Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    যাহারা মুক্তিকামী তাহাদের জন্য জয়

    আমি ঈশ্বরের প্রজাবৃন্দকে মহাপরাক্রমে বিকম্পিত হইতে দেখিলাম । তাহাদের মধ্যে কেহ কেহ দৃঢ় বিশ্বাস সহকারে তীব্র রোদন করিতে করিতে ঈশ্বরের নিকট কাকুতি-মিনতি করিতেছে ।CCh 654.1

    আমি দেখিলাম কেহ কেহ আকুল প্রাণে কাকুতি-মিনতিতে যোগ দিল না । তাহাদিগকে দেখিয়া উদাসীন ও অমনোযোগী বলিয়া মনে হইল । তাহারা তাহাদের চতুষ্পার্শ্বস্থ অন্ধকার প্রতিরোধ না করায়, উহা তাহাদিগকে ঘন মেঘের ন্যায় পরিবৃত করিল । আমি দেখিলাম ঈশ্বরের দূতগণ এইরূপ লোকদিগকে পরিত্যাগ করিয়া যাঁহারা শয়তানের দূতগণের প্রতিরোধার্থে যথাসাধ্য চেষ্টা করিতেছেন, এবং একান্ত মনে ঈশ্বরকে ডাকিয়া আত্ম-রক্ষার্থে প্রয়াস পাইতেছেন, তাঁহাদের সাহায্যের জন্য তাঁহাদের নিকট ছুটিয়া যাইতেছেন । কিন্তু যাহারা শয়তানের হস্ত হইতে নিষ্কৃতি লাভের জন্য নিজেরা সাধ্যমত চেষ্টা করিতে পারাঙমুখ হইল, স্বর্গ দূতেরা সেই লোকদিগকে পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, এবং আমি তাহাদিগকে আর দেখিতে পাইলাম না । প্রার্থনাকারীগণ ব্যাকুল প্রাণে ক্রন্দন করিতে থাকিলে, কখন কখন যীশুর নিকট হইতে এক জ্যোতিরেখা আসিয়া তাহাদের হৃদয় উৎসাহিত ও তাহাদের মুখমণ্ডল উদ্দীপিত করিত ।CCh 654.2

    পরে আমি চালন-ব্যাপারের ভাবার্থ জিজ্ঞাসা করায় অবগত হইলাম যে, লায়দিকেয়াদিগের নিকট বিশ্বস্ত সাক্ষীর স্পষ্ট সাক্ষ্য দেওয়াতেই এইরূপ ঘটনা ঘটিয়াছে । এইরূপ স্পষ্ট সাক্ষ্য গ্রহীতার অন্তরে ফলবতী হইবে এবং ইহা তাহাকে ধর্ম্ম-আদর্শ তুলিয়া ধরিতে ও সরল সত্য প্রকাশ করিতে পরিচালিত করিবে । কিন্তু কেহ কেহ এরূপ স্পষ্ট সাক্ষ্য একেবারেই সহ্য করিবে না । কাজেই তাহারা তাহার বিরুদ্ধে উঠিবে, ফলে ঈশ্বরের লোকদের মধ্যে এক কম্পন ক্রিয়া সম্পাদিত হইবে ।CCh 654.3

    আমি দেখিলাম যে, লোকে বিশ্বস্ত সাক্ষীর সাক্ষ্য অর্দ্ধমাত্রাও গ্রাহ্য করে নাই । যে পবিত্র ও যথার্থ সাক্ষ্যের উপরে মণ্ডলীর পরিণাম নির্ভর করে, তাহা তাচ্ছল্যের সহিত অবজ্ঞাত হইয়াছে, এমন কি একেবারেই অগ্রাহ্য করা হইয়াছে । সুতরাং এই সাক্ষ্য অবশ্যই অন্তরে গভীর অনুতাপ উপস্থিত করিবে এবং যাহারা প্রকৃত ভাবে এই সাক্ষ্য গ্রহণ করিবে, তাহারা উহা পালন করিবে ও পবিত্রীকৃত হইবে ।CCh 654.4

    দূত আমাকে কহিলেন, “ঐ শুন” । পরক্ষণেই নানা প্রকার বিভিন্ন বাদ্যযন্ত্রের ঐক্যতান বিশিষ্ট সুমধুর ধ্বনি আমার কর্ণকুহরে প্রবেশ করিল । তেমন সুমধুর ধ্বনি আমি আর কখনও শ্রবণ করি নাই । সে তান সে ধ্বনি করুণামাখা, সহানুভূতি ও উল্লাসপূর্ণ পবিত্র আনন্দ বলিয়াই আমার প্রতীয়মান হইল । তখন আমি সত্যই আনন্দে বিভোর হইয়া উঠিলাম । দূত কহিলেন, “চাহিয়া দেখ” তাহাতে মহাপরাক্রমে বিকম্পিত যে দলকে আমি পূর্ব্বে দেখিয়াছিলাম, সেই দলের প্রতি পুনরায় আমার মনোযোগ আকৃষ্ট হইল । যাহাদিগকে আমি পূর্ব্বে আত্মিক যাতনার সহিত সকরুণ প্রার্থনা করিতে দেখিয়াছিলাম, তাহারাই এক্ষণে পুনরায় আমার দৃষ্টিপথে পতিত হইল । আমি দেখিলাম তাহাদের আপাদ-মস্তক বর্স্মাবৃত ও তাহাদের চতুর্দ্দিকে রক্ষাকারীদূতের সংখ্যা পুর্ব্বাপেক্ষা দ্বিগুণ । সৈন্য শ্রেনীর ন্যায় তাহারা শৃঙ্খলার সহিত অগ্রসর হইতেছিল । তাহাদের কি মর্ম্মভেদী যাতনার মধ্য দিয়া যাইতে হইয়াছিল ও যে কী কঠোর প্রতিদ্বন্দ্বিতা সহ্য করিতে হইয়া ছিল, তাহা তাহাদের মুখমণ্ডল দেখিয়াই বেশ উপলব্ধি হইতেছিল । তথাপি তাহদের মানসিক উদ্বেগ সূচিত মুখমণ্ডল এক্ষণে স্বর্গীয় জ্যোতিতে জ্যোতির্ম্ময় হইয়া উঠিল । তাহারা জয়লাভ করিতে পারিয়াছিল বলিয়া তাহাদের হৃদয় এক্ষণে মহা কৃতজ্ঞতায়, পবিত্র ও পূত আনন্দে পরিপূর্ণ হইল ।CCh 655.1

    এই দলের লোকসংখ্যা হ্রাস পাইয়াছিল, কেননা কম্পন হেতু অনেকে পথেই দল হইতে স্থলিত হইয়াছিল । (প্রকাশিত ৩:১৫-১৭ দ্রষ্টব্য) যাহারা অবহেলা ও অমনোযোগিতা বশতঃ পরিত্রাণার্থী ও জয় লাভেচ্ছুদিগের সহিত অবিরত প্রার্থনা ও কাকুতি-মিনতিতে যোগদান করে নাই, তাহারা বিজয়ীর পুরস্কার হইতে বঞ্চিত হইয়া অন্ধকারে পরি- ত্যক্ত হইল এবং শীঘ্রই অপর লোকে সত্য গ্রহণ করিয়া তাহাদের স্থান পূরণ করিল । শয়তানের দূতগণ এই নূতন দলের প্রতিরোধ করিতে চেষ্টা পাইল বটে, কিন্তু কৃতকার্য্য হইতে পারিল না । (ইফিষীয় ৬:১২-১৮) ।CCh 655.2

    তৎপরে সেই বর্স্মাবৃত লোকদিগকে আমি মহাশক্তিতে সত্য ঘোষণা করিতে শুনিলাম ; সঙ্গে সঙ্গে তাহাদের কার্য্যের ফলও দেখিলাম । যাহারা নানা প্রকার বাধাবিঘ্নের মধ্যে ছিল, আমি তাহাদিগকে দেখিতে পাইলাম ; দেখিলাম কোন কোন স্ত্রী তাহাদের স্বামীর জন্য, ও কোন কোন সন্তানসন্ততি তাহাদের মাতাপিতার জন্য সত্য গ্রহণ করিতে পারিতেছিল না । যে সকল সৎলোক পূর্ব্বে সত্য শ্রবণ করিতে ও গ্রহণ করিতে নিবারিত হইয়াছিল, এক্ষণে তাহারা আগ্রহ সহকারে সত্য গ্রহণ করিতে লাগিল । আত্মীয় স্বজনের ভয়ে আর তাহারা ভীত হইল না, সে সকল ভয় তাহাদের মন হইতে চলিয়া গেল । তাহাদের নিকট একমাত্র সত্যই তখন গৌরবের বিষয় বলিয়া বোধ হইল । এইরূপে সত্য পিপাসা তাহাদের নিকট এতই বলবর্তী হইয়া উঠিল যে, আপন আপন জীবন অপেক্ষা সত্য বহুমূল্য জ্ঞান করিতে লাগিল । আমি এই মহাপরিবর্ত্তনের কারণ জিজ্ঞাসা করায় দূত কহিলেন, ইহা ঈশ্বর প্রদত্ত তাপশান্তি, ইহা তৃতীয় দূতের উচ্চরব ।”CCh 656.1

    ঈশ্বরের এই মনোনীত লোকদের সঙ্গে এক মহাশক্তি সংযুক্ত ছিল । দূত কহিলেন, “দৃষ্টিপাত কর ।” তাহাতে দৃষ্ট ও অবিশ্বাসীদিগের আমার মনোযোগ আকৃষ্ট হইল । দেখিলাম দুস্তেরা ব্যতিব্যস্ত হইয়া পড়িয়াছে । ঈশ্বরের লোকদের ক্ষমতা ও উৎসাহ দেখিতে পাইয়া তাহারা উত্তেজিত ও ক্রুদ্ধ হইয়া উঠিয়াছে । ফলে চারিদিকে মহা গণ্ডগোল উপস্থিত হইয়াছে । ঈশ্বরের আলোক ও ক্ষমতাপ্রাপ্ত সেই দলের বিরুদ্ধে অপর লোকেরা নানারূপ চক্রান্ত করিতেছে । গাঢ় অন্ধকারে পরিবৃত হইলেও তাহারা ঈশ্বরে নির্ভর করিয়া তাঁহারই অনুমোদিত পথে অবিচলিত চিত্তে দাঁড়াইয়া রহিল । আমি তাহাদিগকে কিংকর্ত্তব্যবিমূর দেখিলাম । পরে আমি তাহাদিগকে ঈশ্বরের নিকটে সনির্ব্বন্ধ প্রার্থনা করিতে শ্রবণ করিলাম ; তাহারা দিবানিশি অবিশ্রান্তরূপে ক্রন্দন করিতেছিল । (লূক ১৮:৭,৮ ; প্রকা ১৪:১৪,১৫) ।CCh 656.2

    আমি তাহাদিগকে এই কথা বলিতে শুনিলাম,— “হে ঈশ্বর, আপনার ইচ্ছাই সাধিত হউক ! আপনার লোকেরা রক্ষা পাইলে যদি আপনার গৌরব হয়, তাহা হইলে তাহাদিগকে রক্ষা করিবের জন্য পথ খুলিয়া দিউন ! আমাদের চতুষ্পার্শ্বস্থ পরজাতিগণের হস্ত হইতে আমাদিগকে মুক্ত করুন । তাহারা আমাদিগকে হত্যা করিতে দৃঢ়-সঙ্কল্প হইয়াছে ; কিন্তু একমাত্র আপনিই আমাদিগকে উদ্ধার করিতে পারেন ।” এই কয়েকটী কথাই আমার স্মরণে আসিতেছে । তাহাদিগকে দেখিয়া আমার মনে হইল যে, তাহারা সকলেই নিজেদিগকে অনুপযুক্ত বলিয়া ধারণা করতঃ ঈশ্বরের ইচ্ছার উপর সম্পূর্ণ বশ্যতা স্বীকার করিতেছে । তথাপি যাকোবের ন্যায় মুক্তি পাইবার আশায় প্রত্যেকেই একান্ত আকুলতার সহিত প্রার্থনায় মল্লযুদ্ধ করিতেছিল ।CCh 657.1

    তাহারা এইরূপে এইরূপে ব্যগ্র আর্ত্তনাদ আরম্ভ করিলে, দূতেরা সহানুভূতি প্রকাশ করতঃ তাহাদিগকে মুক্ত করিবার জন্য তথায় যাইতে ইচ্ছা প্রকাশ করিলেন । কিন্তু তাঁহাদের অধিনায়ক এক দীর্ঘকায় দূত তাঁহাদিগকে বাঁধা দিয়া কহিলেন, “ঈশ্বরের ইচ্ছা এখনও পূর্ণ হয় নাই । তাঁহাদিগকে সেই পানপাত্র হইতে পান করিতে হইবে । তাহাদিগকে ক্লেশে পরীক্ষা-সিদ্ধ হইতে হইবে ।”CCh 657.2

    শীঘ্রই আমি ঈশ্বরের রব শুনিতে পাইলাম, তাহাতে আকাশমণ্ডল ও পৃথিবী কম্পিত হইল । (যোয়েল ৩:১৬ ; ইব্রীয় ১২:২৬ ; প্রকাশিত ১৬:১৭ পদ দ্রষ্টব্য) সেই সময়ে এক মহা ভুমিকম্প হইল, তাহাতে চারিদিকের প্রাসাদ সমূহ কাঁপিতে কাঁপিতে ভূমিস্যাৎ হইল । পরে আমি জয়োল্লাসের সুস্পষ্ট এক মধুর উচ্চধ্বনি শ্রবণ করিলাম । অত্যল্পকাল পুর্ব্বে যাহারা অধীনতাপাশে আবদ্ধ থাকিয়া দুঃখ কষ্টে নিপীড়িত হলিতেছিল, সেই দলকে এক্ষণে আমি বন্ধনমুক্ত অবস্থায় দেখিতে পাইলাম । এক উজজ্বল আলোক তাহাদের উপর শোভা পাইতেছিল । আহা ! তখন তাহাদিগকে দেখিতে কতই না সুন্দর দেখাইতেছিল ! ভাবনা ও ক্লান্তির ছায়া দূরীভূত হইয়া তাহাদের প্রত্যেকের মুখমণ্ডলে তখন স্বাস্থ্য ও সৌন্দর্য্য ফুটিয়া উঠিতেছিল । আর তাহাদের শত্রুগণ— তাহাদের চতুস্পার্শ্বস্থ অধার্ম্মিকগণ মৃত লোকদিগের ন্যায় ভূ-পতিত হইল, কেননা মুক্তি-প্রাপ্ত সাধুদিগের উপরে যে আলোক শোভা পাইতেছিল, সে আলোকের উজজ্বলতা তাহারা সহ্য করিতে পারিলCCh 657.3

    না ।CCh 658.1

    প্রভু যীশুকে যে পর্য্যন্ত না আকাশীয় মেঘরথে দেখা গেল এবং বিশ্বস্ত ও পরীক্ষাসিদ্ধ দলটী যে পর্য্যন্ত না মুহূর্ত্তের মধ্যে ও চক্ষুর পলকে রূপান্তরিত হইয়া উজজ্বল হইতে উজজ্বলতর হইল, তাবৎ এই আলোক ও ইহার গৌরবচ্ছটা তাহাদের উপরে অবস্থিতি করিল । তখন কবর সকল খুলিয়া গেল, এবং সাধুগণ অমরত্ব পরিহিত হইয়া “মৃত্যু ও সমাধির উপরে জয়লাভ হইল” বলিয়া জয়ধ্বনি করিতে করিতে কবর হইতে বাহির হইয়া আসিল । এইরূপে তাহারা জীবিত ধার্ম্মিকগণের সহিত একযোগে আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিতে নীত হইল, আর তখন প্রত্যেক অমর কণ্ঠ হইতে গৌরব ও জয়োল্লাসধ্বনি শ্রুত হইতে লাগিল ।CCh 658.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents