Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বরের চাক্ষুস উপস্থিতির সম্মুখে আছেন, এরূপ ব্যবহার করিবেন

    ঈশ্বরের অসীম মহত্ত্ব সম্বন্ধে জ্ঞান জন্মিলে ও তাঁহার উপস্থিতি হৃদয়ঙ্গম করিতে পারিলে ঈশ্বরের প্রতি যথার্থ ভক্তি উদ্দীপিত হইয়া উঠে । অদৃশ্য ঈশ্বর বিষয়ক জ্ঞানের প্রভাবে প্রত্যেকটী হৃদয় গভীর ছাব অঙ্কিত হইবে । প্রার্থনার সময় ও স্থান পবিত্র, কারণ ঈশ্বর তথায় বাস করেন ; ভাবভঙ্গীতে ও আচরণে ভক্তি প্রদর্শিত হয় বলিয়া ইশর-বিষয়ক অনুভূতি প্রগাঢ় হইয়া উঠে । গীতরচক বলেন, “তাঁহার নাম পবিত্র ও ভয়াবহ ।” (গিতসংহিতা ১১১ : ৯) ।3GW 176-178;CCh 216.2

    প্রারথনা-পূর্ব্বক সভা আরম্ভ হইলে, সেই পবিত্রতমের সম্মুখে প্রত্যেক জানু পাতিত হওয়া এবং নীরব আরাধনায় প্রত্যেক হৃদয় ঈশ্বরের দিকে উত্থিত হওয়া আবশ্যক । বিশ্বস্ত আরাধনাকারিগণের প্রার্থনা শ্রুত হইবে ও বাক্যের পরিচর্য্যা ফলদায়ী হইবে । সুসমাচার প্রচারকার্য্যে আশানুরুপ সুফল দেখা যায় না, ইহার একটী মুখ্য কারণ,— ঈশ্বরের গৃহে আরাধনাকারিগণের নির্জীব ভাবভঙ্গী । সুস্পষ্ট ও সুমধুর স্বরে বহু অন্তঃকরণ হইতে যে সুললিত সঙ্গিতধ্বনি উত্থিত হয়, আত্মালাভ কার্য্যে তাহা ঈশ্বরের একটী উপায় । সভার অধিনায়কের প্রত্যক্ষ দৃষ্টির অন্তরালে আছি, ইহা মনে রাখিয়া আরাধনার সকল কিছুই ভয় ও ভক্তি ভাবে সাধন করা কর্ত্তব্য ।CCh 217.1

    ভ্রাতৃগণ, যখন ঈশ্বরের বাক্য শুনিবেন, তখন স্মরণে রাখিবেন যে, ঈশ্বর-নিয়োজিত দাসের প্রমুখ্যাৎ আপনারা ঈশ্বরের বানী শুনিতেছেন । সুতরাং সবিশেষ মনোযোগ সহকারে ইহা শুনিবেন একটুও ঘুমাইবেন না, কারণ এই নিদ্রার জন্য হইতো সর্ব্বাপেক্ষা অত্যাবশ্যক কথাটিই শুনিতে পাইবেন না, হয়তো ব ইহা সেই কথা, যাহা শুনিলে বিপথ গমন হইতে আপনি আপনার চরণ রক্ষা করিতে পারিতেন । সতর্কবাণী, উপদেশ, ভৎসনা যেন শ্রুত না হয়, অথবা হইলেও যেন হৃদয়ে কার্য্যকরী না হয় ও জীবনের পরিবর্ত্তন না ঘটে, তজজন্য শয়তান ও তাহার দূতগণ বোধশক্তি অসাড় করিয়া দিবার নিমিত্ত সতত ব্যস্ত । কখন কখন ক্ষুদ্র একটী শিশু শ্রোতৃবর্গের মন এরূপ ভাবে আকর্ষণ করিতে পারে যে, বহুমূল্য বীজ ভূমিতে পতিত হইতে ও তাহাতে ফল উৎপন্ন করিতে পারে না । সময় সময় যুবক যুবতীদের মধ্যে ঈশ্বরের গৃহের ও তাঁহার আরাধনার প্রতি এত অল্প শ্রদ্ধা দেখা যায় যে, উপাসনার সময়ে তাহারা পরস্পরের সহিত অবিরত কথা বলিতে থাকে । ইহারা যদি তাহারা দেখিতে পাইত যে, ঈশ্বরের দূতগণ তাহাদিগকে দেখিতেছেন ও তাহাদের ক্রিয়াকলাপ লিপিবদ্ধ করিয়া রাখিতেছেন, তাহা হইলে তাহারা লজ্জায় অভিভূত হইয়া নিজেরা নিজেদিগকে ঘৃণা করিত । ঈশ্বর মনোযোগী শ্রোতা চাহেন । লোকেরা যখন নিদ্রিত ছিল, শয়তান তখনই তাহার শ্যামাঘাস বপন করিয়াছিল ।CCh 217.2

    পাছে খ্রীষ্টের শান্তি হারাইয়া ফেলে, এই ভয়ে শান্তিবাক্য উচ্চারণের বা শেষ প্রার্থনা উৎসর্গ করণের সময়ে সকলের ত্তখনও শান্ত বা নীরব থাকা কর্ত্তব্য । তাহারা ঈশ্বরের সম্মুখে আছে, তাঁহার চক্ষু তাহাদিগকে দেখিতেছে এবং তিনি তথায় প্রত্যক্ষ বিদ্যমান আছেন, ইহা মর্ম্মে মর্ম্মে অনুভব করিয়া ঠেলাঠেলি ও চেঁচাচেঁচি না করিয়া শিষ্টভাবে মন্দির ত্যাগ করিতে হইবে । অনের যাতায়াতে প্রতিবন্ধকস্বরূপ হইয়া যাতায়াতের পথে দাঁড়াইয়া কাহারও সহিত দেখাসাক্ষাৎ বা গল্পগুজব করিবেন না । উপাসনাগৃহের পরিসীমা পবিত্রশ্রদ্ধায় ভরপূর থাকা উচিত । উপাসনা মন্দিরকে পুরাতন বন্ধুবান্ধবের সহিত সাক্ষাতের ও আলাপের এবং সাধারণ চিন্তারাশির, অথবা বৈষয়িক ব্যবসা-বাণ্যিজ্য সংক্রান্ত আলাপ আলোচনার ও কাজকারবারের স্থান করিয়া তোলা কর্ত্তব্য নহে । বস্তুতঃ এই সকল করিতে হইবে, উপাসনা মন্দিরের বাহিরে । কোন কোন স্থানে অসতর্ক অট্টহাস্যে ও এলোমেলো পাদবিক্ষেপে ঈশ্বর ও দূতগণ অবমানিত হইয়াছেন ।CCh 218.1