Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    মানসিক শক্তি

    ঈশ্বর চান যেন তাঁর কার্যকারীরা মানসিক শক্তির প্রশিক্ষণ গ্রহণ করে। তিনি চান যেন তাঁর কার্যকারীরা আরো বেশি জ্ঞানের অধিকারী হয় এবং সাংসারিক লোকদের চেয়ে আরও বেশি ভালো এবং মন্দ বিষয়ের পার্থক্য বুঝতে পারে। তিনি তাদের প্রতি অসন্তুষ্ট হন, যারা কার্যক্ষেত্রে অত্যন্ত অমনোযোগী এবং অলস, যা তাদের যোগ্য কার্যকারী হতে বাধা দেয় এবং সমস্ত পরিস্থিতি বুঝে কাজ করতে পারে এমন কার্যকারী হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। ঈশ্বর আমাদের এই আদেশ দিয়েছেন যেন আমরা তাঁকে আমাদের সমস্ত অন্তর দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, এবং সমস্ত শক্তি দিয়ে ও সমস্ত মন দিয়ে ভালবাসি। এই ভালবাসা আমাদের বুদ্ধিবৃত্তিকে পরিপূর্ণ সামর্থ প্রাপ্ত করার জন্য এর উন্নতি সাধন করতে বাধ্য করে, যাতে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভালো করে জানতে পারি এবং তাঁকে সমস্ত মন দিয়ে ভালবাসতে পারি। COLBen 313.2

    যদি পবিত্র আত্মার নিয়ন্ত্রণের মধ্যে নিজেকে রাখা যায়, তাহলে আরো গভীর ভাবে বুদ্ধিবৃত্তির অনুশীলন করা যাবে, ঈশ্বরের কাজে আরও কার্যকরভাবে এটি ব্যবহার করা যাবে। অশিক্ষিত কোন লোক, যে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছে এবং অন্যদের আশীর্বাদ করার জন্য যার আন্তরিক ইচ্ছা রয়েছে, ঈশ্বর তাকে তাঁর কাজে ব্যবহার করবেন। কিন্তু যারা একই ভাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছে এবং তাঁর শিক্ষা লাভ করার জন্য প্রভুর পক্ষে কাজ করার ক্ষেত্রে যাদের আরও সুযোগ রয়েছে, তারা আরও ব্যাপকভাবে খ্রীষ্টের জন্য কাজ করতে পারবে। তারা অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। COLBen 313.3

    ঈশ্বর চান আমরা যেন সম্ভাব্য সকল বিষয়ে শিক্ষা লাভ করি এবং আমাদের অর্জিত জ্ঞানে অন্যদের অংশী করার জন্য যেন আমাদের আকাঙ্ক্ষা থাকে। কেউ জানে না কোথায় তাদের প্রভুর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানানো হবে এবং কিভাবে তারা ঈশ্বরের পক্ষে কথা বলবে। আমাদের সামনে সম্ভাবনা রয়েছে যা আমাদের দুর্বল বিশ্বাসকে উপলব্ধি করতে দেয় না। আমাদের চিন্তাধারা এবং মনকে এমনভাবে প্রশিক্ষিত করতে হবে যে যদি কখনো জগতের পদস্থকোন কর্মকর্তা বা শাসনকর্তাদের সামনে প্রভুর বাক্যের সত্যের বিষয়ে সাক্ষ্য দেবার প্রয়োজন হয় তাহলে যেন প্রভুর গৌরবের জন্য উপযুক্ত পথ আমাদের সামনে খুলে যায়। ঈশ্বরের পক্ষে কাজ করার জন্য আমাদের বুদ্ধিবৃত্তির উন্নতি সাধনের সুযোগ এলে আমরা যেন তা হারিয়ে না ফেলি। COLBen 314.1

    যারা যুবক তাদের কাজে নিয়োজিত হওয়ার সঙ্গে মানসিক বুদ্ধি লাভের দৃঢ় সঙ্কল্প নিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। ঘটা করে আরম্ভ করার জন্য অপেক্ষা করবেন না। আপনার নিজের জন্য একটি প্রস্তুত করুন। এটি উপস্থাপন করার জন্য যে কোন একটি ছোট পথ বেছে নিন। পরিমিত ভাবে অনুশীলন করুন। আপনার সম্পদ আপনার আকাঙ্ক্ষা পূরণ করে সন্তুষ্টি লাভ করতে কিংবা আমোদ প্রমোদের জন্য ব্যয় করবেন না। ঈশ্বর আপনাকে যে ভাবে আহ্বান করেছেন, সেই ভাবে নিজেকে কার্যকর এবং দক্ষ করার জন্য সঙ্কল্পবদ্ধ হোন। যে দায়িত্ব ভার আপনি গ্রহণ করেছেন তা সম্পূর্ণ ভাবে এবং বিশ্বস্ত ভাবে পালন করুন। আপনার বুদ্ধিবৃত্তিকে শক্তিশালী করার জন্য আপনার আয়ত্বের মধ্যে যে কোন সুযোগ পেলে তার সদ্ব্যবহার করুন। উত্তম বই অধ্যয়নের সঙ্গে কার্যকর কায়িক পরিশ্রমকে যুক্ত করুন। বিশ্বস্ত ভাবে প্রচেষ্টার দ্বারা, একান্ত মনোযোগ এবং প্রার্থনার দ্বারা জ্ঞান ও প্রজ্ঞাকে নিশ্চিত করুন, যা উপর থেকে আসে। এটিCOLBen 314.2

    আপনাকে সর্ব বিষয়ে শিক্ষা প্রদান করবে। এভাবে আপনি আপনার চরিত্রকে উন্নত করতে পারবেন এবং অন্যদের মনের উপরে প্রভাব বিস্তার করে তাদের জয় করতে পারবেন এবং তাদের সাধুতা ও পবিত্রতার পথে চালাতে সক্ষম হবেন। COLBen 314.3

    যদি আমরা আমাদের সুযোগ এবং সুবিধাগুলো সক্রিয় করে কাজে প্রয়োগ করি তাহলে আমরা আরও বেশি আত্ম শিক্ষার কাজ সম্পন্ন করতে পারব, যা প্রকৃত ও সত্য। শিক্ষা প্রতিষ্ঠানে যে জ্ঞান লাভ করা যায় তার চেয়ে আরও বেশি জ্ঞান লাভ করা যায় ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে। বিজ্ঞানের বই যখন অধ্যয়ন করতে বসি তখন তা অবহেলা করতে পারি না এবং তা তুচ্ছ মনে করতে পারি না, কারণ এখানে অনেক উচ্চ বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায় যা ঈশ্বর এই জগতে রেখেছেন। প্রত্যেক শিক্ষার্থী যেন তাদের পবিত্র বাইবেল হাতে নেয় এবং মহান শিক্ষকের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তারা মনের স্থিরতা এনে এবং সুশৃঙ্খল করে ঐশ্বরিক সত্যের জন্য কঠোর ভাবে যুদ্ধ করুক।COLBen 315.1

    যারা জ্ঞানের জন্য ক্ষুধার্ত তারা যেন তাদের সহ মানবদের আশীর্বাদ করতে পারে, সেজন্য তারা নিজেরা ঈশ্বরের কাছ থেকে মহা আশীর্বাদ লাভ করবে। তাঁর বাক্যের অধ্যয়নের মধ্য দিয়ে তাদের মানসিক শক্তি জেগে উঠবে যাতে তারা আন্তরিকতার সঙ্গে কর্মক্ষেত্রে তৎপর হতে পারে। তাদের বুদ্ধি এবং জ্ঞানের বৃদ্ধি এবং উন্নতি ঘটবে এবং মন শক্তিশালী হবে এবং কার্যক্ষমতা লাভ করবে। COLBen 315.2

    যিনি ঈশ্বরের কার্যকরী হতে চান তাঁদের প্রত্যেককেই নিজেদেরকে সুশৃঙ্খল করার জন্য অনুশীলন করতে হবে। এটি বাকপটু অথবা অত্যন্ত মেধাবীদের চেয়েও বেশি কাজ সম্পাদন করতে পারবে। যারা খুব উচ্চশিক্ষা লাভ করছে এবং যারা আত্মনিয়ন্ত্রণহীন মহা জ্ঞানী, তাদের চেয়ে সাধারণ মনের মানুষ এবং যারা খুব ভালো ভাবে নিজেদের শৃঙ্খলাবদ্ধ করে রাখে তারা আরও বেশি কাজ করতে পারবে এবং তাদের চেয়ে আরও ভালো কার্যকারী হতে পারবে।COLBen 315.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents