Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মহা বিবাদ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৩৫শ অধ্যায় - তৃতীয় বার্তাটির সমাপ্তি

    সময়ের সূত্র ধরে আমাকে সেই সময়ের দিকে নির্দিষ্ট করা হয় যখন তৃতীয় বার্তাটি সমাপ্ত হচ্ছিল। ঈশ্বরের ক্ষমতা তাঁর লোকদের ওপরে বিরাজ করে। তারা তাদের কার্যটি সম্পাদিত করে, ও তাদের সাক্ষাতের কঠিন মুহুর্তের জন্যে প্রস্তুত থাকে। তারা প্রভুর উপস্থিতি থেকে অন্তিম বর্ষা, বা সতেজকারক প্রাপ্ত হয়েছিল, এবং জীবন্ত সাক্ষ্য পুনর্জীবিত হয়েছিল। শেষ মহা সতর্কীকরণ সর্বত্র ঘোষিত হয়েছিল, আর তা জগতের সেই নিবাসীগণকে উত্তেজিত ও ক্রোধিত করেছিল, যারা বার্তাটি গ্রহণ করবে না।GCBen 75.1

    আমি দেখি দূতেরা স্বর্গে এদিক ওদিক ত্বরান্বিত হচ্ছেন। তাঁর পাশে এক লেখকের দোয়াত নিয়ে একজন দূত পৃথিবী থেকে ফিরে আসেন, ও যীশুর কাছে জ্ঞাপন দেন যে তাঁর কার্য সাধিত হয়, ও যে ধাৰ্মিকেরা গণিত ও মোহরপ্রাপ্ত হয়। তখন আমি দেখি যীশুকে, যিনি দশআজ্ঞা অন্তর্ভূক্ত সিন্দুকের সাক্ষাতে পরিচর্যা করছিলেন, ধূপদানি নিক্ষেপ করেন। তিনি উৰ্দ্ধমুখে তাঁর হস্তদ্বয় তোলেন, আর এক উচ্চ কণ্ঠে বলেন, ‘হইয়াছে’। আর সমস্ত দূতীয় বাহিনী তাদের আপন আপন মুকুট খুলে রাখেন যেমন যীশু ভাবগম্ভীর ঘোষণা করেন, যে অধৰ্মাচারী, সে ইহার পরেও অধৰ্মাচরণ করুক এবং যে কলুষিত, সে ইহার পরেও কলুষিত হউক, এবং যে ধাৰ্ম্মিক, সে ইহার পরেও ধৰ্মাচরণ করুক এবং যে পবিত্র সে ইহার পরেও পবিক্রীকৃত হউক।GCBen 75.2

    আমি দেখি যে ঐ সময়ে প্রতিটি বিচাৰ্য্য বিষয় (কেস) জীবনের জন্যে বা মৃত্যুর জন্যে স্থিরীকৃত হয়। তাঁর লোকদের পাপসমূহ যীশু মুছে ফেলেছিলেন। তিনি তাঁর রাজ্য গ্রহণ করেছিলেন, ও তাঁর রাজ্যের প্রজাদের জন্যে প্ৰায়শ্চিত্ত করা হয়েছিল। যখন যীশু ধর্মধামে পরিচর্যাকার্য করছিলেন, মৃত ধার্মিকদের জন্যে বিচার চলছিল, আর তারপরে জীবিত ধার্মিকদের জন্যে। রাজ্যের প্রজাগণ গঠিত হয়। মেষশাবকের বিবাহ শেষ হয়। আর রাজ্যটি, আর সমগ্র আকাশের নীচে রাজ্যের মহত্ব (ক্ষমতা), যীশুর ও পরিত্রাণের উত্তরাধিকারীদের উদ্দেশ্যে প্রদত্ত হয়, আর যীশু রাজাদের রাজা, ও প্রভুদের প্রভু রূপে রাজত্ব করবেন।GCBen 75.3

    যেমন যীশু মহাপবিত্র স্থান থেকে ওপরে আসেন, আমি শুনি তাঁর বস্ত্রের ওপরে কিঙ্কিনীসমূহের টুনটুন শব্দ, আর যেমন তিনি প্রস্থান (স্থান ত্যাগ) করেন, পৃথিবীর নিবাসীগণকে অন্ধকারের এক মেঘ আচ্ছাদিত করে। তখন অপরাধী মনুষ্য, ও অসন্তুষ্ট (রুষ্ট) ঈশ্বরের মাঝে কোনো মধ্যস্থ ছিল না। যখন যীশু ঈশ্বর ও অপরাধী মানবের মাঝে দন্ডায়মান ছিলেন, লোকদের ওপরে এক বাধা ছিল।কিন্তু যখন যীশু মনুষ্য ও পিতার মধ্যে থেকে বাইরে পদক্ষেপ নেন, বাধাটি অপসারিত হয়, আর মনুষ্যের ওপরে শয়তানের নিয়ন্ত্রণ ছিল। যখন যীশু ধর্মধামে কার্য করেন আঘাতসমূহ ঢালার পক্ষ তা অসম্ভব ছিল। কিন্তু যেমন সেখানে তাঁর কার্য শেষ হয়, যেমন তাঁর মধ্যস্থতা শেষ হয়, ঈশ্বরের রোষ স্থগিত করতে কিছুই থাকে না, ও তা সেই অপরাধি পাপীর আশ্রয়হীন মস্তকের ওপরে প্রচন্ডতার সঙ্গে প্রাদুর্ভুত হয়, যে পরিত্রাণ অবজ্ঞা করেছে, এবং ভৎসনা ঘৃণা করেছে। সেই ভয়াবহ সময়ে ধার্মিকেরা, যীশুর মধ্যস্থতার পরে, এক পবিত্ৰ ঈশ্বরের দৃষ্টিতে বাস করেছিল, এক মধ্যস্থ ছাড়াই। প্রতিটি পক্ষ (কেস) নিষ্পত্তি হয়, প্রতিটি রত্ন গণিত হয়, যীশু স্বর্গীয় ধর্মধামের বাইরের কক্ষে এক দন্ড বিলম্ব করেন, আর যে পাপগুলি স্বীকার করে নেয়া হয়েছিল যখন তিনি মহাপবিত্র স্থানে ছিলেন, তিনি ফিরে পাপের আদিকর্তার দিয়াবলের ওপরে স্থাপন করেন। এইসব পাপের শাস্তি তাকে অবশ্যই ভোগ করতে হবে।GCBen 75.4

    তখন আমি দেখি যীশু তাঁর যাজকীয় বস্ত্র খুলে রাখেন, ও আপনাকে তাঁর সবচেয়ে রাজকীয় বস্ত্রে সজ্জিত করেন তাঁর মস্তকের ওপরে অনেক মুকুট ছিল, একমুকুটের মধ্যে একটি মুকুট-আর দূতীয় বাহিনী দ্বারা বেষ্টিত হয়ে, তিনি স্বর্গ ত্যাগ করেন। আঘাতসমূহ পৃথিবী নিবাসীদের ওপরে পতিত হয়েছিল। কেউ কেউ ঈশ্বরের প্রকাশ্য নিন্দা-দোষারোপ করছিল, ও তাকে গালাগালি-শাপান্ত করছিল। অন্যান্যেরা ঈশ্বরের লোকদের দিকে বেগে ধাবিত হয়, ও তাদেরকে শেখাতে বিনতি জানায় কি করে তারা ঈশ্বরের দন্ডাজ্ঞা থেকে রেহাই পাবে। তবে তাদের জন্যে ধার্মিকগণের কিছুই ছিল না। পাপীদের জন্যে শেষ অশ্রু পাতিত হয়েছিল, শেষ যন্ত্রণাদায়ী প্রার্থনা উৎসর্গ করা হয়েছিল, শেষ বোঝা বহন করা হয়েছিল। অনুগ্রহের মধুর কণ্ঠ আর তাদেরকে নিমন্ত্রণ জানাবে না। সতর্কীকরণের শেষ নির্দেশ দেয়া হয়ে গিয়েছিল। যখন ধার্মিকেরা (সাধুগণ), আর সমগ্র স্বর্গ তাদের পরিত্রাণে মনোযোগী ছিল, নিজেদের জন্যে তাদের কোনো মনোযোগ ছিল না। জীবন ও মৃত্যু তাদের সামনে রাখা হয়েছিল। অনেকে জীবনের বাসনা করে তবে তা লাভ করতে কোনো চেষ্টা করে নি। তারা জীবন মনোনয়ন করে নি, আর এক্ষণে পাপীকে শুচি করতে কোনো প্রায়শ্চিত্তকারী রক্ত নেই। কোনো দয়ালু ত্রাণকর্তা তাদের জন্যে বাদানুবাদ করতে, ও ক্রন্দন করতে আর নেই, অব্যাহতি দিন, পাপীকে আর কিছুক্ষণের জন্যে অব্যহতি দিন। সমগ্র স্বৰ্গ যীশুর সঙ্গে মিলিত হয়, যেমন তারা ভয়াবহ কথাগুলি শোনে, হইয়াছে, সমাপ্ত হইল। পরিত্রাণের পরিকল্পনা সম্পাদিত হয়ে গিয়েছিল। কিন্তু অল্পলোকই পরিকল্পনাটি গ্রহণ করা মনোনয়ন করেছিল। আর যেমন অনুগ্রহের মিষ্ট কণ্ঠ বীণ হয়ে আসে, এক আতঙ্ক ও মহাভয় তাদেরকে জাপটে ধরে। ভীষণ স্পষ্টতায় তারা শোনে, বড় দেরী হয়ে গেছে। বড় দেরী হয়ে গেছে।GCBen 75.5

    যারা ঈশ্বরের বাক্যের মূল্য দেয়নি এদিক ওদিক ইতস্ততঃ করে। তারা সাগর থেকে সাগরে, উত্তরদিক থেকে পূর্বদিকে ঘুরে বেড়ায়, সদাপ্রভুর বাক্য খুঁজতে। দূত বলেন, দেশে এক দুর্ভিক্ষ তাহা অন্নের দুর্ভিক্ষ কিম্বা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্ৰবণের, ঈশ্বরের কাছ থেকে অনুমোদনের একটি বাক্যের জন্যে তারা কিই বা দেবে না? কিন্তু না, তাদের ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকতে হবে। দিনের পর দিন তারা পরিত্রাণ অবজ্ঞা করেছে, আর পার্থিব আমোদপ্রমোদ, ও পার্থিব ঐশ্বর্য কোনো স্বৰ্গীয় উদ্দেশ্য ও ঐশ্বর্যের চেয়ে বেশী মূল্যজ্ঞান করে। তারা যীশুকে প্রত্যাখ্যান করেছে, ও তাঁর ধার্মিকগণকে অবজ্ঞা করেছে। অধৰ্মাচারী চিরদিন অবশ্যই অধৰ্মাচারী থেকে যাবে।GCBen 75.6

    দুষ্টদের এক বৃহৎ অংশ ভীষন ম্রভাবে ক্রুদ্ধ হয়, যেমন তারা আঘাতগুলির প্রভাবসমূহ ভোগ করে। সে ছিল এক ভয়াবহ মৃত্যুযন্ত্ৰণা। মাতাপিতাগণ তীব্রভাবে তাদের সন্তানদেরকে গালাগালি করছিল, আর সন্তানেরা তাদের মাতাপিতাগণকে নিন্দা-ভৎসনা করছিল, ভ্রাতাগণ তাদের ভগ্নিগণকে, ভগ্নিগণ তাদের ভ্রাতৃগণকে। প্রত্যেক দিকে উচ্চ বিলাপের চিৎকার শোনা যায়, সে ছিলে তুমি যে আমাকে সেই সত্য গ্রহণ করা থেকে দূরে রেখেছিলে, যা আমাকে এই ভয়াবহ দন্ড (মুহূর্ত) থেকে রক্ষা করতে পারতো। লোকেরা তীব্র ঘৃণা নিয়ে ধর্মপরিচারকদের ওপরে ফেরে, আর এই বলে, তাদেরকে গালাগাল দেয়, তোমরা আমাদেরকে সচেতন কর নি। তোমরা আমাদেরকে বল সমগ্র জগৎ মনপরিবর্তন করবে, ও ঘোষণা কর, শান্তি, শান্তি, প্রতিটি ভয় শান্ত করতে যা উঠেছিল। এই মুহূর্তের বিষয়ে তোমরা আমাদেরকে বল নি, আর যারা এর বিষয়ে আমাদেরকে সতর্ক করে তোমরা বল ধর্মোন্মত্ত ছিল ও মন্দ লোক ছিল যারা আমাদেরকে নাশ করবে। কিন্তু ধর্মপ্রচারকেরা, আমি দেখি ঈশ্বরের রোষ এড়ায় নি। তাদের লোকদের দুর্দশাভোগের চেয়ে তাদের দুর্দশাভোগ দশগুণ ছিল।GCBen 76.1

    ______________________________________
    যিহিস্কেল ৯২-১১( দানিয়েল ৭:২৭( হোশেয় ৬:৩ আমোষ ৮:১১-১৩( প্রকাশিত বাক্য ১৬ অধ্যায়( ১৭:১৪ দেখুন।
    GCBen 76.2