়ে সবর্বাপেক্ষা সাদাসিধে খাদ্যের প্রয়োজন থাকিলে এখনই সেই সময়। আমাদের সন্তানসন্তস্তিগণকে মাংস ভক্ষণ করিতে দেওয়া উচিত নহে। কারণ ইহাতে নীচ প্রবৃত্তিগুলি উত্তেজিত ও সবলীকৃ্ত হইয়া উঠে, আর নৈতিক শক্তিগুলি মৃতকল্প হইয়া পড়ে। 132T 352;CCh 551.2

    খ্রিষ্টের সত্বর আগমনের অপেক্ষার্থী বলিয়া যাহারা দাবী করেন, তাঁহাদের মধ্যে আরও অধিকতর সংস্কার দৃষ্ট হওয়া কর্ত্তব্য। স্বাস্থ্য সংস্কারের দ্বারা আমাদের লোকদের মধ্যে এমন কার্য্য সাধিত হওয়া আবশ্যক, যাহা এপর্য্যন্ত হয় নাই। যাহারা এখনও জান্তব মাংস ভক্ষণ করিয়া নিজেদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য নষ্ট করিতেছে, তাহাদের মাংস ভক্ষণের বিপদের বিষয় সতর্ক হওয়া কর্ত্তব্য। মাংস ভক্ষণের বিষয়ে যাহারা এক্ষণে মাত্র অর্দ্ধ পরিবর্ত্তিত তাহারা অনেকে ঈশ্বরের লোকদের হইতে অনেক দূরে চলিয়া যাইবে, তাঁহাদের সহিত আর গমনাগমন করিবে না। 14CH 575;CCh 551.3

    যাহারা সত্যে বিশ্বাস করে বলিয়া দাবী করে, তাহাদের বাক্য ও কার্য্যের দ্বারা যেন ঈশ্বরের ও তাঁহার কার্য্যের অবমাননা না হয়, তজজন্য তাহাদের দেহের ও মনের শক্তিসমুহ সযত্নে রক্ষা করা আবশ্যক। তাহাদের অভ্যাস ও রীতিনীতিগুলি ঈশ্বরের ইচ্ছার বশীভূত হওয়া প্রয়োজন। খাদ্যের প্রতি আমাদের সতর্ক দৃষ্টি রাখিতে হইবে। আমাকে সুস্পষ্টরূপে দেখান হইয়াছে যে, মাংসাহারের বিরুদ্ধে ঈশ্বরের লোকদের দৃঢ় ভাবে দণ্ডায়মান হইতে হইবে। ঈশরের লোকেরা যদি বিশুদ্ধ রক্ত ও শান্ত মন প্রাপ্ত হইতে বাসনা করে, তবে তাহাদের মাংসাহার অবশ্যই বজর্জন করিতে হইবে; ঈশ্বর যদি ইহা না চাহিতেন, তবে কি তিনি তাঁহার লোকদিগকে চল্লিশ বৎসর পর্য্যন্ত এই বার্ত্তা দান করিতেন ? মাংসাহারের ফলে পাশবিক প্রকৃতি সবল হয় এবং আধ্যাত্মিক প্রকৃতি দুর্ব্বল হইয়া যায়। 15CD 383;CCh 551.4