Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    উত্তর প্রাপ্ত প্রার্থনার শর্তাবলী

    আমরা যদি কেবলমাত্র তাঁর আজ্ঞাবহতায় জীবন যাপন করি, তা হলে আমরা তাঁর প্রতিজ্ঞার পূর্ণতা দাবি করতে পারি। গীতরচক বলেন, “যদি চিত্তের অধর্মের প্রতি তাকাইতাম, তবে প্রভু শুনিতেন না। (গীত ৬৬:১৮) আমরা যদি তাঁর প্রতি কেবলমাত্র আংশিক, অর্ধেক বাধ্যতা প্রদর্শন করি, তবে প্রভুর প্রতিজ্ঞা আমাদের প্রতি পূর্ণ হবে না। ঈশ্বরের বাক্যে, পীড়িতদের সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার সম্পর্কে নির্দেশ রয়েছে। কিন্তু ঐরূপ প্রার্থনা উৎসর্গকরণ একটা অতীব পবিত্র কাজ, এবং উহা সতর্ক বিবেচনা ব্যতিরেকে উৎসর্গ করা উচিত নয়। রোগীর সুস্থতা লাভের প্রার্থনা অনেক ক্ষেত্রে প্রার্থনা উৎসর্গ করা হয় যাকে সাময়িক বিশ্বাস ছাড়া অন্যভাবে যায় না।MHBen 210.3

    অনেকে তাদের আত্ম-চরিতার্থ দ্বারা তাদের নিজেদের ওপরে ব্যাধি পীড়া আনয়ন করে। তারা প্রাকৃতিক নিয়ম বা কঠোর পবিত্রতার নীতি অনুসারে জীবন যাপন করে নি। অন্যান্য ব্যক্তিরা আহার, পোশাকআশাক, এবং কার্যে ইত্যাদি অভ্যাসে স্বাস্থ্যের নিয়মের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। প্রায়ই এসব কোন কোন ধরনের অ‣নতিক মন ও শরীরের দুর্বলতা হেতু ঘটে থাকে। এই ব্যক্তিরা যদি স্বাস্থ্যের আশীর্বাদ লাভ করতে পারে তবে তাদের অনেকেই ঈশ্বরের প্রাকৃতিক এবং আত্মিক ব্যবস্থায় অহেতুক ল‫ঘনের একই পথ অনুসরণ করবে, এই কারণ যে, যদি ঈশ্বর প্রার্থনার উত্তরস্বরূপ তাদের সুস্থ করেন, তবে তারা অস্বাস্থ্যকর অভ্যাস অনুশীলন করেই যাবে এবং অবাধ ক্ষুধা চরিতার্থ করবে। যদি এই ব্যক্তির স্বাস্থ্যের ব্যাপারে ঈশ্বর একটা অলৌকিক কার্য সাধন করতেন, তবে তিনি পাপকেই উৎসাহ দিতেন। ‬MHBen 211.1

    যদি তাদের অভ্যাস সমূহ পরিত্যাগ করতে শিক্ষা না দেয়া হয়, তাহলে তাদের দুর্বলতাসমূহের একজন আত্মত্যাগকারীরূপে ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করতে লোকদের শিক্ষা দেয়া শ্রম নষ্ট করা মাত্র। প্রার্থনার উত্তরে তাঁর আশীর্বাদ পেতে হলে, তাদের মন্দতা পরিহার করে উত্তম কাজ করতে হবে। তাদের পরিবেশ হতে হবে স্বাস্থ্যবর্ধক; তাদের জীবনের অভ্যাসগুলো সংশোধন করতে হবে। প্রাকৃতিক এবং আত্মিক উভয় দিক থেকে, ঈশ্বরের ব্যবস্থার সঙ্গে ঐক্য রক্ষা করে তাদের জীবন যাপন করতে হবে।MHBen 211.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents