Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৬২ অধ্যায়

    চালনীতে চালিবার সময়

    প্রেরিত পৌল ভ্রাতৃগণকে এই বলিয়া সতর্ক করিতেছেন— “শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাঁহার শক্তির পরাক্রমে বলবান হও । ঈশ্বরের সমগ্র যুদ্ধ-সজজা পরিধান কর, যেন দিয়াবলের নানাবিধ চাকুরীর সম্মুখে দাঁড়াইতে পার । …………যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পার ।” আহা! আমাদের সম্মুখে কি ভীষণ দিন সমাসীন !যাহারা ঈশ্বরের সন্তান বলিয়া দাবী করে, তাহাদের মধ্যে কি সূক্ষ্ম পরীক্ষা কার্য্যই না চলিতে থাকিবে । ধার্ম্মিকগণের মধ্যে অধার্ম্মিকদিগকে দেখিতে পাওয়া যাইবে । মহাজ্যোতি প্রাপ্ত হইয়াও যাহারা সেই জ্যোতিতে চলে নাই, তাহারা অবজ্ঞাত জ্যোতির অনুরূপ মহা অন্ধকারে পতিত থাকিবে । পৌলের বাক্যে যে শিক্ষা রহিয়াছে, আমাদের তাহাতে মনোনিবেশ করা কর্ত্তব্য । “বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অনালোকদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি ।” কাহাকেও যেন ধর্ম্ম ভ্রষ্টতার দলে আনিতে পারে, সেই প্রচেষ্টায় শয়তান-শত্রু কার্য্যে তৎপর ; কিন্তু প্রভু শীঘ্র আসিতেছেন, ইহার পূর্ব্বেই প্রত্যেকটী ব্যাপার চিরকালের জন্য স্থির হইয়া যাইবে । অনুগ্রহপূর্ব্বক যে জ্যোতি প্রদত্ত হইয়াছে, যাহারা সেই জ্যোতিতে চলিবে, তাহারা সদাপ্রভুর দলভূক্ত বলিয়া গণ্য হইবে ।CCh 653.1

    কিন্তু মণ্ডলীকে বিশুদ্ধ করিবার দিনগুলি শীঘ্রই ঘনাইয়া আসিতেছে । ঈশ্বরের একদল বিশুদ্ধ ও খাঁটি প্রজা থাকিবে । শীঘ্রই যে মহা চালন কার্য্য চলিবে, তাহাতে ইস্রায়েলের শক্তি নির্ণীত হইবে । লক্ষণাদি জানাইয়া দিতেছে যে, সময় সন্নিকট, আর এই সময়ে প্রভু প্রকাশ করিবেন যে, তাঁহার কুলা তাঁহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কৃত করিবেন । 1TM 163;CCh 653.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents