সূচীপত্র।
প্রকাশকের বিজ্ঞাপন
এই ক্ষুদ্র পুস্তকখানির প্রশংসা করিবার প্রয়োজন নাই । ইহাতে যে সকল বিষয় আলোচনা করা হইয়াছে , তাহা মনোযোগ- পূব্বক পাঠ করিলে দেখিতে পাওয়া যাইবে যে,গ্রন্থকারের অন্তরে যীশু খ্রীষ্টের রাজত্ব আছে ,তাই তাহার লেখনী হইতে স্বর্গীয় সুধা বর্ষিত হইয়াছে । পুস্তকখানি আদ্যোপান্ত আধ্যাত্মিকতায় ও সদুপদেশে পরিপূর্ণ; এই কারনে ইহা সর্ব্বসাধারনের আদরের সামগ্রী বলিয়া গণ্য হইয়া থাকে । একবার পড়িলে আবার পড়িতে ইচ্ছা হয় , ফলত: ইহা ত্রাণার্থীর পরিত্রাণের পথ-প্রদর্শক বলিয়া পঠিত হইয়া থাকে ।SC 3.1
পুস্তকটী পাঠ করিলে ভগ্নোৎসাহ ব্যক্তির অন্তরে উৎসাহ জন্মিবে । যে সকল বন্ধুবান্ধবের মনের পরিবর্ওন হয় নাই , এবং মণ্ডলীর যে সকল সভ্য সংশয়-দোলায় দুলীতেছেন , ঈদৃশ ব্যক্তি দগের হস্তে ইহা দিলে বিশেষ উপকার সাধন করিবে ।SC 3.2
প্রভু করুন , এই পুস্তকটী পাঠ করিয়া পাঠক যেন খ্রীষ্টের বিষয়ে গভীরতর জ্ঞান লাভ করেন।SC 3.3
প্রাপ্তি স্থান-
এস, ডি , এ , মিশন বুক্ ডিপো , পোঃ আঃ হিনু রাঁচি; বি,এন, রেলওয়ে ।SC 3.4