Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পবিত্র আত্মার দান

    তালন্ত, যা খ্রীষ্ট তাঁর মণ্ডলীকে পবিত্র আত্মার মাধ্যমে বিশেষ আশীর্বাদ এবং দান অংশ অংশ করে অর্পণ করার বিষয়ে বর্ণনা করেছেন: “কারণ এক জনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর এক জনকে সেই আত্মানুসারে জ্ঞানের বাক্য, আর এক জনকে সেই আত্মাতে বিশ্বাস, আর এক জনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ-দান, আর এক জনকে পরাক্রম-কার্য-সাধক গুণ, আর এক জনকে ভাববাণী, আর এক জনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, আর এক জনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি, এবং আর এক জনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়; কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন; তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন, তাহাকে তাহা দেন।” ১ করিন্থীয় ১২:৮-১১। সকল মানুষ একই দান গ্রহণ করে না, কিন্তু প্রভুর সকল পরিচর্যাকারীকে আত্মার কিছু দান দেয়া হবে বলে প্রতিজ্ঞা করা হয়েছে। COLBen 307.1

    খ্রীষ্ট শিষ্যদের ছেড়ে চলে যাওয়ার আগে তিনি “তাঁহাদের উপরে ফুঁ দিলেন, আর তাঁহাদিগকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ কর।” যোহন ২০:২২। তিনি আরও বলেছিলেন, “আর দেখ, আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি; কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হও, সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করিও।” লূক ২৪:৪৯। কিন্তু স্বর্গারোহণের পরেই তাঁরা পূর্ণরূপে পবিত্র আত্মা গ্রহণ করেন না। যতক্ষণ পর্যন্ত তাঁর শিষ্যেরা তাঁর কাজ করার জন্য বিশ্বাস এবং প্রার্থনার মধ্য দিয়ে নিজেদের সম্পূর্ণ ভাবে সমর্পণ না করেছিলেন, ততক্ষণ পর্যন্ত তাঁদের উপরে পবিত্র আত্মা নেমে আসে নি। স্বর্গের সম্পদের সম্পর্কে বিশেষ ধারণা খ্রীষ্টের অনুসারীদের প্রদান করা হয়েছিল। “তিনি ঊর্ধ্বে উঠিয়া বন্দিগণকে বন্দি করিলেন, মনুষ্যদিগকে নানা বর দান করিলেন।” ইফিষীয় ৪:৮, ৭। “কিন্তু খ্রীষ্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেক জনকে অনুগ্রহ দত্ত হইয়াছে।” আত্মা “সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন, তাহাকে তাহা দেন।” ১ করিন্থীয় ১২:১১। খ্রীষ্টের মধ্যে আমাদের দানগুলো রয়েছে, কিন্তু আমাদের ঈশ্বরের আত্মা গ্রহণ করার উপরে এই সব দানের প্রকৃত অধিকার নির্ভর করে। COLBen 307.2

    পবিত্র আত্মার তালন্তকে অনেক সময় স্বীকৃতি জানানো হয় না। এই তালন্ত যে পূর্ণ হবে তা উপলব্ধি করা হয় না। এটি হল পবিত্র আত্মার অনুপস্থিতি যা সুসমাচার প্রচারের কাজকে অত্যন্ত শক্তিহীন করে দেয়। জ্ঞান, তালন্ত, বাকপটুতা প্রত্যেকটি স্বাভাবিক অথবা মানসিক ও শারীরিক গুণ। এই সব বিষয়ের অধিকারী হলেও ঈশ্বরের আত্মার উপস্থিতি ছাড়া কোন হৃদয়কে স্পর্শ করা যাবে না, খ্রীষ্টের পক্ষে কোন পাপীকে জয় করা যাবে না। অন্য দিকে যদি তারা খ্রীষ্টের সঙ্গে যুক্ত থাকে, যদি পবিত্র আত্মাকে তারা লাভ করে, তাহলে তাঁর অতি সাধারণ এবং অশিক্ষিত শিস্যরাও ক্ষমতা প্রাপ্ত হবে, যা মানুষের হৃদয়ে কথা বলবে। ঈশ্বর তাদের নিজের সীমানা থেকে বিশ্বের সমস্ত স্থানে গিয়ে তাঁর সুসমাচার ছড়িয়ে দেবার জন্য মাধ্যম হিসেবে তৈরি করবেন।COLBen 308.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents