Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পৌরাণীক এবং রূপ কথা

    শিশু এবং যুবকযুবতীদের শিক্ষাক্ষেত্রে রূপ কথা পে․রাণীক কথা, আজব সব কাহিনী ব্যাপকভাবে স্থান করে নিয়েছে। বিদ্যালয়ে এসব পুস্তকাদি ব্যবহার করা হয়ে থাকে এবং অনেকানেক গৃহে ঐ সব পাওয়া যায়। খ্রীষ্টান পিতা মাতারা কিভাবে তাদের ছেলেমেয়েদেরকে এই ধরনের বই ব্যবহার করবার অনুমতি দিতে পারেন যে গুলো মিথ্যাকথা, ঘটনায় পরিপূর্ণ? যখন ছেলেমেয়েরা তাদের পিতামাতা বা অভিভাবকদেরকে এই সব গল্পের অর্থ জিজ্ঞেস করে যা তাদের পিতামাতাদের শিক্ষার পরিপন্থী, তখন উত্তর আসে, ঐ সব অসত্য; কিন্তু তা ব্যবহারের মন্দ পরিণাম ঘুচে যায় না। এই পুস্তক সমূহের ধারণাসমূহ ছেলেমেয়েদের ভুল পথে পরিচালিত করে। তারা জীবনের ভ্রান্ত সব দৃষ্টিভঙ্গি সহভাগ করে, এবং অবাস্তব কিছুর জন্য একটা বাসনার জন্ম দেয় এবং পোষণ করে।MHBen 427.3

    এই সময়ে এরূপ পুস্তকাদির ব্যাপক ব্যবহার শয়তানের একটা চাতুর্যপূর্ণ পরিকল্পনা। সে চরিত্র গঠনের মহৎ কাজ থেকে বৃদ্ধ-বৃদ্ধা এবং যুবক-যুবতীদেরকে অন্যমনস্ক করার চেষ্টা করছে। সে বুঝাতে চায় যে, আমাদের ছেলেমেয়ে এবং যুবক-যুবতীদের জীবন ধ্বংসকারী প্রতারণার স্রোতে ভেসে যাবে, যদ্বারা সে পৃথিবী পরিপূর্ণ করছে। সুতরাং সে তাদের মন ঈশ্বরের বাক্য থেকে অন্যমনস্ক করার চেষ্টা করছে এবং এভাবে সে তাদেরকে রক্ষা-কবচ সত্যের একটা জ্ঞান লাভে বাধা দি‪চ্ছে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 428.1

    শিশু এবং যুবতীদের হাতে এমন বই কখনো দেবেন না যা তাদের সত্য থেকে বি‪চ্ছিন্ন করবে। আমাদের শিশুরা একটা শিক্ষা লাভের পদ্ধতির মধ্যে এই ধারণা যেন না পায় যা পাপের বীজ বলে প্রমাণিত হবে। পরিপক্কমনাদের নিয়ে কিছু করার নেই, তারা নিজেরাই বেশ দূরে থাকবে এবং তাদের আদর্শ এবং প্রভাব সঠিক দিকে থাকবে, যে কারণে প্রলোভন থেকে যুবকদের রক্ষা করতে খুব সমস্যা হবে না। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 428.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents