Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    খ্রীষ্টের শিক্ষা

    সুতরাং খ্রীষ্টও সুসমাচারের মধ্যে সত্যের নীতি উপস্থাপন করেছেন। তাঁর শিক্ষার মধ্যে আমরা স্ব‪ছ জলধারা থেকে পান করতে পারি যা ঈশ্বরের সিংহাসন হতে প্রবাহিত হয়। খ্রীষ্ট মানব গোষ্ঠির কাছে জ্ঞান দিতে পারতেন যা পূর্বের যে কোন প্রকাশ উদ্ঘাটনকে ছাপিয়ে যায় এবং অন্য আবিষ্কারকে পেছনে স্থাপন করে। তিনি রহস্যের পর রহস্য উন্মোচন করতে পারতেন এবং এইসব চমৎকার প্রকাশিত বিষয় সকলের চারপাশের বিষয়ে ধ্যান করতে পারতেন যা শেষকাল পর্যন্তপরবর্তী প্রজন্মের জন্য হবে সক্রিয় ও ঐকান্তিক চিন্তা। কিন্তু তিনি পরিত্রাণের বিজ্ঞান শিক্ষা দান থেকে এক মুহূর্তও নষ্ট করেননি। তাঁর সময় তাঁর কর্মশক্তি তাঁর জীবন প্রশংসা লাভ করেছেন এবং কেবলমাত্র মানব ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ জাতির আত্মাদের পরিত্রাণ সাধনের জন্য কার্যে ব্যবহৃত হয়েছে। যা হারিয়ে গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করতে তিনি এসেছিলেন এবং তিনি তাঁর উদ্দেশ্য থেকে পেছন ফেরেননি। তাকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য কোন কিছুকে সুযোগ দেননি।MHBen 429.4

    খ্রীষ্ট কেবলমাত্র সেই জ্ঞানের অংশভাগ করেছেন যা ব্যবহৃত হতে পারে। লোকদের বিষয় নির্দেশ তাদের বাস্তব জীবনে তাদের নিজেদের অবস্থার প্রয়োজনের সঙ্গে সীমাবদ্ধ ছিল। যে কৌতূহল তাদেরকে তাঁর কাছে এনেছিল, তা ছিল কৌতূহলপুর্ণ আবিষ্কারের ই‪চ্ছা। তিনি নিজেকে সন্তুষ্ট করেননি। তিনি এরূপ যে সব প্রশ্ন করেছিলেন, তা ছিল তার গম্ভীর একান্ত এবং জীবন্ত আবেদন স্বরূপ। যারা জীবন বৃক্ষ থেকে ফল তুলে নেবার জন্য আগ্রহান্বিত ছিল, তাদের তিনি জ্ঞানদায়ী বৃক্ষের ফল দিয়েছেন। ঈশ্বরের দিকে পরিচালনা দেবার পথ ব্যতিরেকে তারা সব পথই দেখেছে রুদ্ধ। অনন্তজীবনের প্রস্রবণ ব্যতিত, প্রতিটি প্রস্রবণই মুদ্রাঙ্কিত হয়েছিল। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 430.1

    আমাদের ত্রাণকর্তা তাঁর সময়ে কাকেও রব্বিদের স্কুলে অধ্যয়ন করবার জন্য উৎসাহ দান করেননি; এর কারণ তাদের মন অবিরত এই কথা শুনে ভ্রষ্ট ও নষ্ট হয়ে যাবে, “তাহারা বলে, এইরূপ বলা হইয়াছে।” “তাহলে কেন, আমরা মনুষ্যদের দুর্বল বাক্য উ‪চ্চ জ্ঞানরূপে গ্রহণ করিব; যখন শ্রেষ্ঠতর একটা নিশ্চিত জ্ঞান আমাদের হাতের নিকটে রহিয়াছে?” ‬MHBen 430.2

    অনন্তকালিন বিষয় সম্পর্কে আমি যা দেখেছি এবং মানব জাতির দুর্বলতা সম্পর্কে আমি যা দেখেছি এবং যা আমার জীবনকে প্রভাবান্বিত করেছে। আমি এমন কিছু দেখি না যদ্বারা মানুষ প্রশংসিত বা গৌরবান্বিত হতে পারে। আমি এমন কোন কারণ দেখি না জাগতিক জ্ঞানী ব্যক্তিদের মতামত এবং কথিত মহৎ ব্যক্তিদের নির্ভর করা এবং উন্নীত করা যেতে পারে। ঐশ্বরিক জ্ঞানদান সম্পর্কিত সুস্থ ব্যক্তিরা কিরূপে ঈশ্বরের পরিকল্পনা এবং উপায়ের ধারণা সংশোধন করেছে? হয় তারা সম্পূর্ণরূপে অস্বীকার এবং তাঁর অস্তিত্ব উপেক্ষা করে, অথবা তারা তাদের নিজেদের সসীম ধারণা দ্বারা তাঁর শক্তিকে সীমাবদ্ধ করে।MHBen 430.3

    আসুন আমরা তাঁর দ্বারা শিক্ষা লাভ করি, যিনি আকাশমণ্ডলপৃথিবীর সৃষ্টি করেছিলেন, যিনি বিতানে তারকামালা স্থাপন করেছেন এবং সূর্য এবং চন্দ্রকে তাদের কাজ করে যাবার জন্য স্থাপন করেছেন।MHBen 430.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents