Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বেতন

    জীবনদাতা যখন তাঁর শিষ্যদের আহ্বান করেছিলেন, তিনি তাঁদের এজীবনে কোন প্রকার আকর্ষণের প্রস্তাব দেননি। তিনি তাদের এই পৃথিবীতে কোন লাভ অথবা সম্মানের প্রতিজ্ঞা করেননি, এমনকি তারাও কিছু দাবি করেননি যে, তাদের কি পাওয়া উচিত। মথি যখন কর আদায়ের জন্য বসেছিল তখন জীবনদাতা বলেছিলেন, “আমার পশ্চাতে আইস। তাহাতে তিনি সকলই পরিত্যাগ করিয়া উঠিয়া তাঁহার পশ্চাতে গমন করিলেন।”(লূক ৫:২৭, ২৮), মথি দাবি করেননি তাঁর বেতন কত, পূর্বের পেশার সমান হবে কিনা। কোন প্রশ্ন বা দ্বিধা ছাড়াই যীশুকে অনুসরণ করেছিলেন। তিনি যে জীবনদাতার সঙ্গে থাকতে পারবেন এবং তাঁর বাক্য শুনতে পারবেন ও তাঁর কর্মের সঙ্গে সহভাগী হতে পারবেন এগুলো ছিল তার জন্য যথেষ্ট পাওয়া।MHBen 460.1

    আর এ ভাবেই শিষ্যদের পূর্বে আহ্বান করা হয়েছিল। খ্রীষ্ট পিতর এবং তাঁর সঙ্গীদের যখন আহ্বান করেছিলেন সঙ্গে সঙ্গে তাঁর নৌকা ও জাল ফেলে দিয়ে তাঁকে অনুসরণ করেছিলেন। এসব শিষ্যদের অনেক পরিবার পরিজন ছিল তাদের ওপর নির্ভরশীল, কিন্তু কেন তারা জীবনদাতা যীশু খ্রীষ্টকে অনুসরণ করেছিলেন, কিন্তু তারা চিন্তাকরেননি, “কিভাবে আমাদের পরিবারের ভরণপোষণ চলবে?” তাঁরা তাঁর আহ্বানে বাধ্য ছিল এবং পরবর্তিতে যীশু যখন তাদের জিজ্ঞেস করেছিলেন, “আমি যখন থলি, ঝুলি ও জুতা ছাড়া তোমাদিগকে পাঠাইয়াছিলাম তখন তোমাদের কি কিছুর অভাব হইয়াছিল? তাঁহারা বলিলেন, কিছুরই নয়।”(লূক ২২:৩৫)।MHBen 460.2

    “অতএব, হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার পথ নাই, কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাক, সেই বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাক”(রোমীয় ২:১ পদ)।MHBen 460.3

    বর্তমানেও জীবনদাতা প্রভু যীশু খ্রীষ্ট আমাদের আহ্বান করেন যেভাবে তিনি মথি, যোহন ও পিতরকে তাঁর কাজের জন্য আহ্বান করেছিলেন। আমাদের হৃদয়ে যদি তাঁর প্রেমের পরশ লাগে তবে আমাদের মনের মধ্যে কোন প্রকার ক্ষতির চিন্তাউদয় হবে না। আমরা খ্রীষ্টের সহকর্মী হবার জন্য আনন্দিত হব এবং তাঁর ওপর আস্থা রেখে কাজে কোন ভয় থাকবে না। ঈশ্বর যদি আমাদের শক্তি হন, তবে আমাদের দায়িত্ব ও নিঃস্বার্থ আকা‫খা সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকবে; আমাদের জীবন মহৎ উদ্দেশের কর্ম প্রেরণায় অনুপ্রাণিত হবে, যা অর্থ বিনিময়ে কাজ করার হীন প্রবৃত্তি সম্পন্ন মনোবৃত্তির ঊর্ধ্বে থাকবে। ‬MHBen 460.4

    ঈশ্বর যোগাবেনMHBen 461.1

    যারা ঈশ্বরের নামধারী খ্রীষ্টের অনুসরণকারী হবে, তাদের অন্তর উদ্বিগ্ন, ভীত কারণ তারা নিজেরাই ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে ভীত। তারা সম্পূর্ণরূপে তাঁর ওপর নির্ভর করে না; কারণ তাঁর ওপর নির্ভর করলে কি ফলাফল হয় সে সম্বন্ধে তারা ভীত। যতক্ষণ না তারা সম্পূর্ণরূপে তার ওপর নির্ভর করে তারা শান্তি পেতে পারে না।MHBen 461.2

    অনেকেই আছেন যাদের হৃদয় ভারে ভারাক্রান্ত, কারণ তারা এ পৃথিবীর সুখ আয়েসের মানদন্ডে পৌছতে চায়। তারা এর কর্মকান্ড, জটিলতা এবং রীতিনীতি গ্রহণ করেছে। এ কারণে তাদের চরিত্র হয়ে যায় পরিশ্রান্ত। জীবন সর্বদা হতাশায় অবসন্ন থাকে। আমাদের ঈশ্বরের ই‪চ্ছা আমরা যেন এ দাসত্বের যোঁয়ালি দূরে সরিয়ে রাখি। তিনি আমাদের তাঁর যোঁয়ালি বহন করতে আহ্বান করেছেন; তিনি বলেছেন, “কারণ আমার যোয়ালি সহজ, ও আমার ভার লঘু।”(মথি ১১:৩০)। দুশ্চিন্তা অন্ধ, এবং ভবিষ্যৎ দেখতে পায় না; কিন্তু যীশু খ্রীষ্ট প্রথম থেকে শেষ দেখতে পান। প্রত্যেকটি সংকটে প্রশান্তি আনার জন্য তাঁর নিজস্ব প্রস্তুতি আছে। “যারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। (গীত ৮৪:১১)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 461.3

    আমাদের জন্য ঈশ্বরের হাজার হাজার পথ আছে, যা সম্পর্কে আমরা কিছুই জানি না। যারা মহান ঈশ্বরের সেবা করার জন্য নীতি গ্রহণ করবেন, তারা দেখতে পাবেন যে ক্লান্তি শেষ হয়েছে এবং প্রতিটা পদক্ষেপ হয়েছে সরল। “এই হেতু খ্রীষ্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সঙ্কট ঘটিলে আমি প্রীত হই, কেননা আমি যখন দুর্বল, তখনই বলবান।”(২ করি ১২:১০)।MHBen 461.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents