Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৬১ অধ্যায়

    আগামী সঙ্কট

    ঈশ্বরের ব্যবস্থার প্রতি যত অদিকতর অবজ্ঞা প্রদর্শিত হইতেছে, ইহা পালনকারিগণের ও জগতের মধ্যে তত অধিকতর প্রভেদ পরিদৃষ্ট হইতেছে। ঐশ্বরিক নিদেশমালার প্রতি এক শ্রেণীর লোকের প্রেম যত বৃদ্ধি পাইতেছে, অন্য শ্রেণীর লোকের অবজ্ঞা তত বর্দ্ধিত হইতেছে।CCh 645.1

    অতিদ্রুত সঙ্কট আসিতেছে। দ্রুত-বর্দ্ধিত অঙ্করাশি দেখাইয়া দিতেছে যে, ঈশ্বরের দণ্ড দানের সময় আসন্ন-প্রায়। যদিও তিনি শাস্তি ঘৃনা করেন, তথাপি তিনি দ্রুত শাস্তি দিবেন।CCh 645.2

    ঈশ্বরের প্রতিশোধের দিন আমাদের উপরে আসিয়া পড়িয়াছে। দেশের মধ্যে কৃত সমস্ত ঘৃণার্হ কার্য্যের বিষয় যাহারা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ও কোঁকায় তাহাদের কপালে ঈশ্বরের মুদ্রা বা চিহ্ন স্থাপিত হইবে। যাহারা জগতের সহিত সহিত সহানুভূতি-জড়িত তাহারা মাতালদিগের সহিত ভোজনপান করিতেছে বলিয়া অধর্ম্মের কার্য্যকারিগণর প্রতি প্রভুর চক্ষু আছে ; তাহাদের বিনতির প্রতি তাঁহার কর্ণ আছে; কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল।” ১ পিতর ৩ : ১২।CCh 645.3

    জীবন্ত ঈশ্বরের মুদ্রায় মুদ্রাঙ্কিত হইতে পারিব কিনা, কিংবা সংহারক অস্ত্রশস্ত্রের দ্বারা বিনষ্ট হইব, তাহা আমাদের কার্য্যধারা দ্বারা স্থিরীকৃত হইবে। ঈশ্বরের রোষ-মদিরার কয়েক ফোঁটা ইতঃপূর্ব্বেই পৃথিবীতে পতিত হইয়াছে ; কিন্তু যখন সেই সপ্ত অন্তিম আঘাত, যাহা তাঁহার কোপের পানপাত্রে অমিশ্রিতরূপে প্রস্তুত হইয়াছে, পতিত হইতে থাকিবে, তখন অনুতাপের ও আশ্রয় গ্রহণের আর সময় থাকিবে না । কোন প্রায়শ্চিত্তকারী-রক্ত তখন আর পাপ-কলঙ্ক ধৌত করিবে না।CCh 645.4

    বিশ্রামবার পালন করে বলিয়া যাহারা স্বীকার করে, তাহারা সকলেই যে মুদ্রাঙ্কিত হইবে, এমন নয়। যাহারা অন্যকে সত্য সম্বন্ধে শিক্ষা দান করে, এমন কি তাহাদের মধ্যেও অনেকে আপন আপন ললাটে ঈশ্বরের মুদ্রা প্রাপ্ত হইবে না। তাহারা সত্যের জ্যোতি প্রাপ্ত হইয়াছিল, তাহারা তাহাদের প্রভুর ইচ্ছা জ্ঞাত ছিল, তাহারা আমাদের বিশ্বাসের প্রত্যেকটী বিষয় ভালরূপে বুঝিত, কিন্তু তদনুযায়ী কার্য্য করিত না। যাহারা এত সূক্ষ্মরূপে ভাববাণী জানে ও ঐশ্বরিক জ্ঞানের বিষয় সুপরিচিত, তাহাদের উচিত ছিল বিশ্বাসানুযায়ী জীবন যাপন করা। সুশৃঙ্খলিত পরিবার দ্বারা তাহারা যেন পৃথিবীতে মানবান্তঃকরণে সত্যের প্রভাব বিস্তার করিতে পারে, তজ্জন্য তাহাদের উচিত ছিল, পরিবারস্থ সকলকে তাহাদের পশ্চাদানুসরণ করিতে আদেশ করা।CCh 645.5

    তাহাদের ভক্তি ও ঈশ্বর প্ররায়ণতার অভাবের দ্বারা এবং উন্নত ধর্ম্ম-আদের্শে উপনীত হইবার ক্রটী দ্বারা, তাহারা অন্যকে তাহাদের অবস্থায় পরিতৃপ্ত রাখে। যাহাদের বিচারশক্তি সীমাবদ্ধ তাহারা দেখিতে পায় না যে, এই যে লোকেরা এত বার তাহাদের নিকটে ঈশ্বরের বাক্যের নিগূঢ়তত্ত্ব ব্যক্ত করিয়াছে, তাহাদের দৃষ্টান্তের অনুসরণ করিলে এককালে তাহারাই তাহাদের আত্মা বিপন্ন করিবে, ইহাতে কোনই সন্দেহ নাই। যীশুই একমাত্র খাঁটি দৃষ্টান্ত। কেহ যদি জানিতে চাহে যে, সদাপ্রভু তাহার নিকট কি চাহেন, তাহা হইলে শিশুর ন্যায় বিনীত ও শিক্ষাগ্রাহী হৃদয় লইয়া এবং ঈশ্বরের সম্মুখে নতজানু হইয়া প্রত্যেকেরই এক্ষণে নিজে নিজে বাইবেল অনুসন্ধান করা আবশ্যক। ঈশ্বরের অনুগ্রহে কোন পুরোহিত যত উচ্চেই উঠুক না কেন, তিনি যদি ঈশ্বর-দত্ত জ্যোতির অনুসরণ করিতে অবহেলা করেন, তিনি যদি ক্ষুদ্র শিশুর ন্যায় শিক্ষা গ্রহণ করিতে অস্বীকার করেন, তাহা হইলে তিনি অন্ধকারে ও শয়তানের প্রতারণার মধ্যে পতিত হইবেন এবং অন্যকে ঐ একই পথে পরিচালিত করিবেন।CCh 646.1

    আমাদের চরিত্রে একটী মাত্র কলঙ্ক বা দাগ থাকিলে আমাদের মধ্যে কেহই ঈশ্বরের মুদ্রায় মুদ্রাঙ্কিত হইবে না। আমাদের চরিত্রের দোষ সমূহ সংশোধন করা ও দেহ-মন্দিরকে প্রতোকটী অপবিত্রতা হইতে পরিস্কার করা আমাদেরই কার্য্য। তাহা হইলে পঞ্চশত্তমীর দিনে শিষ্যগণের উপরে যেমন অগ্রিম বর্ষা পতিত হইয়াছিল, আমাদের উপরে তেমনি অন্তিম বর্ষা পতিত হইবে।CCh 646.2

    কাহারও বলার প্রয়োজন নাই যে, তাহার কোন আশা নাই, সে খ্রীষ্টীয় জীবন যাপন করিতে পারে না। খ্রীষ্টের মৃত্যু দ্বারা প্রত্যেক ব্যক্তির জন্য প্রচর সুবন্দোবস্ত করিয়া রাখা হইয়াছে। প্রয়োজনকালে যীশু আমাদের চিরবিদ্যমান সহাক। বিশ্বাস সহকারে কেবল তাঁহার কাছে প্রার্থনা করুন, তিনি আপনার বিনতি শুনিবার ও উত্তর দিবার জন্য প্রতিশ্রুত।CCh 647.1

    অহো ! জীবন্ত ও কার্য্য সাধক বিশ্বাস ! আমাদের ইহাতে প্রয়োজন আছে ; আমাদের ইহা পাইতেই বইবে, নতুবা পরীক্ষা-কালে আমরা অবসন্ন ও অকৃতকার্য্য হইয়া পড়িব। তখন আমাদের পথে যে অন্ধকার অবস্থিতি করিবে, তদ্দ্বরা আমরা কোনমতেই যেন হতাশ ও নিরাশ না হই। ঈশ্বর যখন বহুমূল্য আশীর্ব্বাদ সমূহ দান করিতে আইসেন, তখন তিনি এই যবনিকা দ্বারা তাঁহার গৌরব আচ্ছাদিত করিয়া রাখেন ; আমাদের অতীত অভিজ্ঞতা দ্বারা আমাদের ইহা জানিয়া রাখা আবশ্যক। স্বীয় লোকদের সহিত ঈশ্বর যখন বিবাদ বাঁধিবে, তখন এই অভিজ্ঞতাই সান্ত্বনার ও আশার উৎস হইবে।CCh 647.2

    আমাদের ও আমাদের সন্তানগণের এখনই জগৎ হইতে নিষ্কলঙ্ক ও নির্দ্দোষ থাকিতে হইবে। মেষশাবকের রক্তে এখনই আমাদের চরিত্ররূপ পরিচ্ছদ ধৌত ও শুক্লীকৃত করিতে হইবে। অহঙ্কার, কামাদিরিপু ও আধ্যাত্মিক অলসতার উপরে এখনই আমাদের জয়লাভ করিতে হইবে। এখনই আমাদের জাগ্রত হইয়া চরিত্রের সাম্যতার জন্য দৃঢ়ভাবে চেষ্টা করিতে হইবে। “অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবন কর, তবে আপন হৃদয় কঠিন করিও না।” ইব্রীয় ৩ : ৭, ৮, ১৫।CCh 647.3

    এখনই প্রস্তুত হইবার সময়। অপবিত্র নর-নারীর ললাটে কস্মিনকালেও ঈশ্বরের মুদ্রা স্থাপিত হইবে না। উচচাভিলাষী ও জগৎকে প্রেমকারী লোকদের ললাটেও উহা কখনও স্থান পাইবে না । মিথ্যাবাদী ও প্রতারক নরনারীর ললাটে কদাপি উহা স্থাপিত হইবে না । যাঁহারা মুদ্রাঙ্কিত হইবে, তাহাদের সকলের ঈশ্বরের দৃষ্টিতে নির্দ্দোষ স্বর্গের পদপ্রার্থী হইতে হইবে । হে আমার ভ্রাতা ও ভগ্নিগণ, অগ্রসর হউন । এই বিশিয় লইয়া এই সময়ে আমি কেবল সংক্ষেপেই কিছু লিখিতে পারি ; আমি কেবল প্রস্তুত হওনের আবশ্যকতার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করিতে পারি । বর্ত্তমান সময়ের ভয়াবহ গুরুত্ব সম্বন্ধে যেন হৃদয়ঙ্গম করিতে পারেন, তজজন্য নিজে নিজে শাস্ত্র অনুসন্ধান করুন । 15T 209, 212-216;CCh 647.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents