Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ২১ -ইস্রায়েল সন্তানদের মধ্যে স্বাস্থনীতি

    ঈশ্বরের ব্যবস্থার প্রতি
    বাধ্যতাই স্বাস্থ্যজনক।

    স্বাস্থ্য সুরক্ষার জন্য ঈশ্বর ইস্রায়েলদের যে শিক্ষা দিয়েছিলেন তা অতি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছিল। যে সব লোকেরা অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর অভ্যাস নিয়ে দাসত্ব থেকে এসেছিল, তাদের কনানে প্রবেশের পূর্বে প্রান্তরে কঠিন শিক্ষার প্রয়োজন ছিল। স্বাস্থ্য-নীতি শিক্ষা দেয়া হয়েছিল এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পালন বাধ্যতা করা হয়েছিল।MHBen 255.1

    রোগ প্রতিরোধ শুধুমাত্র ধর্মীয় উপাসনায় নয় কিন্তু জীবনের সর্বক্ষেত্রে পু‫খানুপু‫খভাবে শুচি এবং অশুচিতা রক্ষা করা হতো। যারা কোন প্রকার ছোঁয়াচে রোগে আক্রান্ত হতো, তাদের শিবিরের বাইরে পৃথক রাখা হতো এবং তাদের শরীর ও পরি‪ছদ সম্পূর্ণরূপে পরিষ্কার না করে তাঁবুতে প্রবেশের অনুমতি দেয়া হতো না। সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির জন্য এ নির্দেশ দেয়া হয়েছিল:MHBen 255.2

    “প্রমেহী লোক যে কোন শয্যায় শয়ন করে তাহা অশুচি ও যাহা কিছুর উপর বসে তাহা অশুচি হইবে। আর যে কেহ তাহার শয্যা স্পর্শ করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে সন্তান করিবে, এবং সন্ধ্যা পর্যন্তঅশুচি থাকিবে। আর যে কেউ প্রমেহীর গাত্র স্পর্শ করে, সে আপন বস্ত্র ধে․ত করিবে, জলে সন্তান করিবে, এবং সন্ধ্যা পর্যন্তঅশুচি থাকিবে। আর যদি শুচি ব্যক্তির গাত্রে থুথু ফেলে তবে সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে সন্তান করিবে, এবং সন্ধ্যা পর্যন্তঅশুচি থাকিবে। আর প্রমেহী যে কোন যানের উপরে আরোহণ করে, তা অশুচি হইবে। আর যে কেহ তাহার নীচস্থ কোন বস্তু স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্তঅশূচি থাকিবে; এবং যে কেহ তাহা তুলে সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে সন্তান করিবে এবং সন্ধ্যা পর্যন্তঅশুচি থাকিবে। আর প্রমেহী আপন হস্ত জলে ধে․ত না করিয়া যাহাকে স্পর্শ করিবে সে আপন বস্ত্র ধে․ত করিবে, জলে সন্তান করিবে এবং সন্ধ্যা পর্যÍৈঅশুচি থাকিবে। আর প্রমেহী যে কোন মাটির পাত্র স্পর্শ করিবে, তা ভাঙ্গিয়া ফেলিতে হইবে ও সকল কাঠের পাত্র জলে ধৌত করিতে হইবে।”(লেবীয় ১৫:৪-১২)।MHBen 255.3

    কুষ্ঠীদের সম্পর্কে নিয়ম আর একটা উদাহরণ যা অত্যন্ত কঠোর ভাবে পালন করা হতো:MHBen 257.1

    “যত দিন তাহার গাত্রে (কুষ্ঠীর) ঘা থাকিবে, তত দিন সে অশুচি থাকিবে; সে অশুচি, সে একাকী বাস করিবে, শিবিরের বাহিরে তাহার বাসস্থান হইবে। আর লোমের বস্ত্রে কিম্বা মসীনার বস্ত্রে যদি কুষ্ঠী রোগের কলঙ্ক হয়, লোমের কিম্বা মসীনার তানাতে বা পড়িয়ানেতে যদি হয়, কিম্বা চর্ম্মে কি চর্ম্ম নির্মিত কোন দ্রব্যে যদি হয়; --- তাহা যাজককে দেখাইতে হইবে; যদি বস্ত্রে কিম্বা তানাতে কিম্বা পড়িয়ানেতে কিম্বা চর্ম্মে কিম্বা চর্ম্মনির্মিত দ্রব্যে সে কলঙ্ক বাড়াইয়া থাকে, তবে তাহা সংহারক কুষ্ঠ, তা অশুচি। অতএব বস্ত্র কিম্বা লোমকৃত কি মসীনাকৃত তানা বা পড়িয়ান কিম্বা চর্ম্ম নির্মিত দ্রব্য, যাহা কিছুতে সেই কলঙ্ক হয়, তাহা সে পোড়াইয়া দিবে; কারণ তাহা সংহারক কুষ্ঠ তাহা অগি′তে পোড়াইয়া দিতে হইবে।”(লেবীয় ১৩:৪৬-৫২)।MHBen 257.2

    আর একই ভাবে কোন গৃহ যদি বসবাসের জন্য অস্বাস্থ্যকর হতো, তবে সে গৃহ ধ্বংস করে দেয়া হতো। যাজকের করণীয় ছিল: ” লোকেরা ঐ গৃহ ভাঙ্গিয়া ফেলিবে, এবং গৃহের প্রস্তর কাষ্ঠ ও প্রলেপ সকল নগরের বাহিরে অশুচি স্থানে লইয়া যাইবে। আর ঐ গৃহ যাবৎ রুদ্ধ থাকে, তাবৎ যে কেহ তাহার ভিতরে যায়, সে সন্ধ্যা পর্যন্তঅশুচি থাকিবে। আর যে কেহ সেই গৃহে শয়ন করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, এবং যে কেহ সেই গৃহে আহার করে, সেও আপন বস্ত্র ধৌত করিবে ।”(লেবীয় ১৪:৪৫-৪৭)।MHBen 257.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents