Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ঈশ্বরের স্বচ্ছতর প্রত্যাদেশ সমূহ

    ঈশ্বরের চরিত্রের স্ব‪ছতম প্রত্যাদেশের জন্য আমাদের উর্ধ্ব থেকে, আরো ঊর্ধ্বে ওঠা আমাদের সুযোগ। যখন মোশি প্রার্থনা করলেন, “বিনয় করি, তুমি আমাকে তোমার প্রতাপ দেখিতে দেও,” (যাত্রা ৩৩:১৮), তখন ঈশ্বর তাকে তীব্র তিরস্কার করেন নি, কিন্তু তিনি তার প্রার্থনা মঞ্জুর করলেন। ঈশ্বর তাঁর দাসের কাছে ঘোষণা করলেন, “আমি তোমার সম্মুখ দিয়া আমার সমস্ত উত্তমতা গমন করাইব, ও তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করিব।”(যাত্রা ৩৩:১৯)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 446.2

    পাপ আমাদের মনকে অন্ধকারা‪চ্ছন্ন করে দেয়, এবং আমাদের কল্পমূর্তিকে নিষ্প্রভ করে দেয়। যেমন পাপ আমাদের অন্তঃকরণ হতে বিযুক্ত হয়ে যায়, তখন যীশু খ্রীষ্টের মুখমণ্ডলে ঈশ্বরের প্রতাপের জ্ঞানের আলোক, তাঁর বাক্য আলোকময় করে যা প্রকৃতির মুখ হতে প্রতিবিম্বিত করে আরো আরো পূর্ণরূপে তাঁকে ঘোষণা করবে, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান।” (যাত্রা ৩৪:৬)। তাঁহার জ্যোতিতে আমরা জ্যোতি সন্দর্শন করব, যাবৎ না মন এবং হৃদয় ও আত্মা তাঁর পবিত্রতার প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 446.3

    যারা ঈশ্বরের বাক্যের স্বর্গীয় নিশ্চয়তা ধরে রাখেন, তাদের জন্য অত্যাশ্চর্য সম্ভাবনা সমূহ রয়েছে। তাদের সম্মুখে রয়েছে সত্যের বিশাল ক্ষেত্র, শক্তি, বিশাল উৎস। গৌরবময় বিষয়সমূহ প্রকাশিত হবে। সুযোগ এবং কর্তব্যসমূহ যা, তারা এমন কি সন্দেহের নেত্রেও দেখে না যে তা বাইবেলের মধ্যে রয়েছে, সে সব প্রকাশিত হবে। যারা বিনম্র, আজ্ঞাবহতার পথে চলে, তাঁর উদ্দেশ্য পূর্ণ কর, তারা আরো আরো ঈশ্বরের বাক্যের জ্ঞান অর্জন করবে।MHBen 446.4

    শিক্ষার্থী বাইবেলকে তার পথ-প্রদর্শক হিসেবে গ্রহণ করুক, এবং নীতির পক্ষে দৃঢ়রূপে দণ্ডায়মান থাকবে এবং সে কোন উ‪চ লক্ষ্যে পৌছবার আকা‫খা করতে পারে। মানব প্রকৃতির সকল দর্শনশাস্ত্র ধাঁধা এবং লজ্জার দিকে পরিচালিত করেছে, যখন ঈশ্বরকে সর্বেসর্বা বলে উপলব্ধি করা হয়নি। কিন্তু ঈশ্বর থেকে অনুপ্রাণিত বহুমূল্য সত্য চরিত্রের শক্তি এবং মহত্ত্ব প্রদান করে। তাঁর উত্তমতা, তাঁর অনুগ্রহ, এবং তাঁর ভালবাসা যা আমাদের ওপর অধিষ্ঠিত, ‪স্বচ্ছতার এবং সত্যের উপলব্ধি আরো স্বচ্ছতর হবে; ঊর্ধতম, পবিত্রতম, হৃদয়ের পবিত্রতার বাসনা এবং চিন্তার পবিত্রতা। যে আত্মা পবিত্র চিন্তার, পবিত্র বায়ুমণ্ডলে অবস্থান করে, তা তাঁর বাক্য অধ্যয়নের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংসর্গের দ্বারা রূপান্তরিত হয়। সত্য এতই বিশাল, এতই সুদূর প্রসারী, এতই গভীর, এতই প্রশস্ত যে, অহম বিলীন হয়ে যায়। অন্তঃকরণ কোমল হয় এবং নম্রতা, দয়া এবং প্রেমে সিক্ত হয়।MHBen 447.1

    আর পবিত্র আজ্ঞাবহতা হেতু প্রাকৃতিক শক্তিসমূহ প্রসারিত। জীবনের বাক্য অধ্যয়ন হতে ছাত্রদের মন প্রসারিত, উ‪চ্চিকৃত, সমর্থ হয়ে সম্মুখে অগ্রসর হয়। যদি তারা দানিয়েলের ন্যায় শ্রোতা এবং ঈশ্বরের বাক্যের কার্যকারী হয়। তবে তারা তার ন্যায় শিক্ষার সর্ব শাখা-প্রশাখায় অগ্রসর হতে পারে। পবিত্রমনা হয়ে তারা দৃঢ়মনা হবে। প্রত্যেক বুৎপত্তিম্পন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সজীবতা লাভ করবে। তারা তাদের এতই শিক্ষিত করবে এবং নিয়ন্ত্রণে রাখবে যে তারা সকলে তাদের প্রভাবের বায়ুমণ্ডলের মধ্যে দেখতে পারবে মানুষ কি হতে পারে, এবং সে কি করতে পারে, যখন তারা জ্ঞানবান এবং শান্তির ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 447.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents