Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    তাঁর ঐশ্বরিক তত্ত্বাবধান

    বাইবেল আমাদেরকে দেখায় যে, ঈশ্বর উ‪চ্চ এবং পবিত্র স্থানে অবস্থান করেন, কর্মবিহীন স্থানে নয়, নীরব এবং নির্জন স্থানে নয়, কিন্তু দশ সহস্রগুণ দশ সহস্র এবং সহস্রের সহস্র পবিত্র সত্ত্বা দ্বারা পরিবেষ্টিত, সকলেই তাঁর ই‪ছা পালন করার জন্য প্রস্তুত। এই সব বার্তাবাহকদের মাধ্যমে তিনি তাঁর রাজত্বের সবস্থানে সক্রিয়ভাবে যোগাযোগ করেন। তিনি তাঁর আত্মা দ্বারা সর্বস্থানে বিদ্যমান। তাঁর আত্মার প্রতিনিধিরা এবং তাঁর দূতদের দ্বারা তিনি মনুষ্যসন্তানদের পরিচর্যা করেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 394.2

    পৃথিবীর উন্মোত্ততার ঊর্ধ্বে তিনি সিংহাসনে উপবিষ্ট; সবই তাঁর ঐশ্বরিক প্রশংসার সম্মুখে উন্মুক্ত; এবং তার মহৎ এবং নীরব অনন্তকাল হতে তিনি তার দূরদর্শীতায় যা সর্বোত্তম বলে মনে করেন তাকে আদেশ করেন।MHBen 394.3

    “মনুষ্যের পথ তার বশে নয়, মনুষ্য চলতে চলতে, আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না।” (যির ১০:২৩)।MHBen 394.4

    “তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর;...
    তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার কর;
    তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন।”
    MHBen 394.5

    (হিতোপদেশ ৩:৫, ৬)।

    “দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে,
    যাহারা তাঁহাকে ভয় করে, যাহারা তাঁহার দয়ার প্রতীক্ষা করে,
    মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য
    দুর্ভিক্ষ তাহাদিগকে বাঁচাইয়া রাখিবার জন্য।
    MHBen 394.6

    (গীত ৩৩:১৮, ১৯)।

    “হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য!
    মনুষ্য সন্তানগণ তোমার পক্ষ‪ছায়ার নীচে শরণ লয়।”‬
    MHBen 395.1

    (গীত ৩৬:৭)।

    “ধন্য সেই, যাহার সহায় যাকোবের ঈশ্বর,
    যাহার আশাভূমি সদাপ্রভু, তাহার ঈশ্বর।”
    MHBen 395.2

    (গীত ১৪৬:৫)।

    “তোমার দয়াতে, হে সদাপ্রভু, পৃথিবী পরিপূর্ণ।”MHBen 395.3

    (গীত ১১৯:৬৪)

    “তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালবাসেন।”MHBen 395.4

    (গীত ৩৩:৫)।

    “তুমি পৃথিবীর সমস্ত প্রান্তর,
    এবং দূরবর্তী সমুদ্রবাসীদের বিশ্বাসভূমি,
    তুমি নিজ শক্তিতে পর্বতগণের স্থাপনকর্তা;
    MHBen 395.5

    তুমি পরাক্রমে বদ্ধকটি।
    তুমি সমুদ্রের গর্জ্জন, তাহার তরঙ্গের গর্জ্জন
    ও জাতিগণের কোলাহল শান্ত করিয়া থাক।”
    MHBen 395.6

    (গীত ৬৫:৫-৭)।

    “তুমি প্রত্যূষের ও সন্ধ্যাকালের উদয় স্থানকে
    আনন্দ গানময় করিয়া থাক।”

    “তুমি আপন মঙ্গলভাবের বছরকে মুকুট পরাইয়া থাক,
    তোমার চক্রচিহ্ন দিয়া পুষ্টিকর দ্রব্য ক্ষরে।”
    MHBen 395.7

    (গীত ৬৫:৮, ১১)।

    “সদাপ্রভু পতনোম্মুখ সকলকে ধরিয়া রাখেন,
    অবনত সকলকে উত্থাপন করেন।
    সকলের চক্ষু তোমার অপেক্ষা করে,
    তুমিই যথাসময়ে তাহাদিগকে ভক্ষ্য দিতেছ।
    তুমিই আপন হস্ত মুক্ত করিয়া থাক;
    সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাক।”
    MHBen 396.1

    (গীত ১৪৫:১৪-১৬)।