Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৫৫ অধ্যায়

    চিকিৎসা-কার্য্য

    চিকিৎসা-কার্য্য সুসমাচার প্রচারকার্য্যের পথ-পরিস্কারক। অনেক গৃহে যেন সত্য প্রবেশ করিতে পারে, তজজন্য ইহা দ্বার উদ্ঘাটন করিয়া দেয়। ঈশ্বরের লোকদের খাঁটী মেডিকেল-মিশনারী হওয়া আবশ্যক, কারণ তাঁহাদের আবশ্যক শরীর ও আত্মা -- এই উভয়ের অভাব পূ্রণ করিতে শিক্ষা প্রাপ্ত হওয়া। বাস্তব কার্য্যের জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করিয়া আমাদের কার্য্যকারিগণ যখন রোগীদিগকে চিকিৎসা করিতে বহিগত হন, তখন তাঁহাদের সর্ব্বাপেক্ষা নির্ম্মল নিঃস্বার্থপরতা প্রদর্শন্ করা আবশ্যক। চিকিৎসার নিমিত্ত গৃহে গৃহে গমন করিয়া তাঁহারা অনেকের হৃদয়ে প্রবেশাধিকার প্রাপ্ত হইয়া থাকেন। আর এইরূপে অনেকে সুসমাচার গ্রহণ করিয়া থাকে। ফলতঃ এইরূপ না হইলে বহুলোকেই হয়তো কখনও সুসমাচারের বার্ত্তা শুনিতে পাইত না। সুসমাচার প্রচার কার্য্যের বিরুদ্ধে বিদ্বেষ দূ্রীকরণার্থে স্বাস্থ্য-সংস্কারের মুলনীতিগুলির প্রকাশ বিশেষ সহায়ক। বর্ত্তমান কালে যাঁহারা সত্য বিস্তার করিতে প্রয়াসী, মহান্ চিকিৎসক প্রভু-যীশু-খ্রীষ্ট যিনি মেডিকেল মিশনারী কার্য্যের স্থাপয়িতা, তিনিই সেই সকলকে আশীর্ব্বাদ করিবেন।CCh 598.1

    সুসমাচার প্রচারের আদেশের সহিত শারীরিক সুস্থতা জড়ীভূত রহিয়াছে। খ্রীষ্ট যখন স্বীয় শিষ্যগণকে প্রথম মিশনারী যাত্রায় প্রেরণ করেন, তখন তিনি তাহাদিগকে এই আদেশ দিয়াছিলেন, “তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার কর, স্সগ রাজ্য সন্নিকট হইল। পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুণ্ঠীদিগকে শুচি করিও, ভূতদিগকে ছাড়াইও; বিনামূ্ল্যে পাইয়াছ, বিনামূ্ল্যেই দান করিও।” মথি ১০: ৭, ৮।CCh 598.2

    ঐশ্বরিক আদেশের কোন সংশোধনের প্রয়োজন নাই। খ্রীষ্ট যে ভাবে সত্য প্রকাশ করিয়াছেন উহার সংশোধন বা উন্নতি বিধান করা যায় না। ত্রানকর্ত্তা শিষ্যগণকে বাস্তব শিক্ষা দান করিয়াছিলেন, লোকদিগকে সত্যে আনিয়া কি ভাবে সুখী করা যায়, তাহাই তিনি তাঁহাদিগকে শিক্ষা দান করিয়াছিলেন। পরিশ্রান্ত, ভরাক্রান্ত ও প্রপীড়িতদিগের প্রতি তিনি সহানুভূতি-সম্পন্ন ছিলেন তিনি ক্ষুধার্থদিগকে খাদ্য দান করিতেন ও পীড়িতদিগকে সুস্থ করিতেন। তিনি অবিরত সৎকার্য্য করিয়া বেড়াইতেন। সৎকার্য্য দ্বারা তিনি সুসমাচার প্রচারকার্য্য অলঙ্কৃত করিতেন, মধুর বাক্যে ও সদয় কার্য্যে সুসমাচার ব্যাখ্যা করিতেন।CCh 598.3

    মানবের পক্ষে খ্রীষ্টের কার্য্য সমাপ্ত হয় নাই। অদ্যও চলিতেছে। আর ঠিক্ এইরূপে তাঁহার রাজদূতগণেরও সুসমাচার প্রচার করা এবং হারান ও ধবংসোম্মুখ প্রাণিগণের প্রতি তাঁহার যে সদয় প্রেম রহিয়াছে, তাহা ব্যক্ত করা আবশ্যক। যাহাদের সাহায্যের প্রয়োজন তাহাদিগকে নিঃস্বার্থভাবে সাহায্য করিয়া সুসমাচারের সত্যর বাস্তবরুপ প্রদর্শন করা তাহাদের পক্ষে নিতান্ত প্রয়োজন। যেহেতু কেবল উপদেশ ভিন্ন আরও অনেক কিছু এই কার্য্যের অন্তর্ভুক্ত। যাহারা তাঁহার নাম লইয়া বহিগত হয়, ঈশ্বর তাহাদিগকে সমুদয় জগতে সুসমাচার প্রচার কার্য্যের ভার দিয়াছেন। তাহদের খ্রীষ্টের সহকার্য্যকারী হইয়া ধবংসোম্মুখ লোকদের নিকটে তাঁহার কোমল ও সদয় প্রেম ব্যক্ত করিতে হইবে। বর্ত্তমান সত্য যাহারা জানে, তাহাদের নিকটে সুসমাচার প্রচার করিবার জন্য নহে, কিন্তু যাহারা অনুগ্রহের অন্তিমবার্ত্তা কখনও শুনে নাই তাহাদের মধ্যে কার্য্য করিবার জন্য ঈশ্বর সহস্র সহস্র নরনারীকে আহবান করিতেছেন। আত্মালাভের জন্য অন্তঃকরণে প্রবল আকাঙক্ষা লইয়া কার্য্য করিতে থাকুন। মেডিকেল মিশনারীর কার্য্য করুন। তাহাতে লোকদের হৃদয়ে প্রবেশাধিকার প্রাপ্ত হইবেন। আর অধিকতর সুনিশ্চিতরূপে সত্য প্রচারের পথ প্রস্তত হইবে। 1CH 497-499;CCh 599.1