Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৪১ - অন্যদের সংস্পর্শে

    “তোমরা একজন অন্যজনের
    বোঝা বহন কর,
    এবং খ্রীষ্টের ব্যবস্থা পূর্ণ কর।”

    জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আত্ম-নিয়ন্ত্রণ, ধর্মশীলতা এবং করুণা প্রদর্শনের জন্য আমাদের আহ্বান করা হয়েছে। আমরা স্বভাবে এত ভিন্ন যে, আমাদের অভ্যাস, শিক্ষার প্রতি ভিন্ন ভিন্ন দৃষ্টিতে তাকাই। আমরা বিভিন্নভাবে বিচার করি। সত্য সম্পর্কে আমাদের চেতনা, ধারণা, এবং জীবনের আচার-আচরণ সম্বন্ধে চিন্তাধারা সর্বক্ষেত্রে এক নয়। প্রত্যেকটি বিষয় দু’জনের অভিজ্ঞতা এক নয়। এক জনের দুঃখ কষ্ট অন্য জনের নয়। যে দায়িত্ব এক জনের জন্য খুব সহজ তা অন্য আর এক জনের জন্য অত্যন্ত কঠিন এবং সমস্যাপূর্ণ।MHBen 463.1

    মানব প্রকৃতি এত নশ্বর, অবিদিত, এবং ভ্রান্ত চিন্তার প্রতি দায়বদ্ধ যে অন্যের অবস্থান সম্পর্কে অনুমান করতে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। অন্যের অভিজ্ঞতা সম্বন্ধে আমরা অতি সামান্য কিছু জানি। আমরা যা দেখি অথবা শুনি মনে হতে পারে অতি সামান্য কিন্তু যখন আমাদের চক্ষু খুলে যায়, তখন আমাদের দেখা উচিত যে, এর উপর ভাল মন্দের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নির্ভর করে।MHBen 463.2

    বোঝা বহনকারীদের জন্য সহানুভূতি অনেকে অন্যদের বোঝা সামান্যই বহন করে, প্রকৃত বেদনা এত কম তাদের হৃদয়ে উপলব্ধি করে যে তারা প্রকৃত বোঝা-বহনকারীর কাজ বুঝতে পারে না। যে সন্তান তার পিতার কষ্ট, শ্রম ও যত্ন বুঝে তাদের চেয়ে যারা কম বুঝে তারা কখনো তার বোঝা বহনের কারণে প্রশংসা করতে পারে না। সন্তান হয়তো পিতার ভয় এবং বিহŸলতা দেখে অবাক হয়ে যেতে পারে। এসব তার কাছে নিষ্প্রয়োজন মনে হয়। কিন্তু যখন সে তার জীবনের অভিজ্ঞতা যোগ করবে, যখন সে নিজে এ বোঝা বহন করবে, তখন সে তার পিতার জীবনের দিকে দৃষ্টিপাত করবে এবং যা কোন এক সময় অবোধগম্য ছিল তা বুঝতে পারবে। তিক্ত অভিজ্ঞতাই তাঁকে জ্ঞান দান করবে।MHBen 463.3

    অনেক বোঝা বহনকারীদের জ্ঞাত হওয়া যায়নি এবং মৃত্যুর কোলে ঢলে না পড়া পর্যন্ততার মূল্যায়ন করা হয়নি। যখন তার বোঝা অন্য কারো কাঁধে চাপানো হয়েছে এবং সমস্যার সম্মুখীন হয়েছে তখন তারা বুঝতে পেরেছে যে, তার বিশ্বাস ও সাহস কিভাবে পরীক্ষিত হয়েছিল। প্রায় এভাবে ভুল সংশোধন হয়ে থাকে যা পূর্বে কখনো দৃষ্টিগোচর হয়নি। অভিজ্ঞতা সহনশীল হতে শিক্ষা দেয়। ঈশ্বর মানুষকে দায়িত্বপূর্ণ পদে বসতে অনুমতি প্রদান করেন। যখন তারা ভুল করেন, তাদের সংশোধন এবং অপসারণের ক্ষমতা তাঁর আছে। আমাদের সতর্ক হওয়া উচিত যেন ঈশ্বরের সে বিচার কাজ করার দায়িত্ব যেন আমাদের হস্ত গ্রহণ না করে।MHBen 464.1

    শৈলের প্রতি দায়ূদের ব্যবহার থেকে শিক্ষা আছে। ঈশ্বরের আদেশে শৌলকে ইস্রায়েলদের ওপরে রাজা নিযুক্ত করা হয়েছিল। কিন্তু তার অবাধ্যতার জন্য প্রভু ঘোষণা করেছিলেন যে, তার কাছ থেকে তার রাজ্য নিয়ে নেয়া হয়েছে; তথাপি দায়ূদ তার প্রতি কত সদয়, সম্মানজনক এবং ধর্মশীল আচরণ করেছিলেন! দায়ূদের অন্বেষণে শৌল প্রান্তরে গিয়েছিলেন এবং অজ্ঞানতা বশতঃ তারা সেই গুহাতে প্রবেশ করল যেখানে দায়ূদ ও তার যুদ্ধ সঙ্গীরা আশ্রয় নিয়েছিলেন। “তখন দায়ূদের লোকেরা তাঁহাকে বলিল, দেখুন, এই সেই দিন, যে দিনের বিষয়ে প্রভু আপনাকে বলিয়াছেন, দেখ, আমিই তোমার শত্রæকে তোমার হস্তে সমর্পণ করিব, তখন তুমি তাহার প্রতি যাহা ভাল বুঝিবে, তাহাই করিবে।... আর তিনি আপন লোকদিগকে কহিলেন, আমার প্রভুর প্রতি, সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির প্রতি এমন কর্ম করিতে, তাঁহার বিরুদ্ধে আমার হস্ত বিস্তার করিতে সদাপ্রভু আমাকে না দিউন; কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি।” (১শমূয়েল ২৪:৪-৬)।MHBen 464.2

    জীবনদাতা প্রভু যীশু আমাদের আহ্বান করেছেন, “তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। কেননা যেরূপ বিচারে তোমরা বিচার কর, সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে; এবং যে পরিমাণে পরিমাণ কর সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে।”(মথি ৭:১,২)। মনে রাখবে খুব তাড়াতাড়ি তোমার জীবনের সব হিসেব ঈশ্বরের সামনে খোলা হবে। স্মরণে রাখবে, তিনি এ কথা বলেছেন, “অতএব, হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার পথ নাই; কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাক, সেই বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাক; কেননা তুমি যে বিচার করিতেছ, তুমি সেই মত আচরণ করিয়া থাক।”(রোমীয় ২:১)।MHBen 465.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents