Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    এমন একটী কার্য্য যাহাতে সকলেরই সহমিলিত হওয়া আবশ্যক

    সুসমাচার পরিচর্য্যাকারিগণের চিকিৎসা কার্য্যে সহমিলিত হওয়া আবশ্যক, কারণ সত্যর বিরুদ্ধে জগতে যে বিদ্বেষ দেখিতে পাওয়া যায়, তাহা ভাঙ্গিবার পক্ষে ইহা একটী প্রধান উপায়, উহা আমাকে বার বার দেখান হইয়াছে।CCh 602.1

    সুসমাচার প্রচারক যদি রোগ চিকিৎসা জানেন, তবে তিনি তাঁহার কার্য্যে দ্বিগুণ ফল লাভ করিতে পারেন।CCh 602.2

    লোকেরা যে স্থানে আছে, সেই স্থানে যে পরিস্থিতিতে আছে, ঠিক্ সেই পরিস্থিতিতে, যে পদমর্য্যাদা লইয়া আছে, ঠিক্ সেই পদমর্য্যাদায় তাহাদিগকে গ্রহণ করা এবং প্রত্যেক সম্ভব্য উপায়ে তাহাদের সাহায্য করাই প্রকৃ্ত সুসমাচার প্রচার কার্য্য।CCh 602.3

    পুরোহিতগণের বা সুসমাচার প্রচারকগণের পীড়িতের গৃহে যাইয়া হয়তো বলিতে হইতে পারে যে, “আমি আপনাকে সাহায্য করিতে প্রস্তত, এবং আমি আপনার যথাসাধ্য সাহায্য করিব। আমি চিকিৎসক নহি, কিন্তু আমি এক জন পুরোহিত, আমি পীড়িত ও ক্লেশাপন্নদিগের পরিচর্য্যা করিতে পছন্দ করি।” যাহারা দেহে পীড়িত তাহারা প্রায়শঃ সর্ব্বদা আত্মায়ও পীড়ত, এবং আত্মা পীড়িত হইলে দেহও পীড়িত হইয়া পড়ে।CCh 602.4

    পৌরহিত্যের এবং চিকিৎসা কার্য্যের মধ্যে কোন পার্থক্য নাই। চিকিৎসকের কর্ত্তব্য পুরোহিতের সহিত সমভাবে পরিশ্রম করা, এবং আত্মার পরিত্রাণের ও দেহের পুনঃপ্রতিষ্ঠার নিমিত্ত ব্যগ্রতা সহকারে সম্পুর্ণ- রূপে কার্য্য করা। দেহ ও মন এই উভয়ের চিকিৎসক হইবার জন্য যুবকদিগকে শিক্ষা দিবার উপকারিতা যাহারা বুঝিতে পারে না, তাহারা বলিয়া থাকে যে, পীড়িতের চিকিৎসার জন্য যাঁহারা সময় ব্যয় করেন, সেই মেডিকেল-মিশনারিগণের ভরণ পোষণের জন্য দশমাংশ ব্যবহার করা কর্ত্তব্য নহে। এইরূপ প্রসঙ্গের উত্তরে আমাকে বলিতে বলা হইয়াছে যে, মন এত সঙ্কীর্ণ হওয়া উচিত নহে যে, উহা এইরূপ সত্য গ্রহণ করিতে পারে না। সুসমাচার প্রচারক মেডিকেল-মিশনারী হইলে শারীরিক পীড়া সুস্থ করিতে পারেন এবং যিনি চিকিৎসা কার্য্য জানেন না, তাহা অপেক্ষা অধিকতর দক্ষ কার্য্যকারী হইতে পারেন। সুসমাচার প্রচারক হিসাবে তাঁহার কার্য্য অধিকতর সম্পুর্ণ।CCh 602.5

    সদাপ্রভু বলিয়াছিলেন যে, যে সকল মহানগরীতে অন্যেরা প্রবেশ করিতে পারে না, সেই সকল স্থানে শিক্ষিত চিকিৎসকগণ প্রবেশাধিকার পাইবে। স্বাস্হ্য সংস্কারবার্ত্তা শিক্ষা দান করুন। তাহা হইলে ইহা লোকদের মনে প্রভাব বিস্তার করিবে।CCh 603.1

    সুবিজ্ঞ চিকিৎসকগণ বাইবেলের মূলনীতিগুলি শিক্ষা দিলে, অনেকের মনে উহা বিশেষ কার্য্যকরী হইবে। যিনি চিকিৎসা- কার্য্য ও সুসমাচার প্রচার কার্য্য এক সঙ্গে চালাইতে পারেন, তিনি একজন দক্ষ শক্তিশালী কার্য্যকারী। তাঁহার কার্য্য লোকদের সুবিচারে প্রশংসনীয় বলিয়া গণ্য হয়।CCh 603.2

    আমাদের চিকিৎসকগণের এইরূপেই কার্য্য করা কত্তব্য। যখন তাঁহারা সুসমাচার প্রচারের কার্য্য করেন, তখন তাঁহারা প্রভূ্রই কার্য্য করেন এবং প্রভু যীশুর দ্বারা আত্মা সকল কি প্রকারে সুস্থ হইতে পারে, তাহাই শিক্ষা দিয়া থাকেন। পীড়িতের জন্য কি প্রকারে বিশ্বাস সহকারে প্রার্থনা করিতে হয় এবং কি প্রকারে উপযুক্ত চিকিৎসা দিতে হয়, তাহা প্রত্যেক চিকিৎসকের জানা কর্ত্তব্য। আর সেই সঙ্গে সঙ্গে ঈশ্ব্রের পরিচারকের ন্যায় পরিশ্রম করা, এবং অনুতাপের ও মনপরিবর্ত্তনের এবং দেহ ও আত্মার পরিত্রাণের বিষয়সশিক্ষা দান করা বিহিত। এইরূপ মিলিত পরিশ্রম তাঁহার অভিজ্ঞতার সম্প্রসারিত ও প্রভাব প্রভূত পরিমাণে বর্দ্ধিত করিয়া দিবে। 8MM 237-247;CCh 603.3